ETV Bharat / bharat

পিকআপ ভ্যান-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক শিশু-সহ 7 - UP HATHRAS ACCIDENT

উত্তরপ্রদেশের হাথরসে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 জনের ৷ আহত 13 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

UP Hathras Road Accident
উত্তরপ্রদেশের হাথরসে পথদুর্ঘটনায় দুমড়ে গিয়েছে পিকআপ ভ্যান (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 6:39 PM IST

হাথরস, 10 ডিসেম্বর: মুম্বইয়ের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরসে ৷ টাটা ম্যাজিক গাড়ির সঙ্গে ডাম্পারে ধাক্কা লেগে মৃত্যু হল 7 জনের ৷ মঙ্গলবার সিকন্দরারাও-হাথরস রোডের জৈতপুর গ্রামের কাছে এই গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ মৃতদের মধ্যে আছেন তিনজন মহিলা । প্রাণ গিয়েছে এক শিশুরও ৷ আহত হয়েছেন 13 জন ৷

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ জখম ব্যক্তিদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সূত্রে খবর, মৃতরা কুমহরাই গ্রামের বাসিন্দা ছিলেন ৷ তাঁরা টাটা ম্যাজিক গাড়িতে চড়ে এটাহ যাচ্ছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷

হাথরসের জেলাশাসক আশিস কুমার বলেন, "পিকআপ ভ্যানে করে একটি পরিবার এটাহ যাচ্ছিল ৷ উল্টো দিক থেকে ট্যাঙ্কার আসছিল ৷ তখনই দুর্ঘনা হয় এবং 7 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন মহিলা এবং একটি শিশু রয়েছে ৷ ছ'জনকে রেফার করা হয়েছে ৷ বাকি 7 জনের জেলা হাসপাতালেই চিকিৎসা চলছে ৷" এই দুর্ঘটনায় মৃতদের প্রত্যেককে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পাশাপাশি গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

এর আগে গতকাল মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে সরকারি বাস ৷ এই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে তাতে পথচলতি মানুষ পিষ্ট হয় ৷ সোমবার রাতে কুরলা স্টেশনের কাছে এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ আহতের সংখ্যা 49 ৷ চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

পুলিশ এবং পুরনিগমের কর্তারা জানান, সোমবার রাতে মুম্বইয়ের নাগরিক পরিবহণ সংস্থার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং রাস্তার ধারে কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ সোমবার রাত সাড়ে 9টা নাগাদ কুরলা পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মঙ্গলবার সকালে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷

হাথরস, 10 ডিসেম্বর: মুম্বইয়ের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরসে ৷ টাটা ম্যাজিক গাড়ির সঙ্গে ডাম্পারে ধাক্কা লেগে মৃত্যু হল 7 জনের ৷ মঙ্গলবার সিকন্দরারাও-হাথরস রোডের জৈতপুর গ্রামের কাছে এই গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ মৃতদের মধ্যে আছেন তিনজন মহিলা । প্রাণ গিয়েছে এক শিশুরও ৷ আহত হয়েছেন 13 জন ৷

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ জখম ব্যক্তিদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সূত্রে খবর, মৃতরা কুমহরাই গ্রামের বাসিন্দা ছিলেন ৷ তাঁরা টাটা ম্যাজিক গাড়িতে চড়ে এটাহ যাচ্ছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷

হাথরসের জেলাশাসক আশিস কুমার বলেন, "পিকআপ ভ্যানে করে একটি পরিবার এটাহ যাচ্ছিল ৷ উল্টো দিক থেকে ট্যাঙ্কার আসছিল ৷ তখনই দুর্ঘনা হয় এবং 7 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন মহিলা এবং একটি শিশু রয়েছে ৷ ছ'জনকে রেফার করা হয়েছে ৷ বাকি 7 জনের জেলা হাসপাতালেই চিকিৎসা চলছে ৷" এই দুর্ঘটনায় মৃতদের প্রত্যেককে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পাশাপাশি গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

এর আগে গতকাল মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে সরকারি বাস ৷ এই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে তাতে পথচলতি মানুষ পিষ্ট হয় ৷ সোমবার রাতে কুরলা স্টেশনের কাছে এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ আহতের সংখ্যা 49 ৷ চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

পুলিশ এবং পুরনিগমের কর্তারা জানান, সোমবার রাতে মুম্বইয়ের নাগরিক পরিবহণ সংস্থার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং রাস্তার ধারে কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ সোমবার রাত সাড়ে 9টা নাগাদ কুরলা পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মঙ্গলবার সকালে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.