ছাপড়া, 21 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন শেষ হতে না হতেই ভোট পরবর্তী হিংসা বিহারে ৷ মঙ্গলবার দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে ৷ চলল গোলাগুলি ৷ ঘটনায় মৃত 1 ও আহত 2 ৷ মৃত যুবকের নাম চন্দন যাদব ৷ আহত দুই হলেন মনোজ যাদব ও গুড্ডু যাদব ৷ ছাপড়ার ভিখারি চকের ঘটনা ৷ পরিবারের সদস্যদের দাবি, এদিন সকালে চন্দন কাজে যাচ্ছিল ৷ সেই সময়েই গুলি চালানোর ঘটনা ঘটে ৷ তখন তাঁকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার । উত্তেজনার খবর পেয়েই মারহাউড়ার আরজেডি বিধায়ক জিতেন্দ্র রাইও ছাপড়া সদর হাসপাতালে পৌঁছন ৷ মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷
এদিকে ওই যুবকের মৃত্য়ুর পরই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন পরিবারের সদস্যরা ৷ স্থানীয় লোকজনরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ স্থানীয় বিজেপি নেতা রমাকান্ত সোলাঙ্কির বিরুদ্ধে স্লোগান দেন ৷ এলাকাবাসীর অভিযোগ বিজেপি নেতাদের প্ররোচনাতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্য়েই বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
ঘটনা প্রসঙ্গেই এসপি গৌরব মঙ্গলা বলেন, "গতকাল বিজেপি ও আরজেডি কর্মীদের মধ্যে অশান্তি হয়। তার জেরে আজ সকালে গুলি চালনার ঘটনা ঘটে । ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন ৷ যার মধ্যে একজনের মৃত্যুও হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার সূত্রপাত সোমবার ৷ এদিন ভোট চলাকালীন সন্ধেয় ভিখারি ঠাকুর চকের 118 নম্বর ভোটকেন্দ্রে যান আরজেডি প্রার্থী রোহিণী আচার্য। যেখানে লোকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন রোহিণী। তবে পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে চলে যায় রোহিণী। এরপরই অশান্তি শুরু হয় ৷ সরণে লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডি এবং আরজেডি প্রার্থী রোহিণী আচার্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। রুডি 2014 এবং 2019 সালের নির্বাচনে জিতেছেন। রোহিণী আরজেডি সভাপতি লালু যাদবের মেয়ে। সে সিঙ্গাপুরে থাকে।
আরও পড়ুন: