নয়াদিল্লি, 31 অগস্ট: জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের প্রচার শুরু করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ আগামী 4 সেপ্টেম্বর অনন্তনাগ জেলার ডোরু বিধানসভা আসনে দলের মনোনীত প্রার্থী গুলাম আহমেদ মীরের হয়ে ভোট প্রচারে যাচ্ছেন রাহুল। 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর উপত্যকায় দুই দফার ভোটের দুই দফায় প্রার্থীদের নাম অনুমোদন করতে বৈঠক করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ 2 এবং 3 সেপ্টেম্বর লোকসভার বিরোধী দলনেতা দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সেই বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও জানা গিয়েছে।
ন্যাশনাল কনফারেন্স, প্যান্থার্স পার্টি এবং সিপিএম-এর সঙ্গে জোটের অংশ হিসাবে 18 সেপ্টেম্বর প্রথম ধাপে ভোটের ময়দানে নামছে কংগ্রেস৷ সেই 24টি আসনের মধ্যে 9 জনকে প্রার্থী করেছে দল। দলের অভ্যন্তরীণ সূত্রে খবর, 4 সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে দলের নির্বাচনী প্রচার শুরু করার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ হিসাবে জানা যাচ্ছে, রাহুল গান্ধি 5 সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি সফর করার কথা রয়েছে ৷ যেখানে তিনি প্রাক্তন পার্টি নেতা পতংরাও কদমের একটি মূর্তিও উদ্বোধন করবেন। রাহুল তাঁর সপ্তাহব্যাপী মার্কিন সফরের জন্য 6 সেপ্টেম্বর রওনা হবেন বলে খবর। আর রাহুলের প্রচার শুরু করার পর কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধিও প্রচারে যাবেন।
রাহুল জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা-দু'জায়গাতেই প্রচার চালাবেন ৷ কংগ্রেস সূত্রে খবর, রাহুল মার্কিন সফর সংক্ষিপ্ত করেছেন ৷ এআইসিসি নেতা গুলাম আহমেদ মীর বলেন, “রাহুল গান্ধির জম্মু ও কাশ্মীরে দলের প্রচার অবশ্যই নেতা-কর্মীদের উৎসাহ দেবে। ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে ৷ আমি নিশ্চিত যে জনগণ জোটকে সমর্থন করবেন ৷” কংগ্রেস নেতার আরও দাবি, গত 11 বছরে পঞ্চায়েত এবং বিধানসভা-সহ নির্বাচিত সংস্থাগুলিতে স্থানীয়দের কোনও প্রতিনিধিত্ব ছিল না ৷ তারা এখন তাদের ভবিষ্যত গঠনের সুযোগ পাচ্ছে।
গুলাম আহমেদ মীরের কথায়, “জনগণ নির্বাচন নিয়ে যথেষ্ট উত্তেজিত ৷ তাঁরা একটি নতুন সরকারের জন্য অপেক্ষা করছেন যা তাঁদের আশা-আকাঙ্খা পূরণ করবে। অনেক অমীমাংসিত সমস্যা আছে। মানুষের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। আমাদের একটি ইতিবাচক কর্মসূচি আছে ৷ বিজেপি নিজেদের ক্ষতির দিকটা বুঝতে পারছে ৷” দলের অভ্যন্তরীণ সূত্রে খবর, রাহুল জম্মু-কাশ্মীরে বেশ কয়েকজন নতুন মুখকে প্রার্থী করার পরিকল্পনা করেছেন ৷ সম্ভবত দলের ছাত্র সংগঠনের প্রাক্তন জাতীয় সভাপতি নীরজ কুন্দনকেও সুযোগ দেওয়া হবে ৷
বানিহাল আসন থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি ভিকার রসুল ওয়ানি। ওয়ানি বলেন, “আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রচার চালাব ৷ আমরা ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি দিই না। চাকরি, মাদক, জমি দখল এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ৷ ক্ষমতায় এলে আমাদের সরকার সেগুলো সমাধান করবে। জনগণ ফলাফলের দিন 4 অক্টোবর বিজেপিকে দেখিয়ে দেবে ৷”