ETV Bharat / bharat

পাটনার হোটেলে আগুন, ঝলসে মৃত 6 জন - Patna Hotel Fire - PATNA HOTEL FIRE

Patna Fire: পাটনার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ 3 মহিলা-সহ ঝলসে মৃত্যু 6 জনের ৷ গুরুতর আহত আরও 2 জন ৷

Patna Fire
পাটনার হোটেলে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 8:48 PM IST

পাটনা, 25 এপ্রিল: পাটনার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ 3 মহিলা-সহ ঝলসে মৃত্যু 6 জনের ৷ গুরুতর আহত আরও 2 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ৷ স্থানীয় সূত্রের খবর, আচমকাই হোটেলের বৃহস্পতিবার একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা ৷ কিছুক্ষণের মধ্যে হোটেলের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷

আগুনের তীব্রতা অত্যাধিক হওয়ায় হোটেলের ভিতরেই আটকে পড়েন অনেকে ৷ পাটনা থানার এসপি চন্দ্র প্রকাশ জানান, আগুন লাগার সময় 20 জনেরও বেশি লোক হোটেলের ভিতরে আটকে ছিল ৷ স্থানীয়দের সহযোগীতায় দমকল কর্মীরা বেশ কয়েকজনকে বের করে আনা হয় ৷ ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ করা হয়েছে ৷

প্রকাশ বলেন, "নিহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন । এছাড়াও গুরুতর দগ্ধ হওয়া দু'জন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷" সেইসঙ্গে তিনি আরও জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়ার জন্য পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে । কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷

ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ তাঁদের পরীক্ষা-নিরিক্ষার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসপি ৷ জেলা প্রশাসক শিরসাত কপিল অশোক জানান, সমস্ত হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির একটি ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিশেষ করে পাটনা জংশনের মতো জনবহুল এলাকার উপর বেশি নজর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

পাটনা, 25 এপ্রিল: পাটনার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ 3 মহিলা-সহ ঝলসে মৃত্যু 6 জনের ৷ গুরুতর আহত আরও 2 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ৷ স্থানীয় সূত্রের খবর, আচমকাই হোটেলের বৃহস্পতিবার একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা ৷ কিছুক্ষণের মধ্যে হোটেলের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷

আগুনের তীব্রতা অত্যাধিক হওয়ায় হোটেলের ভিতরেই আটকে পড়েন অনেকে ৷ পাটনা থানার এসপি চন্দ্র প্রকাশ জানান, আগুন লাগার সময় 20 জনেরও বেশি লোক হোটেলের ভিতরে আটকে ছিল ৷ স্থানীয়দের সহযোগীতায় দমকল কর্মীরা বেশ কয়েকজনকে বের করে আনা হয় ৷ ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ করা হয়েছে ৷

প্রকাশ বলেন, "নিহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন । এছাড়াও গুরুতর দগ্ধ হওয়া দু'জন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷" সেইসঙ্গে তিনি আরও জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়ার জন্য পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে । কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷

ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ তাঁদের পরীক্ষা-নিরিক্ষার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসপি ৷ জেলা প্রশাসক শিরসাত কপিল অশোক জানান, সমস্ত হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির একটি ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিশেষ করে পাটনা জংশনের মতো জনবহুল এলাকার উপর বেশি নজর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.