ETV Bharat / bharat

বালুশিল্পে মোদি-শাহকে স্বাগত সুদর্শনের - PM MODI SAND ART

শিল্পকলার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ বালিতে তৈরি করলেন তাঁদের প্রতিকৃতি ৷

Sand Art at Puri Beach
পুরীর সৈকতে বালুশিল্পে মোদি-শাহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 5:11 PM IST

ভুবনেশ্বর, 29 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওড়িশায় স্বাগত জানাতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ শুক্রবার পুরীর সমুদ্র সৈকতে প্রদর্শিত শিল্পকর্ম, ভুবনেশ্বরে ডিজি-আইজিপি সম্মেলনের জন্য রাজ্যে আসেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন তাঁদেরকে নিজের শিল্পের মাধ্যমে অভ্যর্থনা জানান সুদর্শন ৷

তাঁর তৈরি বালি ভাস্কর্যটিতে প্রধানমন্ত্রী মোদির একটি প্রতিকৃতির সঙ্গে একটি বার্তা রয়েছে ৷ যাতে লেখা রয়েছে, 'ওড়িশায় স্বাগতম ।' এই শৈল্পিক শ্রদ্ধা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এবং স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই এটি একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে ।

বালুশিল্পে মোদি-শাহকে স্বাগত (ইটিভি ভারত)

এদিন দুপুর 1টা 15 নাগাদ ভুবনেশ্বরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অন্যান্য বিজেপি দলীয় কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান । এদিন লোকসেবা ভবন কনভেনশন সেন্টারে 59তম ডিজি-আইজিপি সম্মেলনের উদ্বোধন করেন তিনি । শনিবার থেকে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আনুষ্ঠানিক কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল 4টে 20 নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর । অনুষ্ঠানের জন্য করা ট্র্যাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে, রাজ্য সরকার শুক্রবার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এলাকার সমস্ত স্কুল দুপুর 1টার মধ্যে বন্ধ করার কথা ঘোষণা করেছে ৷ একটি সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে । প্রধানমন্ত্রী মোদির বিমানবন্দরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে । তিনি বিকেল 5টায় রাজভবনে যাবেন এবং পরে সন্ধ্যা 6টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিজেপি অফিসে দলীয় বৈঠকে সভাপতিত্ব করবেন।

ভুবনেশ্বর, 29 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওড়িশায় স্বাগত জানাতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ শুক্রবার পুরীর সমুদ্র সৈকতে প্রদর্শিত শিল্পকর্ম, ভুবনেশ্বরে ডিজি-আইজিপি সম্মেলনের জন্য রাজ্যে আসেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন তাঁদেরকে নিজের শিল্পের মাধ্যমে অভ্যর্থনা জানান সুদর্শন ৷

তাঁর তৈরি বালি ভাস্কর্যটিতে প্রধানমন্ত্রী মোদির একটি প্রতিকৃতির সঙ্গে একটি বার্তা রয়েছে ৷ যাতে লেখা রয়েছে, 'ওড়িশায় স্বাগতম ।' এই শৈল্পিক শ্রদ্ধা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এবং স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই এটি একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে ।

বালুশিল্পে মোদি-শাহকে স্বাগত (ইটিভি ভারত)

এদিন দুপুর 1টা 15 নাগাদ ভুবনেশ্বরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অন্যান্য বিজেপি দলীয় কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান । এদিন লোকসেবা ভবন কনভেনশন সেন্টারে 59তম ডিজি-আইজিপি সম্মেলনের উদ্বোধন করেন তিনি । শনিবার থেকে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আনুষ্ঠানিক কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল 4টে 20 নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর । অনুষ্ঠানের জন্য করা ট্র্যাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে, রাজ্য সরকার শুক্রবার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এলাকার সমস্ত স্কুল দুপুর 1টার মধ্যে বন্ধ করার কথা ঘোষণা করেছে ৷ একটি সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে । প্রধানমন্ত্রী মোদির বিমানবন্দরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে । তিনি বিকেল 5টায় রাজভবনে যাবেন এবং পরে সন্ধ্যা 6টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিজেপি অফিসে দলীয় বৈঠকে সভাপতিত্ব করবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.