নয়াদিল্লি, 19 অগস্ট: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব ৷ এই উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "রাখিবন্ধনের পুণ্য তিথিতে আমি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ দেশবাসী সমাজে মহিলাদের সুরক্ষিত রাখা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার উপর জোর দিয়েছেন ৷"
रक्षा बंधन के पावन अवसर पर, मैं सभी देशवासियों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं। भाई-बहन के बीच प्रेम और आपसी विश्वास की भावना पर आधारित यह त्योहार, सभी बहन-बेटियों के प्रति स्नेह और सम्मान की भावना का संचार करता है। मैं चाहूंगी कि इस पर्व के दिन, सभी देशवासी, हमारे समाज…
— President of India (@rashtrapatibhvn) August 19, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "রাখিবন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানাই ৷ এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসাকে প্রকাশ করে ৷ এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে আনন্দ আনুক, সুখ, সমৃদ্ধিতে ভরে উঠুক ৷" এদিন সকালে খুদে স্কুল পড়ুয়ারা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেয় ৷
समस्त देशवासियों को भाई-बहन के असीम स्नेह के प्रतीक पर्व रक्षाबंधन की ढेरों शुभकामनाएं। यह पावन पर्व आप सभी के रिश्तों में नई मिठास और जीवन में सुख, समृद्धि एवं सौभाग्य लेकर आए।
— Narendra Modi (@narendramodi) August 19, 2024
বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বোন প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি সবাইকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "রাখি ভাই-বোনের মধ্যে অটুট স্নেহ, ভালোবাসার উৎসব ৷ রাখি বন্ধনে দেশবাসীর জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ আপনাদের এই সম্পর্ক সবসময় যেমন এমন মজবুত থাকে ৷" বোন প্রিয়াঙ্কা গান্ধিও একটি আবেগঘন পোস্ট করেছেন ৷ তিনি রাহুল গান্ধির সঙ্গে তাঁর শৈশবের ছবি শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷
भाई-बहन के अटूट प्रेम एवं स्नेह के पर्व, रक्षाबंधन की सभी देशवासियों को बहुत-बहुत बधाई और शुभकामनाएं।
— Rahul Gandhi (@RahulGandhi) August 19, 2024
रक्षा का यह सूत्र आपके इस पावन रिश्ते को सदैव मजबूती के साथ जोड़े रहे। pic.twitter.com/Xvsqj2rt4e
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লিখেছেন, "রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ ভাই ও বোনের মধ্যে এই বন্ধনের দিনে, আমি সবার জন্য সুখ, আনন্দ এবং সমৃদ্ধি প্রার্থনা করি ৷" একই ভাবে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷