ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, শুভেচ্ছা রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতির - PM Narendra Modi Birthday - PM NARENDRA MODI BIRTHDAY

PM Narendra Modi Birthday: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 75তম জন্মদিন ৷ এই দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তাঁদের পাশাপাশি সোশাল মিডিয়ায় মোদির ভূয়সী প্রশংসা করেছেন ওড়িশা থেকে বিহারের মুখ্যমন্ত্রীরা ৷

Narendra Modi Birthday
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 75তম জন্মদিন আজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 12:26 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিন 75তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায়ও ট্রেন্ডিং নরেন্দ্র মোদির জন্মদিন ৷

1950 সালে 17 সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ জন্মদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছে ।

সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি মুর্মু লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা । আপনার ব্যক্তিত্ব এবং কাজের শক্তি দিয়ে আপনি দেশকে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং দেশের সমৃদ্ধি ও মর্যাদা বৃদ্ধি করেছেন ৷ আপনার উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করে । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, আপনি দীর্ঘজীবী হন এবং সর্বদা সুস্থ ও সুখী থাকুন ৷"

নরেন্দ্র মোদি চলতি বছরের 9 জুন তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন । তারপরে এটা তাঁর প্রথম জন্মদিন ৷ আজকের দিনে মোদিকে শুভেচ্ছা জানিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি ৷ দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় এবং এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে আপনি ভারতের সাংস্কৃতিক মূল্যবোধকে উদ্দীপিত করেছেন, এর সভ্যতাগত নীতিকে লালন করেছেন এবং দৃঢ়ভাবে এটিকে 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । নতুন অন্তর্দৃষ্টি এবং দৃঢ় ইচ্ছার সঙ্গে আপনি আগামী বহু বছর ধরে ভারতকে নেতৃত্ব দিতে থাকুন ! আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাকে শক্তি দিন এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন,"তাঁর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং যিনি ভারতকে গৌরবময় করেছেন, বিশ্বে একটি নতুন খ্যাতি এনে দিয়েছেন, এমন জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ ঈশ্বরের কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ।"

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধানমন্ত্রী মোদিকে তাঁর 75তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা । তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ।"

বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি লিখেছেন, "দেশের সফল প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধেয় কর্মযোগী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি তাঁর জন্মদিনে ওড়িশা সফর করবেন । এই শুভ দিনে তাঁর আশীর্বাদে ওড়িশার মাতৃশক্তির জন্য সুভদ্রা যোজনা চালু হতে চলেছে । তাঁর জন্মদিনে ওড়িশার মহিলাদের ক্ষমতায়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপহার হবে । এর জন্য রাজ্যের মাতৃশক্তি তথা সমগ্র রাজ্যের জনগণের পক্ষ থেকে আমি তাঁর কাছে কৃতজ্ঞ।"

ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকও তাঁর শিল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে বালুর ভাস্কর্য তৈরি করেছেন ৷ যাতে ব্যবহার করা হয়েছে 2500 প্রদীপ ৷ সুদর্শন পট্টনায়েক সোশাল মিডিয়ায় লিখেছেন, "মহাপ্রভুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক এবং আপনার বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হোক । শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি । জয় জগন্নাথ !"

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিন 75তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায়ও ট্রেন্ডিং নরেন্দ্র মোদির জন্মদিন ৷

1950 সালে 17 সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ জন্মদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছে ।

সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি মুর্মু লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা । আপনার ব্যক্তিত্ব এবং কাজের শক্তি দিয়ে আপনি দেশকে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং দেশের সমৃদ্ধি ও মর্যাদা বৃদ্ধি করেছেন ৷ আপনার উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করে । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, আপনি দীর্ঘজীবী হন এবং সর্বদা সুস্থ ও সুখী থাকুন ৷"

নরেন্দ্র মোদি চলতি বছরের 9 জুন তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন । তারপরে এটা তাঁর প্রথম জন্মদিন ৷ আজকের দিনে মোদিকে শুভেচ্ছা জানিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি ৷ দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় এবং এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে আপনি ভারতের সাংস্কৃতিক মূল্যবোধকে উদ্দীপিত করেছেন, এর সভ্যতাগত নীতিকে লালন করেছেন এবং দৃঢ়ভাবে এটিকে 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । নতুন অন্তর্দৃষ্টি এবং দৃঢ় ইচ্ছার সঙ্গে আপনি আগামী বহু বছর ধরে ভারতকে নেতৃত্ব দিতে থাকুন ! আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাকে শক্তি দিন এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন,"তাঁর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং যিনি ভারতকে গৌরবময় করেছেন, বিশ্বে একটি নতুন খ্যাতি এনে দিয়েছেন, এমন জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ ঈশ্বরের কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ।"

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধানমন্ত্রী মোদিকে তাঁর 75তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা । তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ।"

বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি লিখেছেন, "দেশের সফল প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধেয় কর্মযোগী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি তাঁর জন্মদিনে ওড়িশা সফর করবেন । এই শুভ দিনে তাঁর আশীর্বাদে ওড়িশার মাতৃশক্তির জন্য সুভদ্রা যোজনা চালু হতে চলেছে । তাঁর জন্মদিনে ওড়িশার মহিলাদের ক্ষমতায়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপহার হবে । এর জন্য রাজ্যের মাতৃশক্তি তথা সমগ্র রাজ্যের জনগণের পক্ষ থেকে আমি তাঁর কাছে কৃতজ্ঞ।"

ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকও তাঁর শিল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে বালুর ভাস্কর্য তৈরি করেছেন ৷ যাতে ব্যবহার করা হয়েছে 2500 প্রদীপ ৷ সুদর্শন পট্টনায়েক সোশাল মিডিয়ায় লিখেছেন, "মহাপ্রভুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক এবং আপনার বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হোক । শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি । জয় জগন্নাথ !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.