ETV Bharat / bharat

স্কুলের পথে অপহরণ ! ধর্ষণ করে রাস্তার পাশে ছুড়ে ফেলল নাবালিকাকে - School Girl Kidnapped And Raped - SCHOOL GIRL KIDNAPPED AND RAPED

School Girl Raped at Gorakhpur in UP: স্কুল যাওয়ার জন্য বাস ধরবে বলে দাঁড়িয়েছিল নাবালিকা ৷ হঠাৎ এক যুবক এসে ভয় দেখিয়ে তাকে বাইকে তুলে নিয়ে চলে যায় ৷ পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

School Student Rape in UP
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 2:01 PM IST

গোরখপুর, 30 অগস্ট: স্কুল যাওয়ার পথে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরের বেলিপার থানা এলাকায় ৷

জানা গিয়েছে, স্কুল যাবে বলে বাসের জন্য অপেক্ষা করছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী । সেই সময় অভিযুক্ত মেয়েটিকে বন্দুক দেখিয়ে তার বাইকে তুলে নিয়ে যায় ৷ এরপর পথে এক জায়গায় তাকে মাদক খাইয়ে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ ৷ পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে । তার কাছ থেকে গোটা বিষয়টি জানার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

ছাত্রী জানিয়েছে, স্কুল বাস ধরার জন্য গ্রামের বাইরে অবস্থিত মন্দিরের কাছে দাঁড়িয়েছিল সে ৷ সেখানে জৈন শেখ ওরফে ডায়মন্ড তাকে বন্দুকের ভয় দেখিয়ে মোটর সাইকেলে বসিয়ে দেয় । কিছুদূর যাওয়ার পর জলে কিছু নেশাজাতীয় পদার্থ মিশিয়ে জোর করে তাকে খাইয়ে দেয় । এরপর ছাত্রীকে অচেতন অবস্থায় একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।

এদিকে সময়মতো ক্লাসে না-পৌঁছনোয় স্কুলের কর্মকর্তারা ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে । মেয়ে স্কুলের জন্য বেরিয়েও স্কুলে না-পৌঁছনোয় চিন্তায় পড়ে পরিবার ৷ তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন তারা । অনেকক্ষণ সময় পেরিয়ে যাওযার পরেও মেয়েকে না পেয়ে বেলিপাড় থানায় অভিযোগ দায়ের করেন ৷ এরপর পুলিশ তল্লাশি শুরু করে এবং কাটিয়া মোড়ের কাছে ছাত্রীটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় । জ্ঞান ফেরার পর ওই ছাত্রী পুলিশ ও পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় ৷ তার ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত জৈন শেখকে গ্রেফতার করে ৷

গোরখপুর, 30 অগস্ট: স্কুল যাওয়ার পথে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরের বেলিপার থানা এলাকায় ৷

জানা গিয়েছে, স্কুল যাবে বলে বাসের জন্য অপেক্ষা করছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী । সেই সময় অভিযুক্ত মেয়েটিকে বন্দুক দেখিয়ে তার বাইকে তুলে নিয়ে যায় ৷ এরপর পথে এক জায়গায় তাকে মাদক খাইয়ে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ ৷ পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে । তার কাছ থেকে গোটা বিষয়টি জানার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

ছাত্রী জানিয়েছে, স্কুল বাস ধরার জন্য গ্রামের বাইরে অবস্থিত মন্দিরের কাছে দাঁড়িয়েছিল সে ৷ সেখানে জৈন শেখ ওরফে ডায়মন্ড তাকে বন্দুকের ভয় দেখিয়ে মোটর সাইকেলে বসিয়ে দেয় । কিছুদূর যাওয়ার পর জলে কিছু নেশাজাতীয় পদার্থ মিশিয়ে জোর করে তাকে খাইয়ে দেয় । এরপর ছাত্রীকে অচেতন অবস্থায় একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।

এদিকে সময়মতো ক্লাসে না-পৌঁছনোয় স্কুলের কর্মকর্তারা ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে । মেয়ে স্কুলের জন্য বেরিয়েও স্কুলে না-পৌঁছনোয় চিন্তায় পড়ে পরিবার ৷ তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন তারা । অনেকক্ষণ সময় পেরিয়ে যাওযার পরেও মেয়েকে না পেয়ে বেলিপাড় থানায় অভিযোগ দায়ের করেন ৷ এরপর পুলিশ তল্লাশি শুরু করে এবং কাটিয়া মোড়ের কাছে ছাত্রীটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় । জ্ঞান ফেরার পর ওই ছাত্রী পুলিশ ও পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় ৷ তার ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত জৈন শেখকে গ্রেফতার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.