ETV Bharat / bharat

পোর্শেকাণ্ডে নাবালকের মদ্যপ থাকার প্রমাণ লোপাটে রক্তের নমুনা বদল, শ্রীঘরে মা - Pune Porsche Accident - PUNE PORSCHE ACCIDENT

মহারাষ্ট্রে পোর্শে দুর্ঘটনায় অবিযুক্ত নাবালকের মদ্যপ থাকার প্রমাণ লোপাটে রক্তের নমুনা বদলের অভিযোগ উঠল ৷ এই অভিযোগে নাবালকের মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
পোর্শেকাণ্ডে নাবালকের মা গ্রেফতার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 3:11 PM IST

পুনে, 1 মে: মহারাষ্ট্রে পোর্শে গাড়ি দুর্ঘটনায় জড়িত কিশোরের মাকে গ্রেফতার করল পুলিশ ৷ শনিবার পুলিশের একজন শীর্ষ কর্তা এ কথা জানিয়েছেন ৷ তদন্তে জানা গিয়েছে যে, চিকিৎসকরা নাবালকের রক্তের নমুনা তাঁর মায়ের সঙ্গে অদলবদল করেছেন এবং তা যে হয়েছে সেটা নিশ্চিত করা হয়েছে ৷ পুলিশ ধৃত মহিলাকে সিটি কোর্টে পেশ করবে ৷

শহরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান, দুর্ঘটনার তদন্তে জানা গিয়েছে যে, আহতের ডাক্তাররা তাঁর মায়ের রক্তের নমুনার সঙ্গে কিশোরের রক্তের নমুনা পরিবর্তন করেছেন । এর আগে, পুলিশ বিচার বিভাগীয় আদালতকে বলে যে, দুর্ঘটনায় জড়িত 17 বছর বয়সি ছেলেটির রক্তের নমুনা এক মহিলার সঙ্গে অদলবদল করা হয়েছে ।

অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) সামনে হাজির করা হলে তাকে 5 জুন পর্যন্ত একটি পর্যবেক্ষণ হোমে পাঠানো হয় । তার বাবা এবং ঠাকুরদাকে তাদের পরিবারের গাড়ির চালককে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । দুর্ঘটনার দায় নিতে চালককে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আদালত শুক্রবার নাবালকের বাবা এবং ঠাকুরদাকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷

সাসুন জেনারেল হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান ডা. অজয় ​​তাওয়ার, মেডিক্যাল অফিসার ডা. শ্রীহরি হালনর এবং মর্চুয়ারি সহকারী অতুল ঘটকম্বলেকে পুলিশ গ্রেফতার করেছে । আদালত তাদের 5 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত কিশোক মদ্যপ ছিল না, এটা দেখানোর জন্য নাবালকের রক্তের নমুনা নিয়ে কারসাজি করে তা অদলবদল করা হয়েছিল বলে অভিযোগ ।

পুলিশ জানিয়েছে, ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন (বিএসি) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় ছেলেটির বাবা এবং ডা. তাওয়ারের মধ্যে প্রায় এক ডজন ফোনকল বিনিময় হয় । মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ বলেন, "পুনে দুর্ঘটনার রাতে ডা. অজয় ​​তাওয়ার ছুটিতে ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ তিনি একজনের কাছ থেকে ফোন পান । এরপর তিনি 3 লাখ টাকা গ্রহণ করেন এবং রক্তের নমুনা বদলে দিতে বলেন ডা. হালনরকে ৷ এটা একেবারেই অন্যায় ।"

জেজেবি পুলিশকে নাবালকের তদন্ত করার অনুমতি দেওয়ার পরে সিটি পুলিশ কিশোরের বাবাকে হেফাজতে চেয়েছিল ৷ তাঁকে প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় । জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে, একজন নাবালককে বাবা-মায়ের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ।

19 মে কল্যাণী নগরে দু'জন আইটি কর্মীকে একটি পোর্শে পিষে দেয় ৷ গাড়ি থেকে নাবালক চালককে হাতেনাতে ধরে ফেলেন পথচারীরা ৷ তাঁকে মদ্যপ দেখে মারধরও করা হয় ৷ দুর্ঘটনার পরে তার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ বাইককে ধাক্কা দেওয়ার সময় নাবালক মদ্যপ ছিলেন বলে তদন্তে উঠে আসে ৷

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরই নাবালক জামিন পেতে সক্ষম হয় । একজন জেজেবি সদস্য অভিযুক্ত নাবালককে সড়ক নিরাপত্তার উপর একটি 300-শব্দের প্রবন্ধ লিখতে নির্দেশ দেন, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে । পুলিশ জামিনের পুনর্বিবেচনা চেয়ে নতুন আবেদন পেশ করে । এরপর সেই আবেদন গৃহীত হলে জেজেবি তার নির্দেশ করে জানায়, নাবালককে 5 জুন পর্যন্ত একটি পর্যবেক্ষণ হোমে পাঠানো হয়েছে ৷ মহারাষ্ট্র সরকার জেজেবি-র রাজ্য-নিযুক্ত সদস্যদের আচরণের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ৷

পুনে, 1 মে: মহারাষ্ট্রে পোর্শে গাড়ি দুর্ঘটনায় জড়িত কিশোরের মাকে গ্রেফতার করল পুলিশ ৷ শনিবার পুলিশের একজন শীর্ষ কর্তা এ কথা জানিয়েছেন ৷ তদন্তে জানা গিয়েছে যে, চিকিৎসকরা নাবালকের রক্তের নমুনা তাঁর মায়ের সঙ্গে অদলবদল করেছেন এবং তা যে হয়েছে সেটা নিশ্চিত করা হয়েছে ৷ পুলিশ ধৃত মহিলাকে সিটি কোর্টে পেশ করবে ৷

শহরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান, দুর্ঘটনার তদন্তে জানা গিয়েছে যে, আহতের ডাক্তাররা তাঁর মায়ের রক্তের নমুনার সঙ্গে কিশোরের রক্তের নমুনা পরিবর্তন করেছেন । এর আগে, পুলিশ বিচার বিভাগীয় আদালতকে বলে যে, দুর্ঘটনায় জড়িত 17 বছর বয়সি ছেলেটির রক্তের নমুনা এক মহিলার সঙ্গে অদলবদল করা হয়েছে ।

অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) সামনে হাজির করা হলে তাকে 5 জুন পর্যন্ত একটি পর্যবেক্ষণ হোমে পাঠানো হয় । তার বাবা এবং ঠাকুরদাকে তাদের পরিবারের গাড়ির চালককে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । দুর্ঘটনার দায় নিতে চালককে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আদালত শুক্রবার নাবালকের বাবা এবং ঠাকুরদাকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷

সাসুন জেনারেল হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান ডা. অজয় ​​তাওয়ার, মেডিক্যাল অফিসার ডা. শ্রীহরি হালনর এবং মর্চুয়ারি সহকারী অতুল ঘটকম্বলেকে পুলিশ গ্রেফতার করেছে । আদালত তাদের 5 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত কিশোক মদ্যপ ছিল না, এটা দেখানোর জন্য নাবালকের রক্তের নমুনা নিয়ে কারসাজি করে তা অদলবদল করা হয়েছিল বলে অভিযোগ ।

পুলিশ জানিয়েছে, ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন (বিএসি) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় ছেলেটির বাবা এবং ডা. তাওয়ারের মধ্যে প্রায় এক ডজন ফোনকল বিনিময় হয় । মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ বলেন, "পুনে দুর্ঘটনার রাতে ডা. অজয় ​​তাওয়ার ছুটিতে ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ তিনি একজনের কাছ থেকে ফোন পান । এরপর তিনি 3 লাখ টাকা গ্রহণ করেন এবং রক্তের নমুনা বদলে দিতে বলেন ডা. হালনরকে ৷ এটা একেবারেই অন্যায় ।"

জেজেবি পুলিশকে নাবালকের তদন্ত করার অনুমতি দেওয়ার পরে সিটি পুলিশ কিশোরের বাবাকে হেফাজতে চেয়েছিল ৷ তাঁকে প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় । জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে, একজন নাবালককে বাবা-মায়ের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ।

19 মে কল্যাণী নগরে দু'জন আইটি কর্মীকে একটি পোর্শে পিষে দেয় ৷ গাড়ি থেকে নাবালক চালককে হাতেনাতে ধরে ফেলেন পথচারীরা ৷ তাঁকে মদ্যপ দেখে মারধরও করা হয় ৷ দুর্ঘটনার পরে তার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ বাইককে ধাক্কা দেওয়ার সময় নাবালক মদ্যপ ছিলেন বলে তদন্তে উঠে আসে ৷

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরই নাবালক জামিন পেতে সক্ষম হয় । একজন জেজেবি সদস্য অভিযুক্ত নাবালককে সড়ক নিরাপত্তার উপর একটি 300-শব্দের প্রবন্ধ লিখতে নির্দেশ দেন, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে । পুলিশ জামিনের পুনর্বিবেচনা চেয়ে নতুন আবেদন পেশ করে । এরপর সেই আবেদন গৃহীত হলে জেজেবি তার নির্দেশ করে জানায়, নাবালককে 5 জুন পর্যন্ত একটি পর্যবেক্ষণ হোমে পাঠানো হয়েছে ৷ মহারাষ্ট্র সরকার জেজেবি-র রাজ্য-নিযুক্ত সদস্যদের আচরণের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.