নয়াদিল্লি, 13 ডিসেম্বর: নতুন বছরেই জামিন পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ শুক্রবার ইডি মামলায় তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ 2025 সালের 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন তিনি ৷ শুক্রবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত ৷ উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুবনের ডিভিশন বেঞ্চ জানায়, 31 ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে ইডিকে ৷ জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলায় সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করবে ট্রায়াল কোর্ট ৷ জামিন পেলেও মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি ৷ উল্লেখ্য, বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ৷
উল্লেখ্য, বেহালা পশ্চিমের বিধায়ক হলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন আদালত জানায়, একজন সন্দেহভাজনকে অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখা সম্ভব নয় ৷ তবে ইডি মামলায় তাঁর জামিন হলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালতে সিবিআই-এর মামলাটি বিচারধীন রয়েছে ৷ সেই মামলায় এখনও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায় ৷
গত 30 এপ্রিল, ইডি-র মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি ৷ অক্টোবর মাসে এই মামলায় ইডি-কে নোটিশ দেয় শীর্ষ আদালত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানার পর মামলার শুনানি শুরু করে আদালত ৷
গত 4 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শেষ হয়ে যায় ৷ রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত ৷ তবে মামলার শুনানি চলাকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করে আদালত জানায়, "আপাতদৃষ্টিতে আপনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি । আপনার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে । এত সহজে আপনি জামিন পাবেন না ৷" অবশেষে সেই মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছিল ইডি ৷ তদন্তে পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকা, সোনার গয়না উদ্ধার করে ইডি ৷ তারপরই অর্পিতা মুখোপাধ্য়ায় ও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল ৷