ETV Bharat / bharat

'মোদি সরকার স্বৈরাচারী', জখম কৃষকের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস রাহুলের - রাহুল গান্ধি

Rahul speaks with injured farmer: পঞ্জাব ও হরিয়ানা সীমানায় পুলিশের তৎপরতায় জখম হওয়া এক কৃষকের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধি ৷ তিনি নরেন্দ্র মোদি সরকারকে স্বৈরাচারী বলে তোপ দাগলেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Feb 14, 2024, 5:20 PM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: প্রতিবাদ মিছিলের সময় পুলিশি তৎপরতায় জখম এক কৃষকের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ দেশের খাদ্য সরবরাহকারীদের প্রতি মোদি সরকার স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

মঙ্গলবার রাতে আহত কৃষক গুরমিত সিং-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন রাহুল গান্ধি ৷ হরিয়ানা পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে আহত ওই কৃষক পাতিয়ালা জেলার রাজপুরা শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি ৷ সেখানেই পরিদর্শন করার সময় পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর রাজা ওয়ারিং ওই কৃষকের সঙ্গে রাহুলের কথা বলিয়ে দেন ৷

তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে হিন্দিতে একটি পোস্টে রাহুল বলেন, "গুরমিত সিং জির সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ কৃষকদের আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে তিনি গুরুতর আহত হন । তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছি এবং তাঁদের অধিকারের দাবিতে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানিয়েছি ৷"

রাহুলের কটাক্ষ, "তিনি একজন যুবক এবং একইসঙ্গে একজন কৃষক - তাঁকে প্রশংসা করার পরিবর্তে দেশের রক্ষক এবং খাদ্য সরবরাহকারীর প্রতি মোদি সরকারের এই স্বৈরাচারী মনোভাব গণতন্ত্রকে লজ্জায় ফেলে দিচ্ছে ৷" কংগ্রেস নেতা আহত কৃষককে জিজ্ঞাসা করেন যে, তিনি কোথায় আঘাত পেয়েছেন ৷ কৃষক জবাবে বলেন যে, তাঁর হাতে এবং চোখের কাছে ক্ষত রয়েছে । মঙ্গলবার কৃষকরা রাজ্যগুলির মধ্যে দুটি সীমানায় হরিয়ানা পুলিশের সহ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৷ তাঁদের দিকে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ ৷ জাতীয় রাজধানীতে তাঁদের প্রতিবাদ মিছিলে বাধা দেওয়ায় ব্যারিকেডগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন আন্দোলনরত কৃষকরা ৷

প্রাক্তন কংগ্রেস সভাপতি ওই কৃষকের কাছে জানতে চান যে, পুলিশ অ্যাকশনে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন । কৃষককে রাহুল বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি । চিন্তা করবেন না ৷ আপনি দেশের জন্য যা গুরুত্বপূর্ণ তার জন্য লড়াই করছেন । আপনারা আগেও দেশের জন্য কাজ করেছেন এবং এখনও করছেন । 'সাবাশ' (ভাল হয়েছে)। শুভকামনা ৷"

মঙ্গলবার কৃষক নেতারা দিল্লির দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের উপর 'আক্রমণ' করার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন এবং দাবি করেছেন যে, পঞ্জাব-হরিয়ানা সীমানায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করায় তাঁদের মধ্যে 60 জন আহত হয়েছেন । আধিকারিকরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাঁদের দিকে ঢিল ছুড়লে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-সহ 24 জন পুলিশকর্মী আহত হন ।

আরও পড়ুন:

  1. স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস, কৃষক আন্দোলনের আবহে ফিরে দেখা 10টি সুপারিশ
  2. 'হিংসা সমাধান নয়', বিক্ষোভরত কৃষকদের আলোচনায় বসার আহ্বান অনুরাগ ঠাকুরের
  3. ‘মহান কৃষক নেতা’কে ভারতরত্ন দিলেও কৃষকদের উপর অবিচার মোদি সরকারের, অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: প্রতিবাদ মিছিলের সময় পুলিশি তৎপরতায় জখম এক কৃষকের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ দেশের খাদ্য সরবরাহকারীদের প্রতি মোদি সরকার স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

মঙ্গলবার রাতে আহত কৃষক গুরমিত সিং-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন রাহুল গান্ধি ৷ হরিয়ানা পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে আহত ওই কৃষক পাতিয়ালা জেলার রাজপুরা শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি ৷ সেখানেই পরিদর্শন করার সময় পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর রাজা ওয়ারিং ওই কৃষকের সঙ্গে রাহুলের কথা বলিয়ে দেন ৷

তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে হিন্দিতে একটি পোস্টে রাহুল বলেন, "গুরমিত সিং জির সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ কৃষকদের আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে তিনি গুরুতর আহত হন । তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছি এবং তাঁদের অধিকারের দাবিতে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানিয়েছি ৷"

রাহুলের কটাক্ষ, "তিনি একজন যুবক এবং একইসঙ্গে একজন কৃষক - তাঁকে প্রশংসা করার পরিবর্তে দেশের রক্ষক এবং খাদ্য সরবরাহকারীর প্রতি মোদি সরকারের এই স্বৈরাচারী মনোভাব গণতন্ত্রকে লজ্জায় ফেলে দিচ্ছে ৷" কংগ্রেস নেতা আহত কৃষককে জিজ্ঞাসা করেন যে, তিনি কোথায় আঘাত পেয়েছেন ৷ কৃষক জবাবে বলেন যে, তাঁর হাতে এবং চোখের কাছে ক্ষত রয়েছে । মঙ্গলবার কৃষকরা রাজ্যগুলির মধ্যে দুটি সীমানায় হরিয়ানা পুলিশের সহ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৷ তাঁদের দিকে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ ৷ জাতীয় রাজধানীতে তাঁদের প্রতিবাদ মিছিলে বাধা দেওয়ায় ব্যারিকেডগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন আন্দোলনরত কৃষকরা ৷

প্রাক্তন কংগ্রেস সভাপতি ওই কৃষকের কাছে জানতে চান যে, পুলিশ অ্যাকশনে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন । কৃষককে রাহুল বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি । চিন্তা করবেন না ৷ আপনি দেশের জন্য যা গুরুত্বপূর্ণ তার জন্য লড়াই করছেন । আপনারা আগেও দেশের জন্য কাজ করেছেন এবং এখনও করছেন । 'সাবাশ' (ভাল হয়েছে)। শুভকামনা ৷"

মঙ্গলবার কৃষক নেতারা দিল্লির দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের উপর 'আক্রমণ' করার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন এবং দাবি করেছেন যে, পঞ্জাব-হরিয়ানা সীমানায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করায় তাঁদের মধ্যে 60 জন আহত হয়েছেন । আধিকারিকরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাঁদের দিকে ঢিল ছুড়লে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-সহ 24 জন পুলিশকর্মী আহত হন ।

আরও পড়ুন:

  1. স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস, কৃষক আন্দোলনের আবহে ফিরে দেখা 10টি সুপারিশ
  2. 'হিংসা সমাধান নয়', বিক্ষোভরত কৃষকদের আলোচনায় বসার আহ্বান অনুরাগ ঠাকুরের
  3. ‘মহান কৃষক নেতা’কে ভারতরত্ন দিলেও কৃষকদের উপর অবিচার মোদি সরকারের, অভিযোগ কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.