নয়াদিল্লি, 30 এপ্রিল: কর্ণাটকের হাসান লোকসভা আসনের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যৌন নির্যাতনের তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন ৷ মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও এই মামলার বিষয়ে কর্ণাটক পুলিশকে চিঠি পাঠিয়েছেন ৷ যারা এই যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। তিনি বলেন, "নারীর অধিকার ও তাদের মর্যাদা বজায় রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ৷" গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এনসিডব্লিউ এই বিষয়ে কর্ণাটক পুলিশের কাছে তিন দিনের মধ্যে রিপোর্টও চেয়েছে। কর্ণাটকের ডিজিপিকে লেখা চিঠিতে, এনসিডব্লিউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বেশ কয়েকটি স্পষ্ট ভিডিয়ো ক্লিপ প্রচারের পরে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে ৷ রেভান্নাকে একাধিক মহিলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে জড়িত দেখানো হয়েছে সেই ভিডিয়োয়।
কমিশন আরও অভিযুক্তদের গ্রেফতারের জন্য দ্রুত এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছে, যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এনসিডব্লু একটি বিবৃতিতে জানিয়েছে, "কমিশন এই ধরনের কাজের তীব্র নিন্দা করে ৷ পরিস্থিতি দেখে গভীরভাবে উদ্বিগ্ন ! এই জাতিয় ঘটনাগুলি মহিলাদের সুরক্ষা এবং মর্যাদাহানীর পাশাপাশি অসম্মান ও হিংসার সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রেও অবদান রাখে ৷" কমিশন আরও জানিয়েছে, "এই উদ্বেগজনক ঘটনাগুলি জাতীয় মহিলা কমিশন অভিযুক্ত ব্যক্তি, প্রজ্জ্বল রেভান্নাকে দ্রুত গ্রেফতার করতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে । এই অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতীয় মহিলা কমিশন দ্রুত এই বিষয়টিতে গৃহিত ব্যবস্থাগুলির বিস্তারিত রূপরেখা চেয়ে একটি বিশদ প্রতিবেদন তাদের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।"
মহিলাদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে এই ধরনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের গুরুত্বের উপর জোর দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, "কমিশন এই ঘটনার তীব্র নিন্দা করে এবং এর ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।"
আরও পড়ুন
কয়েকশো মহিলার যৌন নির্যাতন সাংসদের ! মোদির নীরবতায় তোপ প্রিয়াঙ্কার
রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে গলা কেটে চিকিৎসক ও স্ত্রী'কে খুন দুষ্কৃতীদের