ETV Bharat / bharat

নিরাপত্তায় কড়াকড়ি, বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে ফের খুলল রামেশ্বরম ক্যাফে - Bengaluru Cafe blast

Rameshwaram Cafe Reopens: বিস্ফোরণের ন'দিন পর ফের খুলল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে ৷ শনিবার সকালে ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা রাঘবেন্দ্র রাও এবং অন্যান্য কর্মীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটি ফের খোলা হয় । নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷

Rameshwaram Cafe Reopens
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 10:45 AM IST

বেঙ্গালুরু, 9 মার্চ: বিস্ফোরণের পর পেরিয়ে গিয়েছে আট দিন ৷ শনিবার ফের খুলল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে ৷ তবে ক্যাফের আশেপাশে এদিন কঠোর নিরাপত্তা চোখে পড়েছে ৷ 1 মার্চ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত এই ক্যাফেতে ঘটেছিল বিস্ফোরণ । সেই ঘটনায় 10 জন আহত হয়েছিলেন ৷ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে ৷

ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা রাঘবেন্দ্র রাও এবং সমস্ত কর্মীদের উপস্থিতিতে শনিবার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ক্যাফেটি পুনরায় খোলা হয় ৷ রাঘবেন্দ্র রাও বলেন,"আমরা ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি । আমরা আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করছি এবং প্রাক্তন সেনাদের একটি প্যানেলের তরফে আমাদের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি ৷"

এর আগে শুক্রবার রাঘবেন্দ্র বলেছিলেন, "আমরা পুলিশ প্রশাসনকে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং তথ্য দিয়েছি। আমরা তদন্তে তাদের সহযোগিতা করছি । এত শীঘ্রই ক্যাফেটি আবার চালু করতে সাহায্য করার জন্য আমরা সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ।" তাঁর কথায়, এনআইএ শীঘ্রই এই ঘটনার সঙ্গে যে অপরাধীরা জড়িত তাদের সামনে নিয়ে আসবে । আমরা পুনরায় ক্যাফে খোলার আগে সমস্ত সতর্কতা অবলম্বন করেছি । সরকার এবং পুলিশ আমাদের নির্দেশ দিয়েছে যে কোথায় আরও সিসিটিভি ইনস্টল করতে হবে । সেই অনুযায়ী আমরা সিসিটিভি ইনস্টল করেছি ৷ পাশাপাশি কেবলমাত্র ক্যাফে চত্বরে নজর রাখার জন্য আমরা একজন ব্যক্তিকে নিয়োগ করতে চলেছি ৷"

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে একজনকে শনাক্ত করেছে তদন্তকারী আধিকারিকরা ৷ সেই সন্দেহভাজনের বিষয়ে তথ্য দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে এনআইএয়ের তরফে ৷ বুধবার এই ঘোষণা করেছেন জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এনআইএয়ের তরফে এও জানানো হয়েছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে ।

রামেশ্বরম ক্যাফেতে একটি ব্যাগ রাখার সময় সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে অভিযুক্তের ছবি ৷ সেই ছবি প্রকাশ করেছে এনআইএ । তাতে সন্দেহভাজনকে টুপি, কালো প্যান্ট এবং কালো জুতো পরা অবস্থায় দেখা গিয়েছে । এনআইএ সোশাল মিডিয়া পোস্টে লেখে, "সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে ।" 3 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রক এই মামলার তদন্ত এনআইএকে হস্তান্তর করে ৷

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের অভিযুক্তকে খুঁজতে তুমাকুর-বল্লারিতে তল্লাশি অভিযানে এনআইএ
  2. ক্যাফেতে বিস্ফোরণ, সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলেই 10 লাখ; বড় ঘোষণা এনআইএ’র
  3. সিসিটিভি ফুটেজ দেখে বেঙ্গালুরুতে বিস্ফোরণে সন্দেহভাজনকে সনাক্তের চেষ্টা, বৈঠকে মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু, 9 মার্চ: বিস্ফোরণের পর পেরিয়ে গিয়েছে আট দিন ৷ শনিবার ফের খুলল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে ৷ তবে ক্যাফের আশেপাশে এদিন কঠোর নিরাপত্তা চোখে পড়েছে ৷ 1 মার্চ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত এই ক্যাফেতে ঘটেছিল বিস্ফোরণ । সেই ঘটনায় 10 জন আহত হয়েছিলেন ৷ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে ৷

ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা রাঘবেন্দ্র রাও এবং সমস্ত কর্মীদের উপস্থিতিতে শনিবার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ক্যাফেটি পুনরায় খোলা হয় ৷ রাঘবেন্দ্র রাও বলেন,"আমরা ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি । আমরা আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করছি এবং প্রাক্তন সেনাদের একটি প্যানেলের তরফে আমাদের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি ৷"

এর আগে শুক্রবার রাঘবেন্দ্র বলেছিলেন, "আমরা পুলিশ প্রশাসনকে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং তথ্য দিয়েছি। আমরা তদন্তে তাদের সহযোগিতা করছি । এত শীঘ্রই ক্যাফেটি আবার চালু করতে সাহায্য করার জন্য আমরা সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ।" তাঁর কথায়, এনআইএ শীঘ্রই এই ঘটনার সঙ্গে যে অপরাধীরা জড়িত তাদের সামনে নিয়ে আসবে । আমরা পুনরায় ক্যাফে খোলার আগে সমস্ত সতর্কতা অবলম্বন করেছি । সরকার এবং পুলিশ আমাদের নির্দেশ দিয়েছে যে কোথায় আরও সিসিটিভি ইনস্টল করতে হবে । সেই অনুযায়ী আমরা সিসিটিভি ইনস্টল করেছি ৷ পাশাপাশি কেবলমাত্র ক্যাফে চত্বরে নজর রাখার জন্য আমরা একজন ব্যক্তিকে নিয়োগ করতে চলেছি ৷"

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে একজনকে শনাক্ত করেছে তদন্তকারী আধিকারিকরা ৷ সেই সন্দেহভাজনের বিষয়ে তথ্য দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে এনআইএয়ের তরফে ৷ বুধবার এই ঘোষণা করেছেন জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এনআইএয়ের তরফে এও জানানো হয়েছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে ।

রামেশ্বরম ক্যাফেতে একটি ব্যাগ রাখার সময় সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে অভিযুক্তের ছবি ৷ সেই ছবি প্রকাশ করেছে এনআইএ । তাতে সন্দেহভাজনকে টুপি, কালো প্যান্ট এবং কালো জুতো পরা অবস্থায় দেখা গিয়েছে । এনআইএ সোশাল মিডিয়া পোস্টে লেখে, "সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে ।" 3 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রক এই মামলার তদন্ত এনআইএকে হস্তান্তর করে ৷

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের অভিযুক্তকে খুঁজতে তুমাকুর-বল্লারিতে তল্লাশি অভিযানে এনআইএ
  2. ক্যাফেতে বিস্ফোরণ, সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলেই 10 লাখ; বড় ঘোষণা এনআইএ’র
  3. সিসিটিভি ফুটেজ দেখে বেঙ্গালুরুতে বিস্ফোরণে সন্দেহভাজনকে সনাক্তের চেষ্টা, বৈঠকে মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.