ETV Bharat / bharat

অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল 3 শিশু ও 5 মহিলার - Chhattisgarh Road Accident - CHHATTISGARH ROAD ACCIDENT

Bemetara Road Accident: ছত্তিশগড়ের বেমেতারায় মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল আট জনের ৷ মৃতদের মধ্যে 5 জন মহিলা ও 3 জন শিশু রয়েছে ৷ রবিবার রাতের ওই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে 23 জন ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Bemetara Road Accident
Bemetara Road Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 10:30 AM IST

Updated : Apr 29, 2024, 11:11 AM IST

বেমাতারা (ছত্তিশগড়), 29 এপ্রিল: পণ্যবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল আট জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন 5 মহিলা ও 3 শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও 23 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আহতদের রাজধানী রায়পুরে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মৃত ও আহতরা নামকরণের অনুষ্ঠানে বেমেতারা জেলার তিরাইয়া গ্রামে গিয়েছিলেন। সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজেদের বাড়ি ফিরছিলেন। সেইসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই 5 মহিলা ও 3 শিশুর মৃত্যু হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় 23 জন স্থানীয় দুই হাসপাতালে ভরতি করা হয়। পরে গুরুতর আহত চার জনকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়।

পথ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে, ভূরি নিষাদ (50), নীরা সাহু (55), গীতা সাহু (60), অগ্নিয়া সাহু (60), খুশবু সাহু (39), মধু সাহু (5), রিকেশ নিষাদ (6) এবং টুইঙ্কেল নিষাদ (6) ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই পাথররা গ্রামের বাসিন্দা। বেমেতারার কালেক্টর রণবীর শর্মা জানান, দুর্ঘটনার খবর পেয়ে বেমেতারার বিধায়ক দীপেশ সাহু, তিনি এবং এসপি রামকৃষ্ণ সাহু জেলা হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।

বিধায়ক বলেন, "আট জনের মৃত্যু হয়েছে। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা হাসপাতাল এবং এইমস রায়পুরে রেফার করা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলার পর যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে। এছাড়াও, সরকারি আর্থিক সহায়তাও প্রদান করা হবে ৷

আরও পড়ুন:

  1. বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন
  2. পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2
  3. অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 8 শিশু-সহ 12 জন

বেমাতারা (ছত্তিশগড়), 29 এপ্রিল: পণ্যবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল আট জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন 5 মহিলা ও 3 শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও 23 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আহতদের রাজধানী রায়পুরে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মৃত ও আহতরা নামকরণের অনুষ্ঠানে বেমেতারা জেলার তিরাইয়া গ্রামে গিয়েছিলেন। সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজেদের বাড়ি ফিরছিলেন। সেইসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই 5 মহিলা ও 3 শিশুর মৃত্যু হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় 23 জন স্থানীয় দুই হাসপাতালে ভরতি করা হয়। পরে গুরুতর আহত চার জনকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়।

পথ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে, ভূরি নিষাদ (50), নীরা সাহু (55), গীতা সাহু (60), অগ্নিয়া সাহু (60), খুশবু সাহু (39), মধু সাহু (5), রিকেশ নিষাদ (6) এবং টুইঙ্কেল নিষাদ (6) ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই পাথররা গ্রামের বাসিন্দা। বেমেতারার কালেক্টর রণবীর শর্মা জানান, দুর্ঘটনার খবর পেয়ে বেমেতারার বিধায়ক দীপেশ সাহু, তিনি এবং এসপি রামকৃষ্ণ সাহু জেলা হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।

বিধায়ক বলেন, "আট জনের মৃত্যু হয়েছে। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা হাসপাতাল এবং এইমস রায়পুরে রেফার করা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলার পর যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে। এছাড়াও, সরকারি আর্থিক সহায়তাও প্রদান করা হবে ৷

আরও পড়ুন:

  1. বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন
  2. পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2
  3. অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 8 শিশু-সহ 12 জন
Last Updated : Apr 29, 2024, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.