নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: প্রতিবাদ মিছিলের সময় পুলিশি তৎপরতায় জখম এক কৃষকের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ দেশের খাদ্য সরবরাহকারীদের প্রতি মোদি সরকার স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷
মঙ্গলবার রাতে আহত কৃষক গুরমিত সিং-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন রাহুল গান্ধি ৷ হরিয়ানা পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে আহত ওই কৃষক পাতিয়ালা জেলার রাজপুরা শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি ৷ সেখানেই পরিদর্শন করার সময় পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর রাজা ওয়ারিং ওই কৃষকের সঙ্গে রাহুলের কথা বলিয়ে দেন ৷
তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে হিন্দিতে একটি পোস্টে রাহুল বলেন, "গুরমিত সিং জির সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ কৃষকদের আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে তিনি গুরুতর আহত হন । তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছি এবং তাঁদের অধিকারের দাবিতে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানিয়েছি ৷"
রাহুলের কটাক্ষ, "তিনি একজন যুবক এবং একইসঙ্গে একজন কৃষক - তাঁকে প্রশংসা করার পরিবর্তে দেশের রক্ষক এবং খাদ্য সরবরাহকারীর প্রতি মোদি সরকারের এই স্বৈরাচারী মনোভাব গণতন্ত্রকে লজ্জায় ফেলে দিচ্ছে ৷" কংগ্রেস নেতা আহত কৃষককে জিজ্ঞাসা করেন যে, তিনি কোথায় আঘাত পেয়েছেন ৷ কৃষক জবাবে বলেন যে, তাঁর হাতে এবং চোখের কাছে ক্ষত রয়েছে । মঙ্গলবার কৃষকরা রাজ্যগুলির মধ্যে দুটি সীমানায় হরিয়ানা পুলিশের সহ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৷ তাঁদের দিকে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ ৷ জাতীয় রাজধানীতে তাঁদের প্রতিবাদ মিছিলে বাধা দেওয়ায় ব্যারিকেডগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন আন্দোলনরত কৃষকরা ৷
প্রাক্তন কংগ্রেস সভাপতি ওই কৃষকের কাছে জানতে চান যে, পুলিশ অ্যাকশনে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন । কৃষককে রাহুল বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি । চিন্তা করবেন না ৷ আপনি দেশের জন্য যা গুরুত্বপূর্ণ তার জন্য লড়াই করছেন । আপনারা আগেও দেশের জন্য কাজ করেছেন এবং এখনও করছেন । 'সাবাশ' (ভাল হয়েছে)। শুভকামনা ৷"
মঙ্গলবার কৃষক নেতারা দিল্লির দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের উপর 'আক্রমণ' করার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন এবং দাবি করেছেন যে, পঞ্জাব-হরিয়ানা সীমানায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করায় তাঁদের মধ্যে 60 জন আহত হয়েছেন । আধিকারিকরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাঁদের দিকে ঢিল ছুড়লে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-সহ 24 জন পুলিশকর্মী আহত হন ।
আরও পড়ুন: