ETV Bharat / bharat

পথ দেখিয়েছেন যাঁরা... টিচার্স ডে-তে স্মরণে ভারতের সেরা শিক্ষকরা - Greatest Teachers of India - GREATEST TEACHERS OF INDIA

Teachers Day 2024: বছর ঘুরে আরেকটি শিক্ষক দিবস ৷ ভারতের মতো প্রাচীন দেশে যুগে যুগে শিক্ষকরা অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন ভাবে ৷ মানুষের জীবনকে নানাভাবে পথ দেখিয়েছেন ৷ এই সময় সোশাল মিডিয়ার যুগেও বহু শিক্ষক তরুণদের পথ দেখাচ্ছেন ৷ রইল তাঁদের কথাও ৷

Teachers Day
শিক্ষক দিবস (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 6:01 AM IST

Updated : Sep 5, 2024, 2:53 PM IST

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: আগামিকাল শিক্ষক দিবস ৷ দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন 5 সেপ্টেম্বর দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয় ৷ পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো, বৈদিক সভ্যতা ৷ এর জন্মভূমি ভারত ৷ তাই যুগ যুগ ধরে ভারতের মনীষীরাই বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়েছেন ৷ রইল সেই সব মহান শিক্ষকদের কয়েকজনের কথা ৷

গৌতম বুদ্ধ (480 খ্রিস্টপূর্বাব্দ)

ভারতের ইতিহাসে হয়তো তিনিই প্রথম শিক্ষক ৷ কপিলাবস্তুর রাজা শুদ্ধদনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি ৷ জীবনের সারসত্য খুঁজে পেতে একদিন স্ত্রী-পুত্র রাজপরিবার ছেড়ে বেরিয়ে পড়েন ৷ জীবনে দুঃখ অবশ্যম্ভাবী ৷ এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য অষ্টাঙ্গিক মার্গের পথে চলার শিক্ষা দেন ৷

চাণক্য (350-283 খ্রিস্টপূর্বাব্দ)

মৌর্য যুগে রাজা চন্দ্রগুপ্তের সভায় উপদেষ্টা ছিলেন চাণক্য, যিনি কৌটিল্য বলেও পরিচিত ৷ একদিকে অর্থনীতিতে পণ্ডিত চাণক্য একজন দার্শনিকও ছিলেন ৷ তিনি তক্ষশিলার অধ্যাপক ছিলেন ৷ তাঁর লেখা 'অর্থশাস্ত্র'-এর জন্য তিনি আজও সর্বজনবিদিত ৷

স্বামী দয়ানন্দ সরস্বতী (1824 – 1883 সাল)

আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী এক স্মরণীয় শিক্ষক ৷ 1875 সালের 7 এপ্রিল মুম্বইয়ে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ৷ তাঁর নেতৃত্বে উনিশ শতকের হিন্দু ভক্তি ও সংস্কার আন্দোলন অন্য রূপ নিয়েছিল ৷

স্বামী বিবেকানন্দ (1863-1902)

কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্র নাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামেই বিশ্বে পরিচিতি পান ৷ ভারতে বেদ-বেদান্ত, হিন্দু শাস্ত্রকে বিশ্বের কাছে তুলে ধরেন তিনি ৷ শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের অন্যতম সংস্কারক ৷

রবীন্দ্রনাথ ঠাকুর (1861-1941)

ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত তাঁর লেখা ৷ ভারত তথা এশিয়ার প্রথম সাহিত্যিক হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷ যুগে যুগে তাঁর লেখা গান, কবিতা, প্রবন্ধ, গল্প মানুষকে অনুপ্রাণিত করেছে ৷

সাবিত্রী ফুলে (1861-1941)

দেশের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রী ফুলে ৷ আধুনিক মারাঠি কবিতার পথিকৃৎ তিনি ৷ মহিলাদের শিক্ষা, উন্নয়নে তাঁর ভূমিকা অবিস্মরণী ৷

মুন্সী প্রেমচাঁদ (1880- 1936)

হিন্দি সাহিত্যের অন্যতম বিখ্যাত লেখক মুন্সী প্রেমচাঁদ ৷ 12টি বিখ্যাত উপন্যায় এবং 250টিরও বেশি ছোট গল্প লিখেছেন ৷

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান (1888-1975)

তাঁর জন্মদিনে প্রতিবছর দেশে শিক্ষক দিবস পালিত হয় ৷ তিনি দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ৷ প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি ৷

মদন মোহন মালব্য (1861-1946)

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷ দেশের সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন মদন মোহন মালব্য ৷ দেশের স্বাধীনতা সংগ্রামেও তিনি অংশ নিয়েছিলেন ৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি ৷

ড. এপিজে আবদুল কালাম (1931-2015)

মিসাইল ম্যান নামেই তিনি পরিচিত দেশ তথা বিশ্বের কাছে ৷ দেশের একাদশ রাষ্ট্রপতি হয়েছিলেন বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ৷ ভারতের অগণিত মানুষের অনুপ্রেরণা তিনি ৷ ভারতের নিউক্লিয়ার এবং মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ড. এপিজে আবদুল কালামকে 'মিসাইল ম্যান' হিসেবে অভিহিত করা হয় ৷

  • একবিংশ শতকের বিখ্যাত ভারতীয় ইউটিউব শিক্ষকরা

আনন্দ কুমার, ইউটিউব চ্যানেল: সুপার 30

আনন্দ কুমার একদিকে মেধাবি ছাত্র, অন্যদিকে একজন শিক্ষকও ৷ তিনি অর্থের জন্য পড়ান না ৷ দুঃস্থ শ্রেণির পড়ুয়াদের তিনি বিনা পারিশ্রমিকে পড়ান ৷ গড়ে তাঁর 90 শতাংশ ছাত্রই আইআইটি-তে পড়াশোনার সুযোগ পেয়েছেন ৷ এখন আনন্দ কুমারের শিক্ষা প্রতিষ্ঠানের তরফে 30 জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়, যাঁরা দুঃস্থ শ্রেণির ৷ তাঁদের আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত করার দায়িত্ব নেয় এই শিক্ষা প্রতিষ্ঠান ৷

খান স্যর, ইউটিউব চ্যানেল: খান জিএস রিসার্চ সেন্টার

খান গ্লোবাল স্টাডিজ-এর প্রতিষ্ঠানা খান স্যর ৷ তাঁর অভিনব শিক্ষা পদ্ধতির জন্য তিনি বিখ্যাত ৷ যে পড়ুয়ারা, ইউপিএসসি, বিপিএসসি, জেপিএসসি, রাজ্য পিএসসি, এনডিএ, সিডিএস, এসএসসি, ব্যাঙ্ক, রেলওয়ে নিয়োগের মতো পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের মধ্যে খান স্যর জনপ্রিয় ৷

অলখ পাণ্ডে, ইউটিউব চ্যানেল: ফিজিক্স ওয়ালা

অভিনয় করতে ভালোবাসতেন ৷ অভিনেতাই হতে চেয়েছিলেন অলখ পাণ্ডে ৷ তার বদলে যে শিক্ষকতাকেই তাঁর পেশা হয়ে উঠবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ৷ পরিবারের আর্থিক অনটন দূর করতে শিক্ষকতা শুরু করেন অলখ ৷ পরে এই পেশা ভালোবেসে তা বেছে নেন ৷ আরও বেশি পড়ুয়ার কাছে তাঁর কথা পৌঁছক, এই ইচ্ছে থেকেই 2016 সালে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল 'ফিজিক্স ওয়ালা' খোলেন ৷ একবছরের মধ্যেই তাঁর চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে ৷

ড. বিকাশ দিব্যাকৃতী, ইউটিউব চ্যানেল: দৃষ্টি আইএএস কোচিং

ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন পরীক্ষার্থীদের সাহায্য করতেন ড. বিকাশ দিব্যাকৃতী ৷ এভাবেই তিনি সকলের নজরে পড়েন ৷ শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালিখি করেন, এবং সুবক্তাও ৷ দিল্লিতে তিনি দৃষ্টি আইএএস কোচিং সেন্টার শুরু করেন ৷ তাঁর নিজস্ব পদ্ধতিতে পড়ানোর দক্ষতা বহু পড়ুয়াদের সাহায্য করেছে ৷

কুমার গৌরব, ইউটিউব চ্যানেল: উৎকর্ষ ক্লাসেস

ভারতের 'উৎকর্ষ ক্লাসেস' নামক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক কুমার গৌরব ৷ তিনি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে বিষয়ে পড়ান ৷ ইউটিউবে তিনি জনপ্রিয়তা পান ৷ তাঁর লাইভ ক্লাসে এক লক্ষেরও বেশি পড়ুয়া যোগদান করেছিলেন ৷ বিশ্বে তিনিই প্রথম এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে লাইভ ক্লাসে পাঠ দিয়েছিলেন ৷

হিমাংশী সিং, ইউটিউব চ্যানেল: লেট'স লার্ন

দিল্লির একজন জনপ্রিয় শিক্ষক হিমানীশ 2020 সালে সিটিইটি শিক্ষক হিসেবে জীবন শুরু করেন ৷ তাঁর স্বতন্ত্র শিক্ষাপদ্ধতি বহু ভারতীয়ের মন জয় করে ৷ এরপরই তিনি তাঁর ইউটিউব চ্যানেল 'লেট'স লার্ন' শুরু করেন ৷ এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 50 লক্ষ ৷ তিনি বিএড প্রবেশিকা পরীক্ষা, সিটিইটি, টিইটি, ডিএসএসএসবি, কেভিএস, এনভিএস-এর মতো পরীক্ষাগুলির জন্য পড়িয়ে থাকেন ৷

মহম্মদ কাশিফ, ইউটিউব চ্যানেল: ডিয়ার স্যর

মহম্মদ কাশিফ তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেল 'ডিয়ার স্যর'-এর জন্য বিখ্যাত ৷ 1 কোটিরও বেশি মানুষ তাঁর চ্যানেলটি ফলো করেন ৷ মাত্র 14 বছর বয়সে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন ৷

রাকেশ যাদব, ইউটিউব চ্যানেল: ম্যাথস বাই রাকেশ যাদব স্যর

অঙ্ক নিয়ে যাঁদের পড়াশোনা তাঁদের কাছে পরিচিত নাম রাকেশ যাদব ৷ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য তিনি জনপ্রিয় ৷

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: আগামিকাল শিক্ষক দিবস ৷ দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন 5 সেপ্টেম্বর দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয় ৷ পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো, বৈদিক সভ্যতা ৷ এর জন্মভূমি ভারত ৷ তাই যুগ যুগ ধরে ভারতের মনীষীরাই বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়েছেন ৷ রইল সেই সব মহান শিক্ষকদের কয়েকজনের কথা ৷

গৌতম বুদ্ধ (480 খ্রিস্টপূর্বাব্দ)

ভারতের ইতিহাসে হয়তো তিনিই প্রথম শিক্ষক ৷ কপিলাবস্তুর রাজা শুদ্ধদনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি ৷ জীবনের সারসত্য খুঁজে পেতে একদিন স্ত্রী-পুত্র রাজপরিবার ছেড়ে বেরিয়ে পড়েন ৷ জীবনে দুঃখ অবশ্যম্ভাবী ৷ এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য অষ্টাঙ্গিক মার্গের পথে চলার শিক্ষা দেন ৷

চাণক্য (350-283 খ্রিস্টপূর্বাব্দ)

মৌর্য যুগে রাজা চন্দ্রগুপ্তের সভায় উপদেষ্টা ছিলেন চাণক্য, যিনি কৌটিল্য বলেও পরিচিত ৷ একদিকে অর্থনীতিতে পণ্ডিত চাণক্য একজন দার্শনিকও ছিলেন ৷ তিনি তক্ষশিলার অধ্যাপক ছিলেন ৷ তাঁর লেখা 'অর্থশাস্ত্র'-এর জন্য তিনি আজও সর্বজনবিদিত ৷

স্বামী দয়ানন্দ সরস্বতী (1824 – 1883 সাল)

আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী এক স্মরণীয় শিক্ষক ৷ 1875 সালের 7 এপ্রিল মুম্বইয়ে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ৷ তাঁর নেতৃত্বে উনিশ শতকের হিন্দু ভক্তি ও সংস্কার আন্দোলন অন্য রূপ নিয়েছিল ৷

স্বামী বিবেকানন্দ (1863-1902)

কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্র নাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামেই বিশ্বে পরিচিতি পান ৷ ভারতে বেদ-বেদান্ত, হিন্দু শাস্ত্রকে বিশ্বের কাছে তুলে ধরেন তিনি ৷ শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের অন্যতম সংস্কারক ৷

রবীন্দ্রনাথ ঠাকুর (1861-1941)

ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত তাঁর লেখা ৷ ভারত তথা এশিয়ার প্রথম সাহিত্যিক হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷ যুগে যুগে তাঁর লেখা গান, কবিতা, প্রবন্ধ, গল্প মানুষকে অনুপ্রাণিত করেছে ৷

সাবিত্রী ফুলে (1861-1941)

দেশের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রী ফুলে ৷ আধুনিক মারাঠি কবিতার পথিকৃৎ তিনি ৷ মহিলাদের শিক্ষা, উন্নয়নে তাঁর ভূমিকা অবিস্মরণী ৷

মুন্সী প্রেমচাঁদ (1880- 1936)

হিন্দি সাহিত্যের অন্যতম বিখ্যাত লেখক মুন্সী প্রেমচাঁদ ৷ 12টি বিখ্যাত উপন্যায় এবং 250টিরও বেশি ছোট গল্প লিখেছেন ৷

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান (1888-1975)

তাঁর জন্মদিনে প্রতিবছর দেশে শিক্ষক দিবস পালিত হয় ৷ তিনি দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ৷ প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি ৷

মদন মোহন মালব্য (1861-1946)

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷ দেশের সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন মদন মোহন মালব্য ৷ দেশের স্বাধীনতা সংগ্রামেও তিনি অংশ নিয়েছিলেন ৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি ৷

ড. এপিজে আবদুল কালাম (1931-2015)

মিসাইল ম্যান নামেই তিনি পরিচিত দেশ তথা বিশ্বের কাছে ৷ দেশের একাদশ রাষ্ট্রপতি হয়েছিলেন বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ৷ ভারতের অগণিত মানুষের অনুপ্রেরণা তিনি ৷ ভারতের নিউক্লিয়ার এবং মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ড. এপিজে আবদুল কালামকে 'মিসাইল ম্যান' হিসেবে অভিহিত করা হয় ৷

  • একবিংশ শতকের বিখ্যাত ভারতীয় ইউটিউব শিক্ষকরা

আনন্দ কুমার, ইউটিউব চ্যানেল: সুপার 30

আনন্দ কুমার একদিকে মেধাবি ছাত্র, অন্যদিকে একজন শিক্ষকও ৷ তিনি অর্থের জন্য পড়ান না ৷ দুঃস্থ শ্রেণির পড়ুয়াদের তিনি বিনা পারিশ্রমিকে পড়ান ৷ গড়ে তাঁর 90 শতাংশ ছাত্রই আইআইটি-তে পড়াশোনার সুযোগ পেয়েছেন ৷ এখন আনন্দ কুমারের শিক্ষা প্রতিষ্ঠানের তরফে 30 জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়, যাঁরা দুঃস্থ শ্রেণির ৷ তাঁদের আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত করার দায়িত্ব নেয় এই শিক্ষা প্রতিষ্ঠান ৷

খান স্যর, ইউটিউব চ্যানেল: খান জিএস রিসার্চ সেন্টার

খান গ্লোবাল স্টাডিজ-এর প্রতিষ্ঠানা খান স্যর ৷ তাঁর অভিনব শিক্ষা পদ্ধতির জন্য তিনি বিখ্যাত ৷ যে পড়ুয়ারা, ইউপিএসসি, বিপিএসসি, জেপিএসসি, রাজ্য পিএসসি, এনডিএ, সিডিএস, এসএসসি, ব্যাঙ্ক, রেলওয়ে নিয়োগের মতো পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের মধ্যে খান স্যর জনপ্রিয় ৷

অলখ পাণ্ডে, ইউটিউব চ্যানেল: ফিজিক্স ওয়ালা

অভিনয় করতে ভালোবাসতেন ৷ অভিনেতাই হতে চেয়েছিলেন অলখ পাণ্ডে ৷ তার বদলে যে শিক্ষকতাকেই তাঁর পেশা হয়ে উঠবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ৷ পরিবারের আর্থিক অনটন দূর করতে শিক্ষকতা শুরু করেন অলখ ৷ পরে এই পেশা ভালোবেসে তা বেছে নেন ৷ আরও বেশি পড়ুয়ার কাছে তাঁর কথা পৌঁছক, এই ইচ্ছে থেকেই 2016 সালে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল 'ফিজিক্স ওয়ালা' খোলেন ৷ একবছরের মধ্যেই তাঁর চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে ৷

ড. বিকাশ দিব্যাকৃতী, ইউটিউব চ্যানেল: দৃষ্টি আইএএস কোচিং

ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন পরীক্ষার্থীদের সাহায্য করতেন ড. বিকাশ দিব্যাকৃতী ৷ এভাবেই তিনি সকলের নজরে পড়েন ৷ শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালিখি করেন, এবং সুবক্তাও ৷ দিল্লিতে তিনি দৃষ্টি আইএএস কোচিং সেন্টার শুরু করেন ৷ তাঁর নিজস্ব পদ্ধতিতে পড়ানোর দক্ষতা বহু পড়ুয়াদের সাহায্য করেছে ৷

কুমার গৌরব, ইউটিউব চ্যানেল: উৎকর্ষ ক্লাসেস

ভারতের 'উৎকর্ষ ক্লাসেস' নামক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক কুমার গৌরব ৷ তিনি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে বিষয়ে পড়ান ৷ ইউটিউবে তিনি জনপ্রিয়তা পান ৷ তাঁর লাইভ ক্লাসে এক লক্ষেরও বেশি পড়ুয়া যোগদান করেছিলেন ৷ বিশ্বে তিনিই প্রথম এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে লাইভ ক্লাসে পাঠ দিয়েছিলেন ৷

হিমাংশী সিং, ইউটিউব চ্যানেল: লেট'স লার্ন

দিল্লির একজন জনপ্রিয় শিক্ষক হিমানীশ 2020 সালে সিটিইটি শিক্ষক হিসেবে জীবন শুরু করেন ৷ তাঁর স্বতন্ত্র শিক্ষাপদ্ধতি বহু ভারতীয়ের মন জয় করে ৷ এরপরই তিনি তাঁর ইউটিউব চ্যানেল 'লেট'স লার্ন' শুরু করেন ৷ এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 50 লক্ষ ৷ তিনি বিএড প্রবেশিকা পরীক্ষা, সিটিইটি, টিইটি, ডিএসএসএসবি, কেভিএস, এনভিএস-এর মতো পরীক্ষাগুলির জন্য পড়িয়ে থাকেন ৷

মহম্মদ কাশিফ, ইউটিউব চ্যানেল: ডিয়ার স্যর

মহম্মদ কাশিফ তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেল 'ডিয়ার স্যর'-এর জন্য বিখ্যাত ৷ 1 কোটিরও বেশি মানুষ তাঁর চ্যানেলটি ফলো করেন ৷ মাত্র 14 বছর বয়সে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন ৷

রাকেশ যাদব, ইউটিউব চ্যানেল: ম্যাথস বাই রাকেশ যাদব স্যর

অঙ্ক নিয়ে যাঁদের পড়াশোনা তাঁদের কাছে পরিচিত নাম রাকেশ যাদব ৷ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য তিনি জনপ্রিয় ৷

Last Updated : Sep 5, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.