নয়াদিল্লি, 29 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির মামলা নথিভুক্ত করল না সুপ্রিম কোর্ট ৷ স্বাস্থ্য সংক্রান্ত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ 7 দিন বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল ৷ বুধবার মামলার শুনানি চেয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতি জেকে মহেশ্বরী এবং কেভি বিশ্বনাথের বেঞ্চে মামলার উল্লেখ করেন কেজরিওয়ালের আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ৷ যদিও মঙ্গলবারই বিচারপতি মহেশ্বরী জানান, শুনানির দিন ধার্য করবেন, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ বুধবার শীর্ষ আদালতে নথিভুক্তই করা হল না সেই মামলা ৷
উল্লেখ্য, দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ এরপর মে মাসের শুরুর দিকে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ 1 জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ রয়েছে ৷ তার পর তাঁকে জেলে ফিরতে হবে ৷ কিন্তু কেজরিওয়াল চান আগামী 9 জুন আত্মসমর্পণ করতে ৷ সেই নিয়েই তিনি আবেদন জানিয়েছেন ৷
আবেদনে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, জেলে থাকার সময় তাঁর ওজন অনেকটা কমে গিয়েছে ৷ বিষয়টি নিয়ে চিকিৎসকরা তাঁকে পেট-সিটি স্ক্যান-সহ বেশ কিছু টেস্টও করতে দিয়েছেন ৷ সেগুলি করাতে হবে আগামী 3 থেকে 7 জুনের মধ্যে ৷ সেকারণে তাঁর জামিনের মেয়াদ আরও 7 দিন বাড়ানো দরকার ৷
প্রসঙ্গত, দীর্ঘ আবেদনের পর গত 10 মে কেজরিওয়ালের 21 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত ৷ লোকসভা নির্বাচনে প্রচারের জন্য এই রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে, কেজরিওয়ালকে শেষ দফার নির্বাচনের পর অর্থাৎ 2 জুন আত্মসমর্পণ করার নির্দেশ দেয়ও শীর্ষ আদালত ৷