ETV Bharat / bharat

হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য: মোদি-রাহুল-শাহ বাগযুদ্ধে উত্তপ্ত লোকসভা - RAHUL GANDHI ON HINDUISM - RAHUL GANDHI ON HINDUISM

Rahul Vs Modi in Lok Sabha: লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধি ৷ হিন্দু ধর্ম নিয়ে মন্তব্যের জেরে ট্রেজারি বেঞ্চের খোঁচার মুখে বিরোধী দলনেতা ৷ সরব হলেন খোদ প্রধানমন্ত্রী মোদিও ৷ রাহুলের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Rahul Vs Modi in Lok Sabha
মোদি-রাহুল বাগযুদ্ধে উত্তপ্ত সংসদ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 1, 2024, 4:18 PM IST

Updated : Jul 1, 2024, 4:40 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: 'হিন্দু ধর্ম' নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ পালটা কটাক্ষ ধেয়ে এসেছে ট্রেজারি বেঞ্চ থেকেও ৷ রাহুলের মন্তব্যের পালটা দিতে গিয়ে 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার কথা সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনকী রাহুলকে আক্রমণ করতে এদিন আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

সোমবার লোকসভায় বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে হিন্দু ধর্মের প্রসঙ্গ তুলে আনেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, যারা নিজেদের হিন্দু বলে, তারা নিজেরাই চব্বিশ ঘন্টা হিংসা ও ঘৃণায় নিয়োজিত থাকে ৷ আর রাহুলের এই মন্তব্যের পরই ব্যাপক প্রতিবাদে সোচ্চার হয় সরকার পক্ষ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ট্রেজারি বেঞ্চের সদস্যরা রীতিমতো তীব্র আক্রমণ করেন কংগ্রেস-সহ বিরোধীদের ৷

খোদ প্রধানমন্ত্রী মোদি বলেন, "সমগ্র হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা খুবই গুরুতর বিষয় ৷" পালটা জবাব দিয়েছেন রাহুলও ৷ তাঁর দাবি, তিনি বিজেপি সম্পর্কেই এই কথা বলছেন। রাহুল যোগ করেছেন, "বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বা মোদিকে নিয়ে সমগ্র হিন্দু সমাজ নয়।" বিরোধী দলনেতা লোকসভায় ভগবান শিবের একটি ছবিও দেখিয়েছেন ৷ ছবি হাতে নিয়েই তিনি জানান, নির্ভীকতা এবং অহিংসার শিক্ষাই দেয় হিন্দু ধর্ম ৷ এর সঙ্গেই তিনি অন্যান্য ধর্মের শিক্ষারও উল্লেখ করেছেন।

অন্যদিকে, রাহুেলের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর দাবি, কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত হেনেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তাই সংসদ এবং দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷ একই সঙ্গে, তাঁরা নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন বলেও মন্তব্য করেছেন শাহ। রাহুলকে খোঁচা দিতে গিয়ে, জরুরি অবস্থা এবং 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার কথাও তুলে ধরেন শাহ ৷ তিনি বলেন, "কংগ্রেস সারা দেশে সন্ত্রাস ছড়িয়েছিল ৷ সুতরাং অহিংসা নিয়ে কথা বলার অধিকার তার নেই।"

সংবিধান এবং ভারতের মৌলিক ধারণার উপর নিয়মতান্ত্রিক আক্রমণ করার জন্যও বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদির নির্দেশে আমার উপর হামলা করা হয়েছিল। আমার বিরুদ্ধে 20-র বেশি মামলা ছিল, আমার বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল, ইডি-কে দিয়ে 55 ঘন্টা জেরা করা হয়েছিল ৷" বক্তব্য রাখার সময় এদিন ভগবান শিবের ছবি সংসদে তুলে ধরেন রাহুল ৷ যদিও স্পিকার ওম বিড়লা তাঁকে জানিয়ে দেন, হাউসে প্ল্যাকার্ড প্রদর্শনের অনুমতি দেওয়া হয় না।

(তথ্যসূত্র: পিটিআই)

নয়াদিল্লি, 1 জুলাই: 'হিন্দু ধর্ম' নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ পালটা কটাক্ষ ধেয়ে এসেছে ট্রেজারি বেঞ্চ থেকেও ৷ রাহুলের মন্তব্যের পালটা দিতে গিয়ে 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার কথা সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনকী রাহুলকে আক্রমণ করতে এদিন আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

সোমবার লোকসভায় বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে হিন্দু ধর্মের প্রসঙ্গ তুলে আনেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, যারা নিজেদের হিন্দু বলে, তারা নিজেরাই চব্বিশ ঘন্টা হিংসা ও ঘৃণায় নিয়োজিত থাকে ৷ আর রাহুলের এই মন্তব্যের পরই ব্যাপক প্রতিবাদে সোচ্চার হয় সরকার পক্ষ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ট্রেজারি বেঞ্চের সদস্যরা রীতিমতো তীব্র আক্রমণ করেন কংগ্রেস-সহ বিরোধীদের ৷

খোদ প্রধানমন্ত্রী মোদি বলেন, "সমগ্র হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা খুবই গুরুতর বিষয় ৷" পালটা জবাব দিয়েছেন রাহুলও ৷ তাঁর দাবি, তিনি বিজেপি সম্পর্কেই এই কথা বলছেন। রাহুল যোগ করেছেন, "বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বা মোদিকে নিয়ে সমগ্র হিন্দু সমাজ নয়।" বিরোধী দলনেতা লোকসভায় ভগবান শিবের একটি ছবিও দেখিয়েছেন ৷ ছবি হাতে নিয়েই তিনি জানান, নির্ভীকতা এবং অহিংসার শিক্ষাই দেয় হিন্দু ধর্ম ৷ এর সঙ্গেই তিনি অন্যান্য ধর্মের শিক্ষারও উল্লেখ করেছেন।

অন্যদিকে, রাহুেলের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর দাবি, কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত হেনেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তাই সংসদ এবং দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷ একই সঙ্গে, তাঁরা নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন বলেও মন্তব্য করেছেন শাহ। রাহুলকে খোঁচা দিতে গিয়ে, জরুরি অবস্থা এবং 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার কথাও তুলে ধরেন শাহ ৷ তিনি বলেন, "কংগ্রেস সারা দেশে সন্ত্রাস ছড়িয়েছিল ৷ সুতরাং অহিংসা নিয়ে কথা বলার অধিকার তার নেই।"

সংবিধান এবং ভারতের মৌলিক ধারণার উপর নিয়মতান্ত্রিক আক্রমণ করার জন্যও বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদির নির্দেশে আমার উপর হামলা করা হয়েছিল। আমার বিরুদ্ধে 20-র বেশি মামলা ছিল, আমার বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল, ইডি-কে দিয়ে 55 ঘন্টা জেরা করা হয়েছিল ৷" বক্তব্য রাখার সময় এদিন ভগবান শিবের ছবি সংসদে তুলে ধরেন রাহুল ৷ যদিও স্পিকার ওম বিড়লা তাঁকে জানিয়ে দেন, হাউসে প্ল্যাকার্ড প্রদর্শনের অনুমতি দেওয়া হয় না।

(তথ্যসূত্র: পিটিআই)

Last Updated : Jul 1, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.