ETV Bharat / bharat

দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু 11 জনের

Delhi Fire: বৃহস্পতিবার বিকেলে একটি রঙের কারখানা এবং একটি রাসায়নিক পদার্থ মজুত রাখা গুদামে আগুন লাগে ৷ মুহূর্তে তা বিধ্বংসী রূপ নেয় ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের ৷ আহত আরও চার জন ৷

ETV Bharat
দিল্লিতে রঙের কারখানায় আগুন লেগে মৃত 11
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 7:34 AM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ৷ পুলিশ জানিয়েছে, দিল্লির শহরতলি এলাকায় আলিপুরের দয়ালপুর মার্কেটে একটি রঙের কারখানায় আগুন লেগে যায় ৷ আর তাতেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ আহত 4 জন ৷ তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মীও ৷ উদ্ধারকার্য চালাতে গিয়ে তিনি জখম হন ৷ ওই ফ্যাক্টরি চত্বর থেকেই পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করা হয় ৷

দমকল দফতর থেকে জানানো হয়েছে, রঙের কারখানা এবং রাসায়নিক পদার্থের গুদামে আগুন লেগেছিল ৷ এর ফলে 11 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 4 জন ৷ মৃতদের বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷ আহতদের রাজা হরিশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷

দিল্লির দমকল পরিষেবা সূত্রে জানা গিয়েছে, বিকেল 5.25 মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 22টি গাড়ি ৷ পুলিশ জানিয়েছে, আগুনের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছিল ৷ ওই কারখানায় মজুত করা রাসায়নিকের জন্যই বিস্ফোরণ হচ্ছিল বলে মনে করা হচ্ছে ৷

এদিকে বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল ৷ ওই কারখানার কাছাকাছি থাকা বাড়ি, দোকানেও আগুন লেগে যায় ৷ জখম ব্যক্তিদের কয়েকজন সেখানে ছিলেন ৷ দমকলবাহিনীর এক আধিকারিক জানান, রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তারপর শুরু হয় কুলিং প্রসেস ৷ আরেক আধিকারিক জানিয়েছেন, কারখানার অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ খোঁজ চলছে ৷ এর জন্য দলও তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন:

স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দম্পতি

হাওড়া ব্রিজে কলকাতাগামী গাড়িতে আগুন, চাঞ্চল্য

অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ৷ পুলিশ জানিয়েছে, দিল্লির শহরতলি এলাকায় আলিপুরের দয়ালপুর মার্কেটে একটি রঙের কারখানায় আগুন লেগে যায় ৷ আর তাতেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ আহত 4 জন ৷ তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মীও ৷ উদ্ধারকার্য চালাতে গিয়ে তিনি জখম হন ৷ ওই ফ্যাক্টরি চত্বর থেকেই পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করা হয় ৷

দমকল দফতর থেকে জানানো হয়েছে, রঙের কারখানা এবং রাসায়নিক পদার্থের গুদামে আগুন লেগেছিল ৷ এর ফলে 11 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 4 জন ৷ মৃতদের বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷ আহতদের রাজা হরিশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷

দিল্লির দমকল পরিষেবা সূত্রে জানা গিয়েছে, বিকেল 5.25 মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 22টি গাড়ি ৷ পুলিশ জানিয়েছে, আগুনের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছিল ৷ ওই কারখানায় মজুত করা রাসায়নিকের জন্যই বিস্ফোরণ হচ্ছিল বলে মনে করা হচ্ছে ৷

এদিকে বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল ৷ ওই কারখানার কাছাকাছি থাকা বাড়ি, দোকানেও আগুন লেগে যায় ৷ জখম ব্যক্তিদের কয়েকজন সেখানে ছিলেন ৷ দমকলবাহিনীর এক আধিকারিক জানান, রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তারপর শুরু হয় কুলিং প্রসেস ৷ আরেক আধিকারিক জানিয়েছেন, কারখানার অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ খোঁজ চলছে ৷ এর জন্য দলও তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন:

স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দম্পতি

হাওড়া ব্রিজে কলকাতাগামী গাড়িতে আগুন, চাঞ্চল্য

অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.