মাজুয়া (সিকিম), 10 জুন: প্রবল বৃষ্টির জেরে ধস ৷ তার জেরে তিনজনের মৃত্যু ৷ সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে সিকিমের ইয়াং ইয়াং ব়্যাং এলাকার মাজুয়া গ্রামে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু‘জন পুরুষ ও একজন মহিলা ৷ দুর্ঘটনাস্থল দক্ষিণ সিকিমের নামচি জেলার অন্তর্গত ৷ সেখানকার জেলাশাসক জানিয়েছেন, মৃতদের নাম - ইয়াবা সুব্বা ও বিশাল রাই এবং মনিতা রাই (মহিলা) ৷
স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল ৷ সেই বৃষ্টির জেরেই সোমবার ভোর সাড়ে 6টা নাগাদ ওই এলাকায় অন্তত সাতটি বাড়ি ধসের জেরে ভেঙে যায় ৷ তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদেহ প্রশাসনের তরফে উদ্ধার করা হয়েছে ৷ তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ ৷ তাঁদের খোঁজ চলছে ৷
প্রশাসনের তরফে ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে ৷ ফলে যান চলাচল বন্ধ ৷ এর জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের দিকে ৷ আবার সিকিম থেকেই সমতলের দিকে কেউ আসতে পারছেন না ৷ ফলে সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন ৷
প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ তবে বৃষ্টি না কমলে পরিস্থিতি স্বাভাবিক করা খুবই কঠিন, তা মেনে নিচ্ছেন প্রশাসনের আধিকারিকরাও ৷ ফলে কতক্ষণ বা কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়, সেটাই এখন দেখার ৷ তবে সিকিম বা পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি আগেও হয়েছে ৷ স্থানীয় বাসিন্দারাও তাই এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৷