ETV Bharat / bharat

ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রামোজি রাও স্কলারশিপ - RAMOJI RAO SCHOLARSHIPS

ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই পড়ুয়াকে 'রামোজি রাও বৃত্তি' দিল ওড়িশা মিডিয়া পরিবার ৷

RAMOJI RAO SCHOLARSHIPS
রামোজি স্কলারশিপ (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 1:42 PM IST

ব্রহ্মপুর, 15 ডিসেম্বর: ওড়িশার ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ শিক্ষা বিভাগের 50 বছর সম্পূর্ণ হল ৷ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই পড়ুয়াকে 'রামোজি রাও বৃত্তি' দিল ওড়িশা মিডিয়া পরিবার ৷ বৃত্তি হিসাবে 5 হাজার টাকা করে পাবেন দুই পড়ুয়া ৷

ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বনিতা নিশিকা রায়গড়া জেলার কল্যাণসিঙ্ঘপুর এলাকার মনিগুড়া গ্রামের বাসিন্দা ৷ অপর পড়ুয়া সিদ্ধান্ত সরকা রায়গড়া ব্লকের বিএন পুর গ্রামের বাসিন্দা ৷ আগামী দিনে উচ্চশিক্ষার জন্য তাঁদের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওড়িশা মিডিয়া পরিবারের সদস্যরা ৷

Ramoji Rao scholarships
শিক্ষার্থীদের জন্য রামোজি রাও স্কলারশিপ (ইটিভি ভারত)

উল্লেখ্য, সাংবাদিকতার ক্ষেত্রে প্রয়াত রামোজি রাও-এর অবদান অনস্বীকার্য ৷ সংবাদ জগতে নবাগতদের জন্য এবং সর্বোপরি সঠিক খবর পরিবেশনের জন্য 'ইনাডু', 'ইটিভি' ও 'ইটিভি ভারত' প্রতিষ্ঠা করেন তিনি ৷ সংবাদমাধ্য়মে তাঁর বৃহৎ পরিসরে অবদানের কথায় মাথায় রেখে পড়ুয়াদের তাঁর নামাঙ্কিত বৃত্তি দেওয়া হয় ওড়িশা মিডিয়া পরিবারের তরফে ৷

বৃত্তি পাওয়ার উচ্ছ্বসিত বনিতা বলেন, "রামোজি রাও-এর জন্মদিন 16 নভেম্বর বৃত্তির ঘোষণা করা হয় ৷ আমাকে এই বৃত্তির জন্য বেছে নেওয়ায় ওড়িশা মিডিয়া পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ ৷ পড়াশোনায় আর্থিকভাবে বেশ খানিকটা সাহায্য় হবে ৷" অপর ছাত্র সিদ্ধান্ত সরকা বলেন, "রামোজি রাও জন্মবার্ষিকীর দিন এই বৃত্তিটি ঘোষণা করা হয় ৷ ওড়িশা মিডিয়া পরিবারকে আমাকে বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ৷"

সাংবাদিকতা, সিনেমা ও উদ্যোগপতিদের তালিকায় একটি উজ্জ্বল নাম হলেন রামোজি রাও ৷ তেলুগু-সহ অন্যান্য ভারতীয় ভাষার প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা সমাজ ও সংস্কৃতিতে এক বিশেষ ছাপ রেখে গিয়েছে ৷ তাঁর দুরদর্শিতা মিডিয়া ও বিনোদন জগতকে এক অন্য পরিচয় দিয়েছে ৷ সেই সঙ্গে, আগামী প্রজন্মকেও ক্রমশ অনুপ্রাণিত করে চলেছে ৷

পড়ুন: কখনও মদ, কখনও খাবার চেয়ে 8 লক্ষ ভুয়ো ফোন ! নাজেহাল অ্যাম্বুল্যান্স পরিষেবা

ব্রহ্মপুর, 15 ডিসেম্বর: ওড়িশার ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ শিক্ষা বিভাগের 50 বছর সম্পূর্ণ হল ৷ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই পড়ুয়াকে 'রামোজি রাও বৃত্তি' দিল ওড়িশা মিডিয়া পরিবার ৷ বৃত্তি হিসাবে 5 হাজার টাকা করে পাবেন দুই পড়ুয়া ৷

ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বনিতা নিশিকা রায়গড়া জেলার কল্যাণসিঙ্ঘপুর এলাকার মনিগুড়া গ্রামের বাসিন্দা ৷ অপর পড়ুয়া সিদ্ধান্ত সরকা রায়গড়া ব্লকের বিএন পুর গ্রামের বাসিন্দা ৷ আগামী দিনে উচ্চশিক্ষার জন্য তাঁদের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওড়িশা মিডিয়া পরিবারের সদস্যরা ৷

Ramoji Rao scholarships
শিক্ষার্থীদের জন্য রামোজি রাও স্কলারশিপ (ইটিভি ভারত)

উল্লেখ্য, সাংবাদিকতার ক্ষেত্রে প্রয়াত রামোজি রাও-এর অবদান অনস্বীকার্য ৷ সংবাদ জগতে নবাগতদের জন্য এবং সর্বোপরি সঠিক খবর পরিবেশনের জন্য 'ইনাডু', 'ইটিভি' ও 'ইটিভি ভারত' প্রতিষ্ঠা করেন তিনি ৷ সংবাদমাধ্য়মে তাঁর বৃহৎ পরিসরে অবদানের কথায় মাথায় রেখে পড়ুয়াদের তাঁর নামাঙ্কিত বৃত্তি দেওয়া হয় ওড়িশা মিডিয়া পরিবারের তরফে ৷

বৃত্তি পাওয়ার উচ্ছ্বসিত বনিতা বলেন, "রামোজি রাও-এর জন্মদিন 16 নভেম্বর বৃত্তির ঘোষণা করা হয় ৷ আমাকে এই বৃত্তির জন্য বেছে নেওয়ায় ওড়িশা মিডিয়া পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ ৷ পড়াশোনায় আর্থিকভাবে বেশ খানিকটা সাহায্য় হবে ৷" অপর ছাত্র সিদ্ধান্ত সরকা বলেন, "রামোজি রাও জন্মবার্ষিকীর দিন এই বৃত্তিটি ঘোষণা করা হয় ৷ ওড়িশা মিডিয়া পরিবারকে আমাকে বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ৷"

সাংবাদিকতা, সিনেমা ও উদ্যোগপতিদের তালিকায় একটি উজ্জ্বল নাম হলেন রামোজি রাও ৷ তেলুগু-সহ অন্যান্য ভারতীয় ভাষার প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা সমাজ ও সংস্কৃতিতে এক বিশেষ ছাপ রেখে গিয়েছে ৷ তাঁর দুরদর্শিতা মিডিয়া ও বিনোদন জগতকে এক অন্য পরিচয় দিয়েছে ৷ সেই সঙ্গে, আগামী প্রজন্মকেও ক্রমশ অনুপ্রাণিত করে চলেছে ৷

পড়ুন: কখনও মদ, কখনও খাবার চেয়ে 8 লক্ষ ভুয়ো ফোন ! নাজেহাল অ্যাম্বুল্যান্স পরিষেবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.