ETV Bharat / bharat

পুরীর সমুদ্রতটে রণতরীর প্রদর্শনী দেখতে আমন্ত্রিত প্রভু জগন্নাথ - LORD JAGANNATH

পুরীর শ্রীমন্দিরে ভগবান জগন্নাথকে নৌসৈনা দিবস উদযাপনের জন্য প্রথম আমন্ত্রণ জানাল ।

President Murmu to Grace Navy Day at Puri
যুদ্ধ জাহাজের প্রদর্শনী দেখতে আমন্ত্রিত প্রভু জগন্নাথ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 4:48 PM IST

Updated : Nov 30, 2024, 5:31 PM IST

পুরী, 30 নভেম্বর: পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে 4 ডিসেম্বর নৌসৈনা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে জোরকদমে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এবার নৌ-বাহিনীর সেই অনুষ্ঠানেই অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন জগন্নাথ দেবও ৷ অনুষ্ঠানটি নৌসৈনার শক্তি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওড়িশার ঐতিহ্যেরও প্রদর্শন হবে ৷ এই অনুষ্ঠানে রীতিমতো কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হল প্রভু জগন্নাথকে।

নৌ-বাহিনীর 15 টিরও বেশি যুদ্ধজাহাজ, 20টি বিমান এবং হেলিকপ্টার-সহ চারটি যুদ্ধ ট্যাঙ্ক ইতিমধ্যেই পুরী উপকূলে পৌঁছে গিয়েছে। 1 ডিসেম্বরের মধ্যে 25টি যুদ্ধজাহাজ এবং 40টি বিমান পৌঁছে যাবে ৷ মূল ইভেন্টের মঞ্চে লেজার শো, নেভি ব্যান্ড কনসার্ট এবং মার্কোস কমান্ডো এবং প্যারাসুট দলের সামরিক অনুশীলনও থাকবে।

নৌ-বাহিনীর শীর্ষ আধিকারিকরা আয়োজনের তত্ত্বাবধান করছেন ৷ অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রী এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে ৷ নিরাপত্তার জন্য পুরী এবং ভুবনেশ্বর জুড়ে সিসিটিভি কভারেজ এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নৌসৈনার তরফে মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথকে প্রথম আমন্ত্রণ জানানো হয় ৷ কমান্ডিং অফিসার প্রদীপ প্যাটেল ওড়িয়া ঐতিহ্যকে মাথায় রেখে সুপারি, নারকেল এবং চাল-সহ আমন্ত্রণের কার্ড মন্দিরে দিয়ে আসেন ৷ ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে, শ্রীমন্দির সেবায়ত গৌরহরি প্রধান জানান, মহাপ্রভুর সর্বদা আশীর্বাদ পেতে এবং সাফল্য নিশ্চিত করার জন্য শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তিনি বলেন, "আমাদের ঐতিহ্য অনুসারে, মন্দিরে উপস্থিত সেবায়েতরা, ভক্তদের দেওয়া আমন্ত্রণপত্রটি দেবতার কাছে রাখেন এবং আমন্ত্রণপত্রটি পড়েন। বিশ্বাস করা হয় যে, যিনি প্রভুর কৃপা কামনা করেন, তিনি সফলতা অর্জন করেন। নৌসৈনা দিবসের কর্মসূচি অবশ্যই সফলভাবে অনুষ্ঠিত হবে ৷”

শ্রীমন্দির সুয়ার মহাসুয়ার নিয়োগের সম্পাদক নারায়ণ মহাসুয়ার বলেন, "রাষ্ট্রপতি সকাল সাড়ে 10টা থেকে 11টার মধ্যে মন্দির পরিদর্শন করবেন। কোনও সেবক মন্দিরের গর্ভগৃহে যেতে পারবেন না। তবে রাষ্ট্রপতির জন্য মহাপ্রসাদের প্রস্তুতির বিষয়ে আমরা প্রশাসনের কাছ থেকে কোনও তথ্য পায়নি। কোনও নির্দেশ পেলে, আমরা অবশ্যই ব্যবস্থা করব ৷” রাষ্ট্রপতির পরিদর্শনের পরে, ভক্তদের মন্দির দর্শনের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

পুরী, 30 নভেম্বর: পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে 4 ডিসেম্বর নৌসৈনা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে জোরকদমে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এবার নৌ-বাহিনীর সেই অনুষ্ঠানেই অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন জগন্নাথ দেবও ৷ অনুষ্ঠানটি নৌসৈনার শক্তি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওড়িশার ঐতিহ্যেরও প্রদর্শন হবে ৷ এই অনুষ্ঠানে রীতিমতো কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হল প্রভু জগন্নাথকে।

নৌ-বাহিনীর 15 টিরও বেশি যুদ্ধজাহাজ, 20টি বিমান এবং হেলিকপ্টার-সহ চারটি যুদ্ধ ট্যাঙ্ক ইতিমধ্যেই পুরী উপকূলে পৌঁছে গিয়েছে। 1 ডিসেম্বরের মধ্যে 25টি যুদ্ধজাহাজ এবং 40টি বিমান পৌঁছে যাবে ৷ মূল ইভেন্টের মঞ্চে লেজার শো, নেভি ব্যান্ড কনসার্ট এবং মার্কোস কমান্ডো এবং প্যারাসুট দলের সামরিক অনুশীলনও থাকবে।

নৌ-বাহিনীর শীর্ষ আধিকারিকরা আয়োজনের তত্ত্বাবধান করছেন ৷ অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রী এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে ৷ নিরাপত্তার জন্য পুরী এবং ভুবনেশ্বর জুড়ে সিসিটিভি কভারেজ এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নৌসৈনার তরফে মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথকে প্রথম আমন্ত্রণ জানানো হয় ৷ কমান্ডিং অফিসার প্রদীপ প্যাটেল ওড়িয়া ঐতিহ্যকে মাথায় রেখে সুপারি, নারকেল এবং চাল-সহ আমন্ত্রণের কার্ড মন্দিরে দিয়ে আসেন ৷ ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে, শ্রীমন্দির সেবায়ত গৌরহরি প্রধান জানান, মহাপ্রভুর সর্বদা আশীর্বাদ পেতে এবং সাফল্য নিশ্চিত করার জন্য শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তিনি বলেন, "আমাদের ঐতিহ্য অনুসারে, মন্দিরে উপস্থিত সেবায়েতরা, ভক্তদের দেওয়া আমন্ত্রণপত্রটি দেবতার কাছে রাখেন এবং আমন্ত্রণপত্রটি পড়েন। বিশ্বাস করা হয় যে, যিনি প্রভুর কৃপা কামনা করেন, তিনি সফলতা অর্জন করেন। নৌসৈনা দিবসের কর্মসূচি অবশ্যই সফলভাবে অনুষ্ঠিত হবে ৷”

শ্রীমন্দির সুয়ার মহাসুয়ার নিয়োগের সম্পাদক নারায়ণ মহাসুয়ার বলেন, "রাষ্ট্রপতি সকাল সাড়ে 10টা থেকে 11টার মধ্যে মন্দির পরিদর্শন করবেন। কোনও সেবক মন্দিরের গর্ভগৃহে যেতে পারবেন না। তবে রাষ্ট্রপতির জন্য মহাপ্রসাদের প্রস্তুতির বিষয়ে আমরা প্রশাসনের কাছ থেকে কোনও তথ্য পায়নি। কোনও নির্দেশ পেলে, আমরা অবশ্যই ব্যবস্থা করব ৷” রাষ্ট্রপতির পরিদর্শনের পরে, ভক্তদের মন্দির দর্শনের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Nov 30, 2024, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.