ETV Bharat / bharat

বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে - বাসের সঙ্গে ট্রাক্টর ট্রলির সংঘর্ষ

Road Accident in UP: শনিবারের পর রবিবার ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে ৷ বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে ছয়জন শ্রমিকের ৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Road Accident in UP
মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 1:27 PM IST

জৌনপুর(উত্তরপ্রদেশ), 26 ফেব্রুয়ারি: রোডওয়েজ বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বহু মানুষ । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সিকরারা এলাকার সমাধগঞ্জ বাজারের কাছে ৷

গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র কুমার সিং জানান, রাত সাড়ে 12টার দিকে উত্তরপ্রদেশ রোডওয়েজের একটি বাস প্রয়াগরাজ থেকে গোরক্ষপুর যাচ্ছিল । এ দিকে বাড়ি তৈরির কাজ শেষ করে শ্রমিকদের নিয়ে একটি ট্রাক্টর-ট্রলিও ওই পথ দিয়ে যাচ্ছিল । সিকরারা এলাকার সমাধগঞ্জ বাজারের কাছে এসে ট্রাক্টর-ট্রলির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জন শ্রমিকের । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । ট্রাক্টরের নীচে চাপা পড়ে থাকা দেহগুলি উদ্ধার করেন আধিকারিকরা । আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

দুর্ঘটনার সময় আশপাশের গ্রামবাসীরা ঘুমিয়ে ছিলেন । তবে শোরগোল শুনে বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন । গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, বাসে থাকা যাত্রীরাও দুর্ঘটনায় আহত হয়েছেন । ট্রাক্টর-ট্রলিতে মোট সাতজন শ্রমিক ছিলেন বলে খবর । ঘটনার পর রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয় ৷ পুলিশ এসে ট্রাক্টরের ভাঙা অংশ রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।

এর আগে শনিবার উত্তরপ্রদেশে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় পুকুরে উলটে যায় ট্রাক্টর ট্রলি ৷ ঘটনায় মৃত্যু হয় সাত শিশু ও আট মহিলা-সহ মোট 24 জনের ৷ ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালি কোতোয়ালি এলাকার দড়িয়াবগঞ্জ পাটিয়ালি সড়কের মাঝখানে থাকা গধাইয়া গ্রামের কাছে ৷

আরও পড়ুন:

  1. পুকুরে ট্রাক্টর ট্রলি উলটে শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু
  2. বিহারে ট্রাক ও অটোর সংঘর্ষ প্রাণ কাড়ল 9 জনের
  3. দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা, মৃত ডাম্পারের চালক ও খালাসি

জৌনপুর(উত্তরপ্রদেশ), 26 ফেব্রুয়ারি: রোডওয়েজ বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বহু মানুষ । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সিকরারা এলাকার সমাধগঞ্জ বাজারের কাছে ৷

গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র কুমার সিং জানান, রাত সাড়ে 12টার দিকে উত্তরপ্রদেশ রোডওয়েজের একটি বাস প্রয়াগরাজ থেকে গোরক্ষপুর যাচ্ছিল । এ দিকে বাড়ি তৈরির কাজ শেষ করে শ্রমিকদের নিয়ে একটি ট্রাক্টর-ট্রলিও ওই পথ দিয়ে যাচ্ছিল । সিকরারা এলাকার সমাধগঞ্জ বাজারের কাছে এসে ট্রাক্টর-ট্রলির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জন শ্রমিকের । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । ট্রাক্টরের নীচে চাপা পড়ে থাকা দেহগুলি উদ্ধার করেন আধিকারিকরা । আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

দুর্ঘটনার সময় আশপাশের গ্রামবাসীরা ঘুমিয়ে ছিলেন । তবে শোরগোল শুনে বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন । গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, বাসে থাকা যাত্রীরাও দুর্ঘটনায় আহত হয়েছেন । ট্রাক্টর-ট্রলিতে মোট সাতজন শ্রমিক ছিলেন বলে খবর । ঘটনার পর রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয় ৷ পুলিশ এসে ট্রাক্টরের ভাঙা অংশ রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।

এর আগে শনিবার উত্তরপ্রদেশে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় পুকুরে উলটে যায় ট্রাক্টর ট্রলি ৷ ঘটনায় মৃত্যু হয় সাত শিশু ও আট মহিলা-সহ মোট 24 জনের ৷ ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালি কোতোয়ালি এলাকার দড়িয়াবগঞ্জ পাটিয়ালি সড়কের মাঝখানে থাকা গধাইয়া গ্রামের কাছে ৷

আরও পড়ুন:

  1. পুকুরে ট্রাক্টর ট্রলি উলটে শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু
  2. বিহারে ট্রাক ও অটোর সংঘর্ষ প্রাণ কাড়ল 9 জনের
  3. দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা, মৃত ডাম্পারের চালক ও খালাসি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.