ETV Bharat / bharat

অশান্ত মণিপুরের উদ্দেশ্যে রাহুল, পথে বন্যা বিধ্বস্ত অসম পরিদর্শন - Rahul Gandhi - RAHUL GANDHI

Rahul Gandhi: শিলচরে পৌঁছলেন রাহুল গান্ধি ৷ বন্যা বিধ্বস্ত অসমের ত্রাণ শিবিরগুলিতে যাবেন তিনি ৷ সেখানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও লোকজনের সঙ্গে কথা বলবেন ৷ এরপর অশান্ত মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবেন লোকসভার বিরোধী দলনেতা ৷

ETV BHARAT
রাহুল গান্ধি ৷ (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jul 8, 2024, 1:06 PM IST

শিলচর, 8 জুলাই: অশান্ত মণিপুরে পরিদর্শনের আগে অসমে বন্যা বিধ্বস্তদের সঙ্গে দেখা করতে শিলচর পৌঁছালেন রাহুল গান্ধি ৷ তিনি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যায় ঘর হারাদের সঙ্গে কথা বলবেন ৷ এরপর বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে পারেন লোকসভার বিরোধী দলনেতা ৷ সেখান থেকে মণিপুরের জিরিবাম জেলায় যাবেন ৷

2023 সালের মে মাস থেকে দুই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর ৷ লোকসভা নির্বাচনের সময় রাহুল গান্ধি জানিয়েছিলেন, ভোট মিটলে মণিপুরে যাবেন তিনি ৷ ভোট মিটেছে, শপথগ্রহণ শেষ ৷ সংসদে অষ্টদশ লোকসভার অধিবেশনও শুরু হয়ে গিয়েছে ৷ এবার তাঁর প্রতিশ্রুতি পালনের পালা ৷ সেই মতো আজ সকালে দিল্লি থেকে বিমানে অসমের শিলচরে পৌঁছান রাহুল ৷ তবে, শুধু মণিপুর নয় ৷ বর্তমানে বন্যায় বিধ্বস্ত হয়ে রয়েছে অসমের উনিশটি জেলা ৷ ফলে বন্যায় ঘর হারাদের সঙ্গেও দেখা করবেন তিনি ৷

এদিন রাহুল গান্ধির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন অসম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরহা ৷ যেখানে অসমের বন্যার জেরে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতি যাতে সংসদে তুলে ধরেন লোকসভার বিরোধী দলনেতা ৷ বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে যাতে, বাড়তি ত্রাণ ও অন্যান্য সাহায্য কেন্দ্রের তরফে করা হয়, সেই নিয়ে এই স্মারকলিপি জমা দিয়েছে অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ শিলচর থেকে রাহুল কাছার জেলায় যাবেন ৷ সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কথা বলবেন তিনি ৷

সেখান থেকে দুপুরের পর রাহুল সোজা মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ সেখানে প্রথমে জিরিবাম জেলায় যাবেন কংগ্রেস নেতা ৷ সেখানে তাঁর সূচি জানা যায়নি ৷ তবে, আজই জিরিবাম থেকে সোজা শিলচর ফিরবেন ৷ সেখানে রাতে থাকার পর মঙ্গলবার সকালে শিলচর থেকে বিমানে ইম্ফল পৌঁছবেন রাহুল গান্ধি ৷ এটি তাঁর অশান্ত মণিপুরের দ্বিতীয় ও মূল ধাপ হতে চলেছে ৷

শিলচর, 8 জুলাই: অশান্ত মণিপুরে পরিদর্শনের আগে অসমে বন্যা বিধ্বস্তদের সঙ্গে দেখা করতে শিলচর পৌঁছালেন রাহুল গান্ধি ৷ তিনি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যায় ঘর হারাদের সঙ্গে কথা বলবেন ৷ এরপর বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে পারেন লোকসভার বিরোধী দলনেতা ৷ সেখান থেকে মণিপুরের জিরিবাম জেলায় যাবেন ৷

2023 সালের মে মাস থেকে দুই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর ৷ লোকসভা নির্বাচনের সময় রাহুল গান্ধি জানিয়েছিলেন, ভোট মিটলে মণিপুরে যাবেন তিনি ৷ ভোট মিটেছে, শপথগ্রহণ শেষ ৷ সংসদে অষ্টদশ লোকসভার অধিবেশনও শুরু হয়ে গিয়েছে ৷ এবার তাঁর প্রতিশ্রুতি পালনের পালা ৷ সেই মতো আজ সকালে দিল্লি থেকে বিমানে অসমের শিলচরে পৌঁছান রাহুল ৷ তবে, শুধু মণিপুর নয় ৷ বর্তমানে বন্যায় বিধ্বস্ত হয়ে রয়েছে অসমের উনিশটি জেলা ৷ ফলে বন্যায় ঘর হারাদের সঙ্গেও দেখা করবেন তিনি ৷

এদিন রাহুল গান্ধির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন অসম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরহা ৷ যেখানে অসমের বন্যার জেরে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতি যাতে সংসদে তুলে ধরেন লোকসভার বিরোধী দলনেতা ৷ বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে যাতে, বাড়তি ত্রাণ ও অন্যান্য সাহায্য কেন্দ্রের তরফে করা হয়, সেই নিয়ে এই স্মারকলিপি জমা দিয়েছে অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ শিলচর থেকে রাহুল কাছার জেলায় যাবেন ৷ সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কথা বলবেন তিনি ৷

সেখান থেকে দুপুরের পর রাহুল সোজা মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ সেখানে প্রথমে জিরিবাম জেলায় যাবেন কংগ্রেস নেতা ৷ সেখানে তাঁর সূচি জানা যায়নি ৷ তবে, আজই জিরিবাম থেকে সোজা শিলচর ফিরবেন ৷ সেখানে রাতে থাকার পর মঙ্গলবার সকালে শিলচর থেকে বিমানে ইম্ফল পৌঁছবেন রাহুল গান্ধি ৷ এটি তাঁর অশান্ত মণিপুরের দ্বিতীয় ও মূল ধাপ হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.