ETV Bharat / bharat

জেল হেফাজতের মেয়াদ বাড়ল কেজরিওয়ালের, 8 অগস্ট পর্যন্ত তিহাড়েই দিল্লির মুখ্যমন্ত্রী - Arvind Kejriwal

Arvind Kejriwal: বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ আগামী 8 অগস্ট পর্যন্ত দিল্লির আবগারী নীতি মামলায় বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্য়মন্ত্রীর ৷ বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট এই নির্দেশ দিয়েছে ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 2:29 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই: দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃহস্পতিবার ফের বৃদ্ধি পেল ৷ এ দিন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ অগস্টের 8 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে ৷

দিল্লির আবগারী নীতি মামলায় প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে কেজরিওয়ালকে ৷ পরে সিবিআই একই মামলায় তাঁকে গ্রেফতার করে ৷ সিবিআই হেফাজতে থাকার পর তিনি এখন তিহাড়ে রয়েছেন ৷ সেখান থেকেই এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হয় ৷

গ্রেফতার হওয়ার পর থেকেই বারবার জামিনের আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাঁর আবেদন একাধিকবার খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট ৷ পরে লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত ৷ সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার তিহাড়ে ফেরেন ৷

তখনই তিনি ইডির মামলাতেই জেলে ছিলেন ৷ পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে ৷ সিবিআই হেফাজতে থাকার পর আদালতের নির্দেশে তাঁকে ফের বিচারবিভাগীয় হেফাজতে চলে যেতে হয় ৷ ফলে আবার তাঁর ঠিকানা হয় তিহাড় জেল ৷ সেখান থেকেই তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর আইনজীবীদের সঙ্গে অতিরিক্ত দু’টি আইনি বৈঠক করতে চেয়েছিলেন ৷

এই নিয়ে প্রথমে রাউজ অ্যাভিনিউ কোর্টে তাঁর তরফে আবেদন করা হয় ৷ ইডি ও জেল কর্তৃপক্ষ সেই আবেদনের বিরোধিতা করে ৷ গত 1 জুলাই তাঁর আবেদন সংশ্লিষ্ট আদালত খারিজ করে দেয় ৷ তখন তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেন ৷ গত 18 জুলাই এই নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি হয় ৷ সেখানেও ইডি কেজরিওয়ালের আবেদন নিয়ে আপত্তি জানায় ৷ দিল্লি হাইকোর্ট ওই মামলার রায় রিজার্ভ করে রেখেছে ৷

এদিকে দিল্লির আবগারী নীতি মামলার সঙ্গে যে আর্থিক তছরুপের বিষয় রয়েছে, সেই মামলায় বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে আপের মণীশ সিসোদিয়া ও বিআরএসের কে কবিতাকে ৷ তাঁদেরও জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয় কি না, সেটাই এখন দেখার ৷

দিল্লির আবগারী নীতি মামলায় এখনও পর্যন্ত 18 জন গ্রেফতার হয়েছেন ৷ গত 17 মে এই মামলায় সপ্তম চার্জশিট পেশ করে ইডি ৷ সেই চার্জশিটে নাম ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ তাঁকে অবশ্য ইডির মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে ৷ কিন্তু তিনি এখনও সিবিআইয়ের মামলায় জেলে ৷

নয়াদিল্লি, 25 জুলাই: দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃহস্পতিবার ফের বৃদ্ধি পেল ৷ এ দিন দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ অগস্টের 8 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে ৷

দিল্লির আবগারী নীতি মামলায় প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে কেজরিওয়ালকে ৷ পরে সিবিআই একই মামলায় তাঁকে গ্রেফতার করে ৷ সিবিআই হেফাজতে থাকার পর তিনি এখন তিহাড়ে রয়েছেন ৷ সেখান থেকেই এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হয় ৷

গ্রেফতার হওয়ার পর থেকেই বারবার জামিনের আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাঁর আবেদন একাধিকবার খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট ৷ পরে লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত ৷ সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার তিহাড়ে ফেরেন ৷

তখনই তিনি ইডির মামলাতেই জেলে ছিলেন ৷ পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে ৷ সিবিআই হেফাজতে থাকার পর আদালতের নির্দেশে তাঁকে ফের বিচারবিভাগীয় হেফাজতে চলে যেতে হয় ৷ ফলে আবার তাঁর ঠিকানা হয় তিহাড় জেল ৷ সেখান থেকেই তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর আইনজীবীদের সঙ্গে অতিরিক্ত দু’টি আইনি বৈঠক করতে চেয়েছিলেন ৷

এই নিয়ে প্রথমে রাউজ অ্যাভিনিউ কোর্টে তাঁর তরফে আবেদন করা হয় ৷ ইডি ও জেল কর্তৃপক্ষ সেই আবেদনের বিরোধিতা করে ৷ গত 1 জুলাই তাঁর আবেদন সংশ্লিষ্ট আদালত খারিজ করে দেয় ৷ তখন তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেন ৷ গত 18 জুলাই এই নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি হয় ৷ সেখানেও ইডি কেজরিওয়ালের আবেদন নিয়ে আপত্তি জানায় ৷ দিল্লি হাইকোর্ট ওই মামলার রায় রিজার্ভ করে রেখেছে ৷

এদিকে দিল্লির আবগারী নীতি মামলার সঙ্গে যে আর্থিক তছরুপের বিষয় রয়েছে, সেই মামলায় বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে আপের মণীশ সিসোদিয়া ও বিআরএসের কে কবিতাকে ৷ তাঁদেরও জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয় কি না, সেটাই এখন দেখার ৷

দিল্লির আবগারী নীতি মামলায় এখনও পর্যন্ত 18 জন গ্রেফতার হয়েছেন ৷ গত 17 মে এই মামলায় সপ্তম চার্জশিট পেশ করে ইডি ৷ সেই চার্জশিটে নাম ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ তাঁকে অবশ্য ইডির মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে ৷ কিন্তু তিনি এখনও সিবিআইয়ের মামলায় জেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.