নয়াদিল্লি, 10 মে: লোকসভা ভোটের আগে স্বস্তি ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার জামিন দেওয়ার পাশাপাশি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কেজরিওয়ালকে 2 জুন আত্মসমর্পণ করে জেলে যাওয়ার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ লোকসভা ভোটের চতুর্থ দফা আগামী সোমবার ৷ তাই নির্বাচনী প্রচারের দিকটিকে গুরুত্ব দিয়ে আপের জাতীয় আহ্বায়ককে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ গত 21 মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি ৷
এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ বলে, "অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ 2 জুন তাঁকে জেলে ফিরতে হবে ৷" 1 জুন লোকসভা ভোট শেষ হচ্ছে ৷ 4 জুন ভোটগণনা ও ফলাফল ৷
লোকসভা ভোটের কারণে কেজরিওয়ালের জামিনের তীব্র বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ ইডি-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাডিশনার সলিসিটর জেনারেল এসভি রাজু এর বিরোধিতা করে বলেন, এর আগে এমন দৃষ্টান্ত দেখা যায়নি ৷ তবে আদালত জানায়, 21 দিনের জন্য তাঁকে মুক্তি দিলে তেমন কিছু ফারাক হবে না ৷ বেঞ্চের পর্যবেক্ষণ, 2022 সালের এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর দায়ের করা হয়েছে ৷ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় এবছরের 21 মার্চ ৷ আদালত বলে, "তিনি (অরবিন্দ কেজরিওয়াল) গত দেড় বছর ধরে বাইরে ছিলেন ৷ তাঁকে এর আগে বা পরে গ্রেফতার করা যেত ৷ কিন্তু তা হয়নি ৷"
এই পরিস্থিতিতে আইনজীবীরা আদালতে আর্জি জানান, আপ প্রধানকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হোক ৷ আর তিনি জেলের বাইরে থাকাকালীন দিল্লি আবগারি দুর্নীতি নিয়ে একটি শব্দও উচ্চারণ করবেন না ৷ এদিন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী 5 জুন পর্যন্ত জামিনের আবেদন জানান ৷ তবে আদালত তা খারিজ করে দেয় ৷ তবে দলের প্রধান জামিন পাওয়ায় উৎসবের হাওয়া বইছে আম আদমি পার্টির কার্যালয়ে ৷
আরও পড়ুন: