ETV Bharat / bharat

অশান্ত মণিপুরে এবার নজর দেওয়া প্রয়োজন, নাগপুর থেকে মোদিকে বার্তা ভাগবতের - Mohan Bhagwat on Manipur - MOHAN BHAGWAT ON MANIPUR

Mohan Bhagwat on Manipur: সোমবার নাগপুরে এক অনুষ্ঠানে ভাষণ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ সেখানে তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেন ৷ তার মধ্যে ছিল মণিপুর প্রসঙ্গও ৷ তিনি জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি শান্ত করার দিকে এবার নজর দেওয়া উচিত ৷

Mohan Bhagwat
মোহন ভাগবত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 6:33 PM IST

নাগপুর, 11 জুন: এক বছরের বেশি সময় ধরে উত্তপ্ত উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর ৷ ওই রাজ্য়ের পরিস্থিতির দিকে এবার কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া উচিত ৷ এমনটাই মনে করেন আরএসএস-এর সরসংঘচালক মোহন ভাগবত ৷ সোমবার এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য পেশ করেছেন ৷

তিনি বলেন, ‘‘দেশে নির্বাচন শেষ৷ সরকার গঠিত হয়েছে । কেন ঘটল, কিভাবে ঘটল, এই নিয়ে সঙ্ঘের লোকেরা মাথা ঘামায় না ৷’’ তাঁর গলায় রাজনীতিবিদদের সমালোচনাও শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, ‘‘রাজনীতিবিদরা একে অপরকে অপবাদ দিতে মিথ্যার ব্যবহার করেন ।’’ এর পরই তিনি মণিপুরের প্রসঙ্গ উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘গত এক বছর ধরে মণিপুর জ্বলছে, সেদিকে নজর দেওয়া দরকার ৷’’

সোমবার মহারাষ্ট্রের নাগপুরের রেশমিবাগ ময়দানে ওয়ার্কার ডেভলপমেন্ট ক্লাসের আয়োজনে এক সভায় ভাষণ দেন মোহন ভাগবত ৷ সেখানে মণিপুর প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, ‘‘মণিপুর, যা 10 বছর ধরে শান্তিপূর্ণ ছিল, গত বছর থেকে অশান্তি চলছে । গত দশ বছর ধরে সেখানে শান্তি ছিল । হঠাৎ একটা গোলমাল হল । সেখানে যা কিছু ঘটেছে, তা ঘটেছে নাকি সৃষ্টি হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে । সেখানে মনোযোগ দেওয়া প্রয়োজন ।’’

লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভারতে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ৷ নির্দিষ্ট নিয়ম মেনে নির্বাচন হয় ৷ দেশের মানুষ নির্বাচনে নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন ৷ এবার স্বাভাবিক প্রক্রিয়ায় সব এগিয়ে যাবে ৷ মোহন ভাগবত বলেন, ‘‘কেন, কী ঘটল, তা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না । একটি নির্বাচন মানে দুটি দলের মধ্যে প্রতিযোগিতা । তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাদের সেটা করা উচিত । কিন্তু তার মধ্যেও সবার সীমা মেনে চলা উচিত । একে অপরকে হারাতে মিথ্যা ব্যবহার করবেন না ।’’

তিনি আরও বলেন, "প্রচারের সময় যেভাবে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে, এই ধরনের বিবৃতি সমাজে বিভেদ সৃষ্টি করবে, সেই বিষয়টিও বিবেচনায় আসেনি । আমাদের এতে টেনে আনা হয়েছে । প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের চেষ্টা করা হয়েছে । এটা ঠিক নয় । নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটি সীমা রয়েছে ৷ সেটা মেনে চলা উচিত৷ কিন্তু সেটা হয়নি ৷’’

তিনি আরও বলেন, "দেশে এনডিএ সরকার ফিরে এসেছে । গত 10 বছরে দেশে অনেক ভালো জিনিস ঘটেছে । আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি করেছি । তবে, সমস্যাগুলি এখনও শেষ হয়নি । নির্বাচনে যে বাড়াবাড়ি হয়েছে, তা নিয়ে আমাদের ভাবতে হবে ।"

এছাড়া মোহন ভাগবতের ভাষণে উঠে এসেছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি ৷ সামাজিক মূল্যবোধ শেখার জন্য তিনি সকলকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগদানের আহ্বান জানিয়েছেন ৷

নাগপুর, 11 জুন: এক বছরের বেশি সময় ধরে উত্তপ্ত উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর ৷ ওই রাজ্য়ের পরিস্থিতির দিকে এবার কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া উচিত ৷ এমনটাই মনে করেন আরএসএস-এর সরসংঘচালক মোহন ভাগবত ৷ সোমবার এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য পেশ করেছেন ৷

তিনি বলেন, ‘‘দেশে নির্বাচন শেষ৷ সরকার গঠিত হয়েছে । কেন ঘটল, কিভাবে ঘটল, এই নিয়ে সঙ্ঘের লোকেরা মাথা ঘামায় না ৷’’ তাঁর গলায় রাজনীতিবিদদের সমালোচনাও শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, ‘‘রাজনীতিবিদরা একে অপরকে অপবাদ দিতে মিথ্যার ব্যবহার করেন ।’’ এর পরই তিনি মণিপুরের প্রসঙ্গ উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘গত এক বছর ধরে মণিপুর জ্বলছে, সেদিকে নজর দেওয়া দরকার ৷’’

সোমবার মহারাষ্ট্রের নাগপুরের রেশমিবাগ ময়দানে ওয়ার্কার ডেভলপমেন্ট ক্লাসের আয়োজনে এক সভায় ভাষণ দেন মোহন ভাগবত ৷ সেখানে মণিপুর প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, ‘‘মণিপুর, যা 10 বছর ধরে শান্তিপূর্ণ ছিল, গত বছর থেকে অশান্তি চলছে । গত দশ বছর ধরে সেখানে শান্তি ছিল । হঠাৎ একটা গোলমাল হল । সেখানে যা কিছু ঘটেছে, তা ঘটেছে নাকি সৃষ্টি হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে । সেখানে মনোযোগ দেওয়া প্রয়োজন ।’’

লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভারতে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ৷ নির্দিষ্ট নিয়ম মেনে নির্বাচন হয় ৷ দেশের মানুষ নির্বাচনে নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন ৷ এবার স্বাভাবিক প্রক্রিয়ায় সব এগিয়ে যাবে ৷ মোহন ভাগবত বলেন, ‘‘কেন, কী ঘটল, তা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না । একটি নির্বাচন মানে দুটি দলের মধ্যে প্রতিযোগিতা । তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাদের সেটা করা উচিত । কিন্তু তার মধ্যেও সবার সীমা মেনে চলা উচিত । একে অপরকে হারাতে মিথ্যা ব্যবহার করবেন না ।’’

তিনি আরও বলেন, "প্রচারের সময় যেভাবে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে, এই ধরনের বিবৃতি সমাজে বিভেদ সৃষ্টি করবে, সেই বিষয়টিও বিবেচনায় আসেনি । আমাদের এতে টেনে আনা হয়েছে । প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের চেষ্টা করা হয়েছে । এটা ঠিক নয় । নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটি সীমা রয়েছে ৷ সেটা মেনে চলা উচিত৷ কিন্তু সেটা হয়নি ৷’’

তিনি আরও বলেন, "দেশে এনডিএ সরকার ফিরে এসেছে । গত 10 বছরে দেশে অনেক ভালো জিনিস ঘটেছে । আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি করেছি । তবে, সমস্যাগুলি এখনও শেষ হয়নি । নির্বাচনে যে বাড়াবাড়ি হয়েছে, তা নিয়ে আমাদের ভাবতে হবে ।"

এছাড়া মোহন ভাগবতের ভাষণে উঠে এসেছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি ৷ সামাজিক মূল্যবোধ শেখার জন্য তিনি সকলকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগদানের আহ্বান জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.