ETV Bharat / bharat

রাখিবন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাহুল - RAKSHA BANDHAN FESTIVAL - RAKSHA BANDHAN FESTIVAL

Rakhi Bandhan Festival 2024: রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং অন্য নেতানেত্রীরা ৷

PM Narendra Modi on Rakhi Bandhan Festival
খুদে পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 2:26 PM IST

Updated : Aug 19, 2024, 3:39 PM IST

নয়াদিল্লি, 19 অগস্ট: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব ৷ এই উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "রাখিবন্ধনের পুণ্য তিথিতে আমি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ দেশবাসী সমাজে মহিলাদের সুরক্ষিত রাখা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার উপর জোর দিয়েছেন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "রাখিবন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানাই ৷ এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসাকে প্রকাশ করে ৷ এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে আনন্দ আনুক, সুখ, সমৃদ্ধিতে ভরে উঠুক ৷" এদিন সকালে খুদে স্কুল পড়ুয়ারা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেয় ৷

বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বোন প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি সবাইকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "রাখি ভাই-বোনের মধ্যে অটুট স্নেহ, ভালোবাসার উৎসব ৷ রাখি বন্ধনে দেশবাসীর জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ আপনাদের এই সম্পর্ক সবসময় যেমন এমন মজবুত থাকে ৷" বোন প্রিয়াঙ্কা গান্ধিও একটি আবেগঘন পোস্ট করেছেন ৷ তিনি রাহুল গান্ধির সঙ্গে তাঁর শৈশবের ছবি শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লিখেছেন, "রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ ভাই ও বোনের মধ্যে এই বন্ধনের দিনে, আমি সবার জন্য সুখ, আনন্দ এবং সমৃদ্ধি প্রার্থনা করি ৷" একই ভাবে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷

নয়াদিল্লি, 19 অগস্ট: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব ৷ এই উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "রাখিবন্ধনের পুণ্য তিথিতে আমি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ দেশবাসী সমাজে মহিলাদের সুরক্ষিত রাখা এবং তাঁদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার উপর জোর দিয়েছেন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "রাখিবন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানাই ৷ এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসাকে প্রকাশ করে ৷ এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে আনন্দ আনুক, সুখ, সমৃদ্ধিতে ভরে উঠুক ৷" এদিন সকালে খুদে স্কুল পড়ুয়ারা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেয় ৷

বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বোন প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি সবাইকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "রাখি ভাই-বোনের মধ্যে অটুট স্নেহ, ভালোবাসার উৎসব ৷ রাখি বন্ধনে দেশবাসীর জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ আপনাদের এই সম্পর্ক সবসময় যেমন এমন মজবুত থাকে ৷" বোন প্রিয়াঙ্কা গান্ধিও একটি আবেগঘন পোস্ট করেছেন ৷ তিনি রাহুল গান্ধির সঙ্গে তাঁর শৈশবের ছবি শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লিখেছেন, "রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ ভাই ও বোনের মধ্যে এই বন্ধনের দিনে, আমি সবার জন্য সুখ, আনন্দ এবং সমৃদ্ধি প্রার্থনা করি ৷" একই ভাবে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷

Last Updated : Aug 19, 2024, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.