নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: দিল্লিবাসীর জন্য সুখবর ৷ অক্টোবরের মধ্যেই রাজধানী শহরের রাস্তাগুলিতে বড়সড় মেকওভার হতে চলেছে ৷ সোমবার একথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ৷ তিনি বলেন যে, আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকার ভাঙা ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সারিয়ে দীপাবলির মধ্যে শহরকে গর্তমুক্ত করবে ।
দিল্লির সচিবালয়ে মন্ত্রী ও পিডব্লিউডি আধিকারিকদের নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠকের পরদিনই অতীশির নেতৃত্বে সোমবার শহরজুড়ে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন দিল্লির মন্ত্রীরা । এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি দেখেছেন এনএসআইসি ওখলা, মোদি মিল ফ্লাইওভার, চিরাগ দিল্লি, তুঘলাকাবাদ, মথুরা রোড, আশ্রম চক এবং এর আন্ডারপাসের রাস্তাগুলির জরাজীর্ণ অবস্থা । তিনি বলেন, এসব সড়কে গর্তের কারণে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে ।
#WATCH Delhi Minister Gopal Rai inspected the condition of roads in Delhi's Babarpur area.
— ANI (@ANI) September 30, 2024
He says, " after the rains in delhi, potholes have formed on the roads everywhere. ever since they put arvind kejriwal in jail, the condition of delhi's roads has worsened.... we… pic.twitter.com/UH5Eox6h9C
রবিবার মন্ত্রীদের বিধায়ক ও বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে দিল্লিতে 1400 কিলোমিটার পিডব্লিউডি-র রাস্তা পরিদর্শন করতে বলেছিলেন অতিশী ৷ পাশাপাশি যেখানে প্রয়োজন, সেখানে রাস্তাগুলি পুনর্নির্মাণ ও প্যাচিং-ও শুরু করতে বলেছিলেন তিনি ।
একটি সাংবাদিক সম্মেলনে অতিশী বলেন যে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি বিভিন্ন জায়গায় দিল্লির রাস্তা পরিদর্শন করেছেন এবং রাস্তা মেরামতের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন । এর পরই দিল্লি সচিবালয়ে সমস্ত মন্ত্রী এবং পিডব্লিউডি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন অতিশী ৷
#WATCH | Delhi Minister Saurabh Bharadwaj says, " ... this year, owing to a long monsoon, many roads of delhi had developed potholes and had broken down. we are all set to renovate and restore all the roads on war footing. i and manish sisodia have inspected pwd roads in… https://t.co/OWpny7IYl0 pic.twitter.com/U60lkM10k0
— ANI (@ANI) September 30, 2024
মন্ত্রীদের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে
অতিশী বলেন যে, তিনি নিজে ময়দানে নেমে কাজ করবেন ৷ তিনি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব জেলাগুলির দায়িত্ব নিয়েছেন ।
সৌরভ ভরদ্বাজ ও গোপাল রাইকে পূর্ব এবং উত্তর পূর্ব দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে ৷
কৈলাশ গেহলট পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিল্লির রাস্তাগুলির তদারক করবেন ৷
ইমরান হুসেন মধ্য এবং নয়াদিল্লির রাস্তাগুলি পরিদর্শন করবেন
মন্ত্রী মুকেশ আহলাওয়াত উত্তর ও উত্তর পশ্চিম দিল্লির রাস্তাগুলির দায়িত্ব নিয়েছেন ।
#WATCH दिल्ली: दिल्ली की मुख्यमंत्री आतिशी ने विभिन्न जगहों में सड़कों की स्थिति का निरीक्षण किया। वीडियो ओखला औद्योगिक क्षेत्र से है। pic.twitter.com/wKkJh5t0O0
— ANI_HindiNews (@AHindinews) September 30, 2024