ETV Bharat / bharat

কাশ্মীরে রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গে, এনসি'র সঙ্গে জোট নিয়ে আলোচনা ! - JK Assembly Polls 2024

J&K Assembly Polls 2024: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে প্রাক-নির্বাচন জোট চূড়ান্ত করতে জম্মু ও কাশ্মীরে এলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গেই রয়েছেন দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে ৷

J&K Assembly Polls 2024
কাশ্মীরে রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 4:59 PM IST

শ্রীনগর, 21 অগস্ট: বিধানসভা নির্বাচনের আগে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে প্রাক-নির্বাচন জোট চূড়ান্ত করতে দু'দিনের সফরে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর সঙ্গেই আছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধিও ৷ বুধবার বিকেলে কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা শ্রীনগরে পৌঁছন ৷

শ্রীনগরে স্থানীয় দলীয় নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি রাজ্যে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা করবেন। এরপর বৃহস্পতিবার তাঁরা দু'জনেই জম্মু যাবেন ৷ সেখানে নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাহুল-খাড়গে। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) দু'দলই কৌশলগত 'প্রাক-নির্বাচন জোট' নিয়ে আলোচনায় বসছে ৷ সূত্রের খবর, বিশেষত জম্মুতে দুই দলেরই নজর থকছে ৷ তার কারণ বিজেপি ইতিমধ্যেই দাবি করছে, তারা জম্মুতে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে ৷ কংগ্রেসের দাবি, সেই দিক থেকে রাহুল-খাড়গের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এনসি নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সম্প্রতি জানিয়েছেন, তাঁরা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷ এরই সঙ্গে, জম্মু-কাশ্মীর কংগ্রেসের নয়া সভাপতি তারিক হামিদও জানিয়েছেন, তাঁরা সমমনভাবাপন্য দলগুলির সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত ৷ বিধানসভা ভোটের আগে একটি সম্মানজনক জোট করা হবে বলেও তিনি জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের সাধারণ সম্পাদক, ইনচার্জ এবং স্ক্রিনিং কমিটির সদস্যদের সঙ্গে খাড়গে এবং রাহুল আলোচনা করার পরে এই বৈঠক হয়। দলীয় সূত্রে খবর, 2023 সালের 30 জানুয়ারি রাহুল গান্ধির দেশব্যাপী ভারত জোড়ো যাত্রা শ্রীনগরে শেষ হওয়ার পর থেকে কংগ্রেসের প্রতি সমর্থনের একটি ভিত্তি তৈরি হয়েছে ৷ এআইসিসি নেতা গুলাম আহমেদ মীর বলেন, “জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের প্রবল উপস্থিতি রয়েছে। সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য কোনও দলের সঙ্গে কখনও আপোস করা হবে না। আমাদের শীর্ষ নেতাদের সফর ভোটার এবং কর্মীদের কাছেও অবশ্যই একটি বার্তা পৌঁছে দেবে ৷”

সম্প্রতি লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে এনসি-র জোট ছিল ৷ কিন্তু বিধানসভা নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে, বিজেপিকে পরাজিত করতে এনসি এবং পিডিপি উভয়ের সঙ্গে জোট গঠনের বিষয়ে কিছু কথা বলা হয়েছিল, তবে সেই বিষয়টিও মুলতুবি রয়েছে বলে জানা গিয়েছে।

শ্রীনগর, 21 অগস্ট: বিধানসভা নির্বাচনের আগে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে প্রাক-নির্বাচন জোট চূড়ান্ত করতে দু'দিনের সফরে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর সঙ্গেই আছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধিও ৷ বুধবার বিকেলে কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা শ্রীনগরে পৌঁছন ৷

শ্রীনগরে স্থানীয় দলীয় নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি রাজ্যে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা করবেন। এরপর বৃহস্পতিবার তাঁরা দু'জনেই জম্মু যাবেন ৷ সেখানে নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাহুল-খাড়গে। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) দু'দলই কৌশলগত 'প্রাক-নির্বাচন জোট' নিয়ে আলোচনায় বসছে ৷ সূত্রের খবর, বিশেষত জম্মুতে দুই দলেরই নজর থকছে ৷ তার কারণ বিজেপি ইতিমধ্যেই দাবি করছে, তারা জম্মুতে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে ৷ কংগ্রেসের দাবি, সেই দিক থেকে রাহুল-খাড়গের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এনসি নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সম্প্রতি জানিয়েছেন, তাঁরা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷ এরই সঙ্গে, জম্মু-কাশ্মীর কংগ্রেসের নয়া সভাপতি তারিক হামিদও জানিয়েছেন, তাঁরা সমমনভাবাপন্য দলগুলির সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত ৷ বিধানসভা ভোটের আগে একটি সম্মানজনক জোট করা হবে বলেও তিনি জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের সাধারণ সম্পাদক, ইনচার্জ এবং স্ক্রিনিং কমিটির সদস্যদের সঙ্গে খাড়গে এবং রাহুল আলোচনা করার পরে এই বৈঠক হয়। দলীয় সূত্রে খবর, 2023 সালের 30 জানুয়ারি রাহুল গান্ধির দেশব্যাপী ভারত জোড়ো যাত্রা শ্রীনগরে শেষ হওয়ার পর থেকে কংগ্রেসের প্রতি সমর্থনের একটি ভিত্তি তৈরি হয়েছে ৷ এআইসিসি নেতা গুলাম আহমেদ মীর বলেন, “জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের প্রবল উপস্থিতি রয়েছে। সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য কোনও দলের সঙ্গে কখনও আপোস করা হবে না। আমাদের শীর্ষ নেতাদের সফর ভোটার এবং কর্মীদের কাছেও অবশ্যই একটি বার্তা পৌঁছে দেবে ৷”

সম্প্রতি লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে এনসি-র জোট ছিল ৷ কিন্তু বিধানসভা নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে, বিজেপিকে পরাজিত করতে এনসি এবং পিডিপি উভয়ের সঙ্গে জোট গঠনের বিষয়ে কিছু কথা বলা হয়েছিল, তবে সেই বিষয়টিও মুলতুবি রয়েছে বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.