নয়াদিল্লি, 1 এপ্রিল: আয়কর নিয়ে লোকসভা ভোটের মুখে কংগ্রেসের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ নেওয়া হবে না ৷ সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল আয়কর বিভাগ (আইটি) ৷ এদিন শীর্ষ আদালতে আয়কর বিভাগের তরফে জানানো হয়, তারা লোকসভা নির্বাচনের মুখে তিন হাজার 500 কোটি টাকার ট্যাক্স ডিমান্ড নোটিশের জন্য কংগ্রেসের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ৷
আয়কর বিভাগের তরফে সুপ্রিম কোর্টে এদিন সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ এদিন তিনি রেকর্ড জমা দিয়ে আদালতকে জানিয়েছেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। আয়কর বিভাগ সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছে, লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস পার্টির কাছ থেকে এক হাজার 700 কোটি টাকা পুনরুদ্ধার করার জন্য কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না ৷
পাশাপাশি আদালতকে জুন মাসে ফের মামলার শুনানির জন্য লিপিবদ্ধ করারও অনুরোধ জানিয়েছে আয়কর বিভাগ ৷ এক্ষেত্রে, আয়কর বিভাগের দাবি, তারা নির্বাচনের সময় কোনও দলের জন্য সমস্যা তৈরি করতে চায় না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ আইটি বিভাগের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার বিবৃতি রেকর্ড করেছে ৷ বেঞ্চ জুলাইয়ের ট্যাক্স ডিমান্ড নোটিশের বিরুদ্ধে কংগ্রেসের আবেদনের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ৷ এদিন সওয়ালের শুরুতেই তুষার মেহতা বলেন, "আমি এই বিষয়ে একটি বিবৃতি দিতে চাই। কংগ্রেস একটি রাজনৈতিক দল ৷ যেহেতু এই মুহূর্তে নির্বাচন চলছে, আমরা রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নিতে রাজি নই ৷"
কংগ্রেসের আইনজীবী অভিষেক মনু সিংভি, আইটি'র প্রশংসা করে বিষয়টিকে "সদয়" বলে অভিহিত করেন ৷ এর আগে কংগ্রেস রবিবার জানিয়েছিল, আয়কর বিভাগ থেকে নতুন নোটিশ তারা পেয়েছে, মূল্যায়ন বছর 2014-15 থেকে 2016-17-এর জন্য এক হাজার 745 কোটি টাকার বকেয়া ট্যাক্স চেয়ে নোটিশ দিয়েছে ৷ আয়কর বিভাগ কংগ্রেসের কাছ থেকে মোট তিন হাজার 567 কোটি টাকা দাবি করেছে ৷
আরও পড়ুন
কংগ্রেসকে কর রিটার্ন নিয়ে প্রায় 1823 কোটি টাকার নয়া নোটিশ আয়কর দফতরের, দাবি অজয় মাকেনের