ঢোলপুর (রাজস্থান), 20 অক্টোবর: সপ্তাহন্তে ভয়াবহ দুর্ঘটনা ! টেম্পোর সঙ্গে স্লিপার কোচ বাসের ধাক্কা ৷ একই পরিবারের 12 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে 9 জন শিশুও রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের সুনিপুর গ্রামের কাছে 11B নম্বর জাতীয় সড়কের উপর ৷ গুরুতর আহত অবস্থায় বাসের চালক ও খালাসিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
ঠিক কী হয়েছিল ?
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত 11টা নাগাদ সপরিবারে টেম্পোতে করে সারমাথুরা থানা এলাকার বারাউলি গ্রামে এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বারি শহরের করিম কলোনির বাসিন্দা গফুর খান ৷ সেই সময় বারি শহরের দিক থেকে আসা একটি স্লিপার কোচ বাস তাঁদের টেম্পোতে সামনে থেকে এসে ধাক্কা মারে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে বাসটির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জন শিশু-সহ 12 জনের ৷
এরপর প্রত্যক্ষদর্শীরা স্থানীয় থানায় খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারি থানার পুলিশকর্মীরা ৷ টেম্পো থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেন তাঁরা ৷ মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য স্থানীয় বারি সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ সেই সঙ্গে, গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসিকে জেলা হাসপাতালে পাঠানো হয় ৷
মৃতদের পরিচয়:
পুলিশের রিপোর্ট অনুযায়ী মৃতরা হলেন, 14 বছরের আসমা, 38 বছরের ইরফান, 8 বছরের সালমান, 6 বছরের সাকির, 10 বছরের দানিশ, 5 বছরের আজান, 35 বছরের জারিনা, 10 বছরের আশিয়ানা, 7 বছরের সুখি, 9 বছরের সানিফ এবং 10 বছরের সাজিদ ৷
পুলিশের বক্তব্য:
ঘটনা প্রসঙ্গে বারি কোতওয়ালি থানার হাউস অফিসার শিব লহরি মীনা জানান, বারাউলিতে এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল বারি এলাকার একটি পরিবার ৷ রাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ রবিবার মৃতদের ময়নাতদন্ত করা হবে ৷ সেই সঙ্গে তিনি আরও জানান, দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় ৷