রায়পুর, 28 ফেব্রুয়ারি: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের নিরাপত্তায় গাফিলতি ৷ বুধবার তাঁর বাসভবনে আগ্নেয়াস্ত্র-সহ প্রবেশ করেন এক ব্যক্তি ৷ তাঁর ঘরে প্রবেশের আগের মুহূর্তে ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ এই ঘটনায় তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক প্রফুল্ল ঠাকুর জানান, এক ব্যক্তি বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাই ছিল তাঁর উদ্দেশ্য ৷ মুখ্যমন্ত্রীর ঘরে প্রবেশের আগে তাঁকে তল্লাশি করেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ৷ সেই সময়ই দেখা যায় ওই ব্যক্তির কাছে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে ৷
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে ওই ব্যক্তি ভিআইপি লেখা গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছিলেন ৷ তার পর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷ এই ঘটনার জেরে অনেক প্রশ্ন উঠেছে ৷ কেন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে এসেছিলেন ? ওই আগ্নেয়াস্ত্রের কি লাইসেন্স রয়েছে ? তা যদি থাকে, সেটা ওই ব্যক্তির নামে রয়েছে ? তাঁকে কেউ মুখ্যমন্ত্রীকে আক্রমণের জন্য পাঠিয়েছিলেন ?
এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ ওই ব্যক্তির পরিচয়ও ছত্তিশগড় পুলিশ সামনে আনেনি ৷ পুলিশের তরফে শুধু জানানো হয়েছে যে ওই ব্যক্তি যশপুরের বাসিন্দা ৷ সূত্রের খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে ৷
এদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ প্রাথমিক যাঁরা সেখানে আসা দর্শনার্থীদের তল্লাশি করেন, তাঁদের তরফে গাফিলতি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনজন বরখাস্ত করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে বরখাস্ত হওয়া কর্মীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে ৷
আরও পড়ুন: