পুনে, 27 মে: পুনে পোর্শেকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এল সামনে ৷ 17 বছরের অভিযুক্তকে বাঁচানোর জন্য রক্তের নমুনাই বদল করে দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকেরা ৷ এমন অভিযোগে সাসুন হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুনে পুলিশের অপরাধ দমন শাখা ৷ ধৃতরা হলেন চিকিৎসক অজয় টাওয়ারে ও শ্রীহরি হারলার । দু'জনকে আজ শিবাজিনগর আদালতে পেশ করা হবে ।
জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার নয় ঘণ্টা পর নাবালকের রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ তার রক্ত পরীক্ষা করার জন্য সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল কি না তা জানার জন্যই পুলিশ সাসুন হাসপাতালে নাবালকের রক্ত পরীক্ষা করে । কিন্তু নাবালককে বাঁচাতে সাসুন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার রক্তের নমুনা বদল করে দেন বলে অভিযোগ ৷ নাবালকের সঙ্গে অন্য একজনের রক্তের নমুনা পালটে দেওয়া হয় যিনি মদ্যপান করেননি ৷
আরও পড়ুন: পুনের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত নাবালকের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ
গত 19 মে পুনেতে পোর্শে গাড়ির ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছিল ৷ অভিযোগ, গাড়িটির চালকের আসনে ছিল 17 বছরের নাবালক ৷ মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরছিল সে ৷ ওইসময় দ্রুতগতিতে দামী বিদেশি গাড়ি দিয়ে বাইকে থাকা যুগলকে ধাক্কা মারে অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের । পুনের এই হিট অ্যান্ড রান মামলায় জুভেনাইল কোর্ট ওই নাবালককে জামিন দিয়ে দেয় । তবে এই ঘটনায় কিশোরের বাবা ও দাদুকে আটক করে পুলিশ ৷ নাবালকের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ পায় পুলিশ ৷ সূত্রের খবর, অভিযুক্ত কিশোরের দাদুর বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনের সঙ্গে যোগসাজশ করে খুনের অভিযোগ রয়েছে ।
আরও পড়ুন: মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা