নয়াদিল্লি, 28 জুন: দিনের শুরুতেই বিপত্তির খবর রাজধানীতে ৷ সকাল তখন সাড়ে পাঁচটা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একটি অংশ ৷ প্রবল বৃষ্টির জেরে এই বিপত্তি বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ প্রাথমিকভাবে আটজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও কর্মকর্তারা জানিয়েছেন, মোট ছ'জন আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হলে, চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে ৷
দুর্ঘটনায় অসামরিক ও বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু টার্মিনাল 1 পরিদর্শনে যান ৷ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ কেউ ভিতরে আটকে নেই ৷ টার্মিনাল 1 বন্ধ করে দেওয়া হয়েছে ৷ যত দ্রুত সম্ভব সমস্তকিছু ঠিক করে এই সেটি খুলে দেওয়া হবে ৷ মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি ৷ এর পাশাপাশি তিনি হাসপাতালে আহতদের দেখতে যান যান ৷
#WATCH | On portion of canopy collapsed at Delhi airport's Terminal-1, Union Minister of Civil Aviation Ram Mohan Naidu Kinjarapu says, " ...we are taking this incident seriously...i want to clarify that the building inaugurated by pm narendra modi is on the other side and the… pic.twitter.com/ahb6d9ujc0
— ANI (@ANI) June 28, 2024
জানা গিয়েছে, সংশ্লিষ্ট টার্মিনাল থেকে শুধুমাত্র ইন্ডিগো এবং স্পাইসজেটের বিমান (ডোমেস্টিক) ওঠানামা করে ৷ দিল্লির এই বিমানবন্দরে প্রতিদিন 1400টি বিমান ওঠানামা করে ৷ বাকি সমস্ত কিছু তদন্তের পর জানানো যাবে ৷
#WATCH | Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu visited Safdajung Hospital and met the people who got injured after a portion of the canopy collapsed at Delhi Airport's Terminal-1 today.
— ANI (@ANI) June 28, 2024
(Source: Office of Civil Aviation Minister) pic.twitter.com/wpFzUIWPCy
খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ যেভাবে ছাদের অংশ ধসে পড়েছে, তাতে বেশ কয়েকটি চারচাকা গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ দমকল বিভাগের এক আধিকারিক অতুল গর্গ বলেন, "আইজিআই বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদ ধসে পড়েছে। সেই সময় সেখানে কিছু যানবাহন পার্কিং করা ছিল ৷ ছাদ ধসে পড়তেই সেগুলি দুমড়েমুচড়ে গিয়েছে ৷ ঘটনাস্থলে আমাদের 3টি ইঞ্জিন এসেছে। ছাদ ধসে যাওয়ার কারণে নীচে কেউ চাপা পড়ে থাকতে পারে ৷ আমরা উদ্ধারকাজ শুরু করেছি ৷"
#WATCH | Yash, a passenger at Terminal 1 of Delhi airport, says, " i was going to bangalore, i had a flight at 8:15 am. here the roof collapsed around 5, 5:15 am... the airport authority has no answer..." https://t.co/CETWtY95jz pic.twitter.com/kjbWJ5UMhd
— ANI (@ANI) June 28, 2024
দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর এক যাত্রী বলেন, "আমার বেঙ্গালুরু যাওয়ার কথা ৷ সকাল 8টা বেজে 15 মিনিটে আমার ফ্লাইট ছিল। আর সকাল 5টা 15 নাগাদ ছাদ ধসে পড়ে ৷ কীভাবে এবার আমরা যাব তার উত্তর স্পষ্ট করে কিছুতেই জানানো হচ্ছে না বিমানবন্দরের তরফে ৷" আরও এঅক যাত্রীর কথায়, "সকাল 9টায় আমার ফ্লাইট ছিল। টার্মিনাল ওয়ানের ছাদ ভেঙে পড়ায় আমায় 2 নম্বরে যেতে বলা হল ৷ ঘটনার জেরে কিছু বিমান বাতিল করা হয়েছে। কখন পরিস্থিতি ঠিক হবে তা নিয়ে কিছুই জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে ৷"
#WATCH | A passenger at Delhi Airport's Terminal 1 says, " i have a flight at 9 am. i came to know that the structure above (canopy) has collapsed here. some flights have been cancelled. they (officials) are now asking us to go to terminal 2..." https://t.co/CETWtY95jz pic.twitter.com/UCwHFb7FF1
— ANI (@ANI) June 28, 2024
এদিকে, ছাদ ধসে পড়ার কারণে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল 1 থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ৷ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের এক মুখপাত্র বলেন, "আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর পুরানো ছাদের একটি অংশ প্রায় সকাল সাড়ে পাঁচটার দিকে ধসে পড়ে। বেশকিছু জন আহত হয়েছেন ৷ নিরাপত্তার কারণে চেক-ইন কাউন্টারগুলি বন্ধ করা হয়েছে ৷ আমরা এই ব্যাঘাতের জন্য আন্তরিকভাবে দুঃখিত ৷"
#WeatherUpdate: Due to bad weather in Delhi (DEL), all departures/arrivals and their consequential flights may get affected. Passengers are requested to keep a check on their flight status via https://t.co/VkU7yLjrw0.
— SpiceJet (@flyspicejet) June 28, 2024
পাশাপাশি দিল্লির খারাপ আবহাওয়ার কারণে স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়া তরফে এক্সে বলা হয়েছে, বেশকিছু বিমান ওঠানামায় দেরি হতে পারে ৷ পরবর্তী বিমানের আপডেটের জন্য যাত্রীদের একটি লিংক নীচে দেওয়া হয়েছে ৷
#TravelAdvisory - Heavy rains in Delhi may result in flight delays to and from #Delhiairport today. Guests are advised to check the status of their flights (https://t.co/wPKs88wrht) before heading to the airport and keep sufficient time in hand in view of heavy traffic on the…
— Air India (@airindia) June 28, 2024
কয়েক সপ্তাহ ধরে কার্যত পুড়ছিল নয়াদিল্লি। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় নাজেহাল অবস্থা হয়েছিল দিল্লিবাসীর ৷ কিন্তু দিন দুই ধরে সেখানে শুরু হয়েছে বৃষ্টি। আর তাতেই শহরের একাধিক জায়গায় জলও জমে গিয়েছে। সেইসব ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। ভারী বৃষ্টিতে যে ভাসতে চলেছে নয়াদিল্লি তার পূর্বাভাস আগেই দিয়েছিল আইএমডি। আইএমডি এও জানিয়েছে, আগামী 2- 3 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে দিল্লিতে। এই প্রবল বৃষ্টির কারণে বিমানবন্দরের ছাদ ধসে গিয়েছে ৷