ETV Bharat / bharat

রুশ সেনাবাহিনীতে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে, জানালেন বিদেশমন্ত্রী - Union External Affair S Jaishankar

S Jaishankar: আশার কথা শোনালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ রুশ সেনাবাহিনীতে যে সকল ভারতীয় যুবকরা আটকে পড়েছেন তাঁদের দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানালেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 10:44 PM IST

বেলাগাভি (কর্ণাটক), 28 ফেব্রুয়ারি: রুশ সেনাবাহিনীতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা চলছে ৷ বুধবার কর্ণাটকের চিক্কোডি শহরে কেএলই ইনস্টিটিউটের সিবিএসই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এমনটাই জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

তিনি বলেন, বিভিন্ন রাজ্যের সাংসদ সদস্যরাও বিষয়টি নিয়ে আমাকে চিঠি দিয়েছেন । ভুল তথ্য দিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে যুবকদের রাশিয়ায় ডেকে আনা হয়েছে । তারা মিথ্যাচার করে সেখানে সেনাবাহিনীতে যোগ দিয়েছে । আমরা ইতিমধ্যে রাশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেছি । আমরা রুশ রাষ্ট্রদূতকে ডেকে তাঁদের সঙ্গেও কথা বলেছি । সেখানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে ৷ ভারতীয় নাগরিকরা অন্য কারও সেনাবাহিনীতে যুদ্ধ করে না । এমন ঘটনা ঘটেছে এটা ভুল । বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে । কেউ কেউ ইতিমধ্যেই ফিরে এসেছেন । অন্যরাও আসবেন বলে আশা করা হচ্ছে । আমরা সবাইকে ফিরিয়ে আনব । এ দেশের 6টি রাজ্যের মানুষ রাশিয়ায় রয়েছে ৷"

জয়শঙ্কর চিক্কোডি শহরের পুরানো মহকুমা অফিসে গিয়ে পুরনো দিনে ফিরে যান ৷ তার পুরনো অফিসে কাটানো দিনগুলির স্মৃতিচারণা করছিলেন ৷ তিনি 1977-78 সালে চিক্কোডিতে প্রবেশনারি এসি ছিলেন ৷ অফিসের পুরনো চেয়ারে বসে সেই দিনের কথাই মনে করছিলেন । এদিন তিনি বলেন, "কয়েকজন কর্মী আমাকে কন্নড় শেখাচ্ছিলেন । আমি একজন অফিসার হিসেবে এই ঘরে বসে ছিলাম । সেই ঘটনার মাত্র কয়েক মাস আগে আমার বিয়ে হয়েছিল । আমার স্ত্রীও সঙ্গে ছিল সেদিন ৷"

পৌরসভার কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আমি এখানে 7 মাস কাজ করেছি । আমি যখন এখানে ছিলাম তখন আমার বয়স 23 বছর ছিল । এখন আমি 45 বছর পর ফের এলাম এখানে । অনেক কিছু পরিবর্তন হয়েছে । মোদির প্রশাসনের অধীনে দেশের অগ্রগতি হচ্ছে ৷ চিক্কোডিতেও তা দেখা যাচ্ছে ।"

আরও পড়ুন :

  1. 'আমি যোদ্ধা, পদত্যাগের প্রশ্নই নেই', জল্পনা উড়িয়ে দাবি মুখ্যমন্ত্রী সুখুর, ইস্তফা ফেরালেন বিক্রমাদিত্যও
  2. হিমাচলে সংকটে কংগ্রেস, সুখু না-থাকলে কে হবেন মুখ্যমন্ত্রী ?
  3. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর

বেলাগাভি (কর্ণাটক), 28 ফেব্রুয়ারি: রুশ সেনাবাহিনীতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা চলছে ৷ বুধবার কর্ণাটকের চিক্কোডি শহরে কেএলই ইনস্টিটিউটের সিবিএসই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এমনটাই জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

তিনি বলেন, বিভিন্ন রাজ্যের সাংসদ সদস্যরাও বিষয়টি নিয়ে আমাকে চিঠি দিয়েছেন । ভুল তথ্য দিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে যুবকদের রাশিয়ায় ডেকে আনা হয়েছে । তারা মিথ্যাচার করে সেখানে সেনাবাহিনীতে যোগ দিয়েছে । আমরা ইতিমধ্যে রাশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেছি । আমরা রুশ রাষ্ট্রদূতকে ডেকে তাঁদের সঙ্গেও কথা বলেছি । সেখানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে ৷ ভারতীয় নাগরিকরা অন্য কারও সেনাবাহিনীতে যুদ্ধ করে না । এমন ঘটনা ঘটেছে এটা ভুল । বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে । কেউ কেউ ইতিমধ্যেই ফিরে এসেছেন । অন্যরাও আসবেন বলে আশা করা হচ্ছে । আমরা সবাইকে ফিরিয়ে আনব । এ দেশের 6টি রাজ্যের মানুষ রাশিয়ায় রয়েছে ৷"

জয়শঙ্কর চিক্কোডি শহরের পুরানো মহকুমা অফিসে গিয়ে পুরনো দিনে ফিরে যান ৷ তার পুরনো অফিসে কাটানো দিনগুলির স্মৃতিচারণা করছিলেন ৷ তিনি 1977-78 সালে চিক্কোডিতে প্রবেশনারি এসি ছিলেন ৷ অফিসের পুরনো চেয়ারে বসে সেই দিনের কথাই মনে করছিলেন । এদিন তিনি বলেন, "কয়েকজন কর্মী আমাকে কন্নড় শেখাচ্ছিলেন । আমি একজন অফিসার হিসেবে এই ঘরে বসে ছিলাম । সেই ঘটনার মাত্র কয়েক মাস আগে আমার বিয়ে হয়েছিল । আমার স্ত্রীও সঙ্গে ছিল সেদিন ৷"

পৌরসভার কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আমি এখানে 7 মাস কাজ করেছি । আমি যখন এখানে ছিলাম তখন আমার বয়স 23 বছর ছিল । এখন আমি 45 বছর পর ফের এলাম এখানে । অনেক কিছু পরিবর্তন হয়েছে । মোদির প্রশাসনের অধীনে দেশের অগ্রগতি হচ্ছে ৷ চিক্কোডিতেও তা দেখা যাচ্ছে ।"

আরও পড়ুন :

  1. 'আমি যোদ্ধা, পদত্যাগের প্রশ্নই নেই', জল্পনা উড়িয়ে দাবি মুখ্যমন্ত্রী সুখুর, ইস্তফা ফেরালেন বিক্রমাদিত্যও
  2. হিমাচলে সংকটে কংগ্রেস, সুখু না-থাকলে কে হবেন মুখ্যমন্ত্রী ?
  3. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.