ETV Bharat / bharat

মধ্যপ্রদেশের নৌকাডুবিতে শিশু-সহ মৃত 7, আর্থিক সহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর - Boat Capsized

Boat Capsized in Madhya Pradesh: মধ্যপ্রদেশের শেওপুরের সীপ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনায় শিশু-সহ 7 জনের মৃত্যু হয়েছে । নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে কোনও রকমে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন চারজন । দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় 11 জন পুণ্যার্থী ছিলেন । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ।

Boat overturns in Madhya Pradesh
মধ্যপ্রদেশে নৌকাডুবিতে মৃত্যু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 10:31 AM IST

Updated : Jun 2, 2024, 10:59 AM IST

শেওপুর (মধ্যপ্রদেশ), 2 জুন: ঝড়ে নদীতে নৌকা উলটে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে ৷ এই দুর্ঘটনায় তিন শিশু-সহ 7 জনের মৃত্যু হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে শেওপুর জেলার মানপুর থানার সারোদা গ্রামে । একটি নৌকায় করে 11 জন পুণ্যার্থী সীপ নদী পার হচ্ছিলেন । মাঝ নদীতে প্রবল ঝড়ের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উলটে যায় । সাঁতার কেটে প্রাণ বাঁচান এক মহিলা-সহ চারজন । এরা সবাই নানাভাত ও বিজারপুরের বাসিন্দা ৷

অন্যদিকে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন । তিনি তার 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন, "শেওপুরের সীপ নদীতে নৌকাডুবির ঘটনায় বহু মূল্যবান প্রাণের অকাল মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত । দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছন কালেক্টর ও এসপি । এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত 7 জনকে বাঁচানো যায়নি । এই শোকের মুহুর্তে আমাদের সমবেদনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে । নিহতদের পরিবারকে 8 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার ।"

আরও পড়ুন: পুনেতে নৌকা উলটে নিখোঁজ 6, জারি তল্লাশি অভিযান

জানা গিয়েছে, প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে প্রশাসন জানায় দুর্ঘটনায় জলে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে । নৌকাডুবির খবর পেয়েই পুলিশ, প্রশাসন ও এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । চার ঘণ্টার উদ্ধার অভিযানের পর সাত জনের দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় একই সঙ্গে দুই শিশু ও তাদের বাবা-মায়েরও মৃত্যু হয়েছে ।

সকল পুণ্যার্থীরা রাজস্থানের চতুর্ভুজ মন্দির থেকে ফিরে তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে নদী পার হচ্ছিলেন । কিছুদূর যাওয়ার পর হঠাৎ প্রবল দমকা হাওয়ায় নৌকাটি দুমড়ে মুচড়ে যায় । এটা দেখে সকল পুণ্যার্থী আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর নৌকাটি উলটে ডুবে যায় ৷ এতে সকলেই নদীতে পড়ে যান । যারা সাঁতার জানত তারা কোনও মতে তীরে পৌঁছন । যারা সাঁতার জানতো না তারা জলে ডুবে যান । পরে দেহগুলি উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: শ্রীনগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 6, উদ্ধার 6 জন

শেওপুর (মধ্যপ্রদেশ), 2 জুন: ঝড়ে নদীতে নৌকা উলটে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে ৷ এই দুর্ঘটনায় তিন শিশু-সহ 7 জনের মৃত্যু হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে শেওপুর জেলার মানপুর থানার সারোদা গ্রামে । একটি নৌকায় করে 11 জন পুণ্যার্থী সীপ নদী পার হচ্ছিলেন । মাঝ নদীতে প্রবল ঝড়ের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উলটে যায় । সাঁতার কেটে প্রাণ বাঁচান এক মহিলা-সহ চারজন । এরা সবাই নানাভাত ও বিজারপুরের বাসিন্দা ৷

অন্যদিকে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন । তিনি তার 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন, "শেওপুরের সীপ নদীতে নৌকাডুবির ঘটনায় বহু মূল্যবান প্রাণের অকাল মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত । দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছন কালেক্টর ও এসপি । এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত 7 জনকে বাঁচানো যায়নি । এই শোকের মুহুর্তে আমাদের সমবেদনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে । নিহতদের পরিবারকে 8 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার ।"

আরও পড়ুন: পুনেতে নৌকা উলটে নিখোঁজ 6, জারি তল্লাশি অভিযান

জানা গিয়েছে, প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে প্রশাসন জানায় দুর্ঘটনায় জলে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে । নৌকাডুবির খবর পেয়েই পুলিশ, প্রশাসন ও এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । চার ঘণ্টার উদ্ধার অভিযানের পর সাত জনের দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় একই সঙ্গে দুই শিশু ও তাদের বাবা-মায়েরও মৃত্যু হয়েছে ।

সকল পুণ্যার্থীরা রাজস্থানের চতুর্ভুজ মন্দির থেকে ফিরে তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে নদী পার হচ্ছিলেন । কিছুদূর যাওয়ার পর হঠাৎ প্রবল দমকা হাওয়ায় নৌকাটি দুমড়ে মুচড়ে যায় । এটা দেখে সকল পুণ্যার্থী আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর নৌকাটি উলটে ডুবে যায় ৷ এতে সকলেই নদীতে পড়ে যান । যারা সাঁতার জানত তারা কোনও মতে তীরে পৌঁছন । যারা সাঁতার জানতো না তারা জলে ডুবে যান । পরে দেহগুলি উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: শ্রীনগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 6, উদ্ধার 6 জন

Last Updated : Jun 2, 2024, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.