ETV Bharat / bharat

নেপালে কপ্টার দুর্ঘটনা, ঝলসে মৃত কমপক্ষে 5 - Nepal Helicopter Crash

Nepal Helicopter Crash kills Many: নেপালে ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ এখনও একজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ ৷

Nepal Helicopter Crash
নেপালে কপ্টার দুর্ঘটনা (প্রতীকি ছবি)
author img

By PTI

Published : Aug 7, 2024, 4:51 PM IST

Updated : Aug 7, 2024, 6:27 PM IST

কাঠমাণ্ডু, 7 অগস্ট: নেপালে ফের দুর্ঘটনা ৷ এবার ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ বুধবার কাঠমাণ্ডুর উত্তর-পশ্চিমে পাহাড়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার 7 নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে ৷

মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, 9N-AJD, কাঠমাণ্ডু থেকে রাসুওয়া যাওয়ার পথে ভেঙে পড়েছে ৷ হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে দুপুর 1টা 54 মিনিটে উড়ান শুরু করে ৷ টেকঅফের মাত্র তিন মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। এক পুলিশ আধিকারীক ওই সংবাদপত্রকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এপর আরও একটি দেহ এতটাই ঝলসে গিয়েছে যে, সেটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ ৷

পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত 30 বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত 27টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ৷ যার মধ্যে 20টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷ ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান যেমন দুর্ঘটনার কবলে পড়েছে, তেমনই ঘরোয়া উড়ান পরিষেবার আওতাভুক্ত তারা এয়ারের বিমানও ভেঙে পড়েছে নেপালে ৷

এর আগে গত 24 জুলাই নেপালে ভেঙে পড়েছিল একটি বিমান ৷ যেখানে 18 জন যাত্রীর মৃত্যু হয়েছিল ৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কপ্টার দপর্ঘটনার মুখে নেপাল ৷ (পিটিআই)

কাঠমাণ্ডু, 7 অগস্ট: নেপালে ফের দুর্ঘটনা ৷ এবার ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ বুধবার কাঠমাণ্ডুর উত্তর-পশ্চিমে পাহাড়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার 7 নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে ৷

মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, 9N-AJD, কাঠমাণ্ডু থেকে রাসুওয়া যাওয়ার পথে ভেঙে পড়েছে ৷ হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে দুপুর 1টা 54 মিনিটে উড়ান শুরু করে ৷ টেকঅফের মাত্র তিন মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। এক পুলিশ আধিকারীক ওই সংবাদপত্রকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এপর আরও একটি দেহ এতটাই ঝলসে গিয়েছে যে, সেটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ ৷

পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত 30 বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত 27টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ৷ যার মধ্যে 20টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷ ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান যেমন দুর্ঘটনার কবলে পড়েছে, তেমনই ঘরোয়া উড়ান পরিষেবার আওতাভুক্ত তারা এয়ারের বিমানও ভেঙে পড়েছে নেপালে ৷

এর আগে গত 24 জুলাই নেপালে ভেঙে পড়েছিল একটি বিমান ৷ যেখানে 18 জন যাত্রীর মৃত্যু হয়েছিল ৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কপ্টার দপর্ঘটনার মুখে নেপাল ৷ (পিটিআই)

Last Updated : Aug 7, 2024, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.