নয়াদিল্লি, 29 জুলাই: সর্পাঘাতে প্রতিবছর দেশে 50 হাজার মানুষের মৃত্যু হয় ৷ সোমবার লোকসভায় এই বিষয়টি জানান বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি ৷ সারণের সাংসদ সংসদের নিম্নকক্ষে আরও জানান যে বছরে 30-40 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন ৷ তাই এই বিষয়টি নিয়ে আরও সচেতনতা প্রয়োজন বলে তিনি দাবি করেন ৷ তাহলেই সর্পাঘাতে মৃত্যুর হার কমানো যাবে বলে তাঁর মত ৷
রুডি আরও জানান যে জলবায়ুর পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধির জেরে সর্পাঘাতের সংখ্যা বাড়ছে ৷ তাই এই দিকে নজর দিয়ে সর্পাঘাতের সংখ্যা যাতে কমানো যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করার দাবি এ দিন লোকসভায় জানিয়েছেন বিজেপির সাংসদ রাজীব প্রতাপ রুডি ৷
অন্যদিকে ভেলোরের সাংসদ এম কাঠির আনন্দ এ দিন লোকসভায় বিড়ি শ্রমিকদের জন্য সরব হন ৷ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি তোলেন তিনি ৷ এই নিয়ে কেন্দ্রের কাছে বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা বলেছেন তিনি ৷ বিড়ি শ্রমিক, যাঁদের অধিকাংশ মহিলা, তাঁদের মধ্যে যাঁরা 60 বছরের বেশি বয়সী, তাঁদের পেনশনের ব্যবস্থা করতে বলেছেন তিনি ৷ অন্যদিকে কন্যাকুমারীর সাংসদ বিজয় বসন্ত কেন্দ্রের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পুনর্মূল্যায়ণ করার দাবি রেখেছেন ৷ তাঁর বক্তব্য, চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া উচিত ৷
ভাতিন্ডার সাংসদ হরসিমরত কৌর আইএসডিএস প্রকল্পে পঞ্জাবে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন ৷ লোকসভায় দাঁড়িয়ে তিনি এই নিয়ে কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তাঁর অভিযোগ, পঞ্জাবে প্রচুর ভুয়ো আইসিডিএস কর্মী রয়েছে ৷ এই নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত ৷ তাঁর আরও দাবি, পঞ্জাবে 28 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 2200 টাকারও কম পান ৷
তামিলনাড়ুর আরও এক সাংসদ এস জ্যোতিমনি নিটের বিরুদ্ধে সরব হন ৷ এই পরীক্ষা আর্থ-সামাজিক বৈষম্য তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, 25 লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনতে পারলেই নিটে পাশ করা যায় ৷ নিটের জন্য তামিলনাড়ুতে 18 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে ৷ এই পরীক্ষা তাই তুলে দেওয়া হোক ৷
এছাড়া ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ বিজেপির নিশিকান্ত দুবে এ দিন লোকসভায় দাবি করেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা তাঁর রাজ্যে আদিবাসীদের অধিকার ছিনিয়ে নিচ্ছে ৷ রাজ্য সরকারের মদতে এসব হচ্ছে বলে তাঁর দাবি ৷ তাই তিনি ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন ৷