নয়াদিল্লি, 7 মে: কংগ্রেস নেত্রী তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তা জারি করেছেন ৷ মিথ্যা ও ঘৃণার প্রবক্তাদের প্রত্যাখ্যান করার পাশাপাশি সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইন্ডিয়া জোটের সমর্থনে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷ মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফার ভোটের দিনই ভিডিয়ো বার্তায় ফের একবার ইন্ডিয়া জোটের সবকটি দলকে একত্রিত থাকার কথাও বলেছেন সোনিয়া ৷
এদিন সোনিয়া বলেন, "কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সব সদস্যরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মিথ্যা ও ঘৃণার প্রবক্তাদের প্রত্যাখ্যান করুন ৷ সকলের জন্য একটি উজ্জ্বল এবং সমান ভবিষ্যতের জন্য কংগ্রেসকে ভোট দিন। বোতাম টিপুন এবং আসুন আমরা সকলের জন্য শান্তি ও সম্প্রীতির সঙ্গে একটি শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলি ৷"
এদিন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন অভিযোগ করেন, যুবকদের বেকারত্ব, মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য তৈরি হতেও বলেছেন সোনিয়া ৷ তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির মানসিকতা এবং নৈতিকতা থেকে যে ক্ষমতার জন্ম, অন্তর্ভুক্তি এবং সংলাপ বেরিয়ে আসছে তাকে প্রত্যাখ্যান করতে হবে।
তিনি বলেন, "আমাদের সংবিধান এবং গণতন্ত্র আজ বিপদের মুখোমুখি এসে দাঁড়িয়েছে ৷ নরেন্দ্র মোদি এবং বিজেপির লক্ষ্য শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য বিদ্বেষ ছড়ানো ৷ আমাদের দেশের দরিদ্রদের অবস্থা এবং আমাদের সমাজের অটুট বন্ধন, যা ক্রমে নষ্ট হয়ে যাওয়ার পথে, তা আমাকে ব্যথিত করছে ৷ আজ, আমি আবারও আপনাদের সমর্থন চাইছি। আমাদের ন্যায় পত্র এবং গ্যারান্টির লক্ষ্য আমাদের দেশকে একত্রিত করা ৷ ভারতের দরিদ্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, এবং দেশের বঞ্চিত সম্প্রদায়ের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের দলগুলি আমাদের সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷" (পিটিআই)
আরও পড়ুন
তৃণমূলকে সহযোগিতা করতে রাহুলের 'ভুয়ো চিঠি'! ঘাসফুলকে বিঁধলেন কংগ্রেস প্রার্থী