চেন্নাই, 28 জানুয়ারি: রবিবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল একাধিক মানুষের ৷ তামিলনাড়ুর তেনকাসি জেলার পুলিয়ানগুড়ির কাছে একটি সিমেন্ট বোঝাই লরির সঙ্গে এক চারচাকা গাড়ির সংঘর্ষ হয় ৷ রবিবারের এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ এই ভয়ানক দুর্ঘটনায় পুলিয়ানগুড়ি এলাকার 5 জন দুর্ঘটনাস্থলে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একজন মারা যান। চোক্কামপট্টি পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতরা সকলেই তেনকাসির পুলিয়ানগুড়ির ভগবতী আম্মান মন্দির স্ট্রিট এলাকার ৷ মৃতরা হলেন- কার্তিক, ভেল মনোজ, সুব্রামণি, মনোকরণ এবং বোথিরাজ ৷ এখনও একজনের নাম জানা যায়নি ৷ এঁরা সকলেই শনিবার রাতে পুলিয়ানগুড়ির বালাসুব্রহ্মণ্য স্বামী মন্দির উৎসবে অংশ নিয়েছিলেন এবং তারপরে কোটাল্লাম জলপ্রপাতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ কুড়াল্লাম থেকে নিজেদের শহর পুলিয়ানগুড়িতে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে যায় ৷
পুলিশের প্রাথমিক অনুমান, পুলিয়ানগুড়ির কাছে পুন্নাইয়াপুরম এবং সিঙ্গিলিপট্টির মধ্যে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলস্বরূপ, গাড়িটির একটি সিমেন্ট বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয় ৷ লরিটি কেরলে যাচ্ছিল। জানা গিয়েছে, চারচাকা গাড়িটি লরির সঙ্গে সংঘর্ষের পর বেশ খানিকটা দূরে ছিটকে যায় ৷ স্থানীয়রা উদ্ধার করে আহতদের পুলিয়ানগুড়ি জিএইচ হাসপাতালে নিয়ে যায় ৷ মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর, চোক্কামপট্টি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট-সহ পুলিশ এবং দমকল বিভাগ ধ্বংসস্তূপ থেকে মৃতদের উদ্ধার করে। এরপরে, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য তিরুনেলভেলিতে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: