ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লির রেস্তোরাঁয় ঢুকে পড়ল আইনজীবীর বিলাসবহুল গাড়ি, জখম 6 - MERCEDES RAMS INTO RESTAURANT - MERCEDES RAMS INTO RESTAURANT

Delhi Kachori Joint Mishap: রবিবার দুপুরে দিল্লির একটি রেস্তোরাঁয় হঠাৎ ঢুকে পড়ে একটি মার্সিডিজ গাড়ি ৷ তাতে 6 জন আহত হয়েছেন ৷ গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
দিল্লিতে রেস্তোরাঁয় গাড়ি দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 6:27 PM IST

Updated : Apr 2, 2024, 9:24 PM IST

দিল্লির রেস্তোরাঁয় ঢুকে পড়ল গাড়ি

নয়াদিল্লি, 2 এপ্রিল: সুখের রবিবার যে এমন দুঃস্বপ্ন হয়ে উঠবে, তা বোধহয় ভাবেননি রেস্তোরাঁর কর্মী, প্রতিবেশীরা ৷ রবিবার, 31 মার্চ একটি দ্রুতগতিতে আসা মার্সিডিজ এসইউভি রেস্তোরাঁর ভিতরে ঢুকে যায় ৷ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দিল্লির কাশ্মীরি গেটের একটি বিখ্যাত রেস্তোরাঁয় ৷ কমপক্ষে 6 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে ৷

রবিবারের দুপুর, বেলা 3টে হবে ৷ হঠাৎ মার্সিডিজ এসইউভি ফতেহ কচোরির ভিতরে ঢুকে পড়ল ৷ এই ঘটনার ভিডিয়োটি ধরা পড়েছে ওই রেস্তারাঁর সিসিটিভিতে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল ঘুরে বেড়াচ্ছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় আসা লোকজন দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন ৷ আচমকা একটি গাড়ি খুব দ্রুতগতিতে এসে ওই রেস্তোরাঁর দেওয়ার ভেঙে ভিতরে ঢুকে পড়ছে ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই টেবিল, চেয়ার সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে ৷

সঙ্গে সঙ্গে ওই মার্সিডিজের চালক গাড়িটিকে দেওয়াল থেকে পিছনে সরিয়ে আনে ৷ এদিকে লোকজন আতঙ্কে নিজের পরিবারের সদস্যদের খুঁজতে থাকে ৷ মধ্যবয়সি এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে এই রেস্তোরাঁয় এসেছিলেন ৷ ভিডিয়োর ফ্রেমে তাঁদের পরিষ্কার দেখা যাচ্ছে ৷ ওই অসহায় ব্যক্তি তন্ন তন্ন করে তাঁর স্ত্রীকে খুঁজছেন ৷ তিনি হাঁটু মুড়ে গাড়ির নীচে বারবার ঝুঁকে দেখছেন, তাঁর স্ত্রী সেখানে আছেন কি না ৷

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ওই ঘাতক মার্সিডিজের চালক একজন আইনজীবী ৷ তিনি নয়ডার বাসিন্দা ৷ তাঁর নাম পরাগ মাইনি, বয়স 36 বছর ৷ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ মার্সিডিজটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

চালকের প্রাথমিক পরীক্ষায় অবশ্য ধরা পড়েছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না ৷ যদিও পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা আবারও ওই আইনজীবীর রক্তের নমুনা সংগ্রহ করে তদন্ত করছেন ৷ এই দুর্ঘটনার সময় কিন্তু আইনজীবীর স্ত্রী'ও গাড়ির মধ্যেই ছিলেন ৷ আহতদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কয়লা বোঝাই ট্রাক, চাপা পড়ে মৃত 2
  2. বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
  3. জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি খাদে পড়ে 10 জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

দিল্লির রেস্তোরাঁয় ঢুকে পড়ল গাড়ি

নয়াদিল্লি, 2 এপ্রিল: সুখের রবিবার যে এমন দুঃস্বপ্ন হয়ে উঠবে, তা বোধহয় ভাবেননি রেস্তোরাঁর কর্মী, প্রতিবেশীরা ৷ রবিবার, 31 মার্চ একটি দ্রুতগতিতে আসা মার্সিডিজ এসইউভি রেস্তোরাঁর ভিতরে ঢুকে যায় ৷ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দিল্লির কাশ্মীরি গেটের একটি বিখ্যাত রেস্তোরাঁয় ৷ কমপক্ষে 6 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে ৷

রবিবারের দুপুর, বেলা 3টে হবে ৷ হঠাৎ মার্সিডিজ এসইউভি ফতেহ কচোরির ভিতরে ঢুকে পড়ল ৷ এই ঘটনার ভিডিয়োটি ধরা পড়েছে ওই রেস্তারাঁর সিসিটিভিতে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল ঘুরে বেড়াচ্ছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় আসা লোকজন দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন ৷ আচমকা একটি গাড়ি খুব দ্রুতগতিতে এসে ওই রেস্তোরাঁর দেওয়ার ভেঙে ভিতরে ঢুকে পড়ছে ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই টেবিল, চেয়ার সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে ৷

সঙ্গে সঙ্গে ওই মার্সিডিজের চালক গাড়িটিকে দেওয়াল থেকে পিছনে সরিয়ে আনে ৷ এদিকে লোকজন আতঙ্কে নিজের পরিবারের সদস্যদের খুঁজতে থাকে ৷ মধ্যবয়সি এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে এই রেস্তোরাঁয় এসেছিলেন ৷ ভিডিয়োর ফ্রেমে তাঁদের পরিষ্কার দেখা যাচ্ছে ৷ ওই অসহায় ব্যক্তি তন্ন তন্ন করে তাঁর স্ত্রীকে খুঁজছেন ৷ তিনি হাঁটু মুড়ে গাড়ির নীচে বারবার ঝুঁকে দেখছেন, তাঁর স্ত্রী সেখানে আছেন কি না ৷

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ওই ঘাতক মার্সিডিজের চালক একজন আইনজীবী ৷ তিনি নয়ডার বাসিন্দা ৷ তাঁর নাম পরাগ মাইনি, বয়স 36 বছর ৷ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ মার্সিডিজটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

চালকের প্রাথমিক পরীক্ষায় অবশ্য ধরা পড়েছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না ৷ যদিও পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা আবারও ওই আইনজীবীর রক্তের নমুনা সংগ্রহ করে তদন্ত করছেন ৷ এই দুর্ঘটনার সময় কিন্তু আইনজীবীর স্ত্রী'ও গাড়ির মধ্যেই ছিলেন ৷ আহতদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর তদন্ত চলছে ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কয়লা বোঝাই ট্রাক, চাপা পড়ে মৃত 2
  2. বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
  3. জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি খাদে পড়ে 10 জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ
Last Updated : Apr 2, 2024, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.