ETV Bharat / bharat

ঘোড়াকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যোগীর কনভয়, জখম 15 - Yogi Adityanath

Yogi Adityanath: যোগী আদিত্যনাথের কনভয়ের একটি পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল ৷ এই ঘটনায় আহত হয়েছেন 15 জন ৷ তাঁদের মধ্যে পাঁচজন পুলিশকর্মীও রয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Feb 25, 2024, 9:30 AM IST

Updated : Feb 25, 2024, 9:49 AM IST

লখনউ, 24 ফেব্রুয়ারি: দুর্ঘটনার কবলে পড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের জিপ ৷ আহত হয়েছেন 5 জন পুলিশকর্মী-সহ 15 জন ৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ একটি ঘোড়াকে এড়াতে গিয়ে দ্রুতগতির পুলিশের গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার সময় আদিত্যনাথ ওই কনভয়ে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ সামনে আসা একটি প্রাণীকে এড়াতে গিয়ে দ্রুতগামী জিপটি রাস্তার ধারে পার্ক করা দুটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে । পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় পুলিশের জিপটি অশ্বারোহী বাহিনী থেকে অন্তত এক কিলোমিটার এগিয়ে ছিল ।

লখনউ পুলিশের কমিশনার এসবি শোরদকর সংবাদসংস্থা পিটিআই-কে বলেছে "শনিবার সন্ধ্যায় অর্জুনগঞ্জ বাজার এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে থাকা একটি পুলিশ জিপ দুর্ঘটনার কবলে পড়েছে । এই দুর্ঘটনায় 15 জন আহত হয়েছেন ৷" আহতদের মধ্যে রয়েছেন পুলিশের জিপে থাকা পাঁচজন এবং ধাক্কা লেগে থাকা অন্য দুটি গাড়িতে থাকা 10 জন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন যে, বিপথগামী প্রাণীদের সমস্যা উত্তরপ্রদেশের 'বিপজ্জনক সত্য' হয়ে উঠেছে । নিজের এক্স হ্যান্ডেলে অখিলেশ লেখেন, "বিপথগামী পশুদের সমস্যাকে গুরুত্ব না দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীর গাড়িবহর আজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে । অনেক লোক আহত হয়েছেন । (এটি) দুঃখজনকের পাশাপাশি উদ্বেগজনকও ৷ এটি মানুষের জীবনের প্রশ্ন । এই ঘটনা থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. যোগীর উত্তরপ্রদেশ হলে শাহাজান-শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত, তোপ সুকান্তর
  2. মন্দিরের উদ্বোধনের সঙ্গে রাম রাজ্যের সূচনা হল, মন্তব্য যোগী আদিত্যনাথের
  3. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর

লখনউ, 24 ফেব্রুয়ারি: দুর্ঘটনার কবলে পড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের জিপ ৷ আহত হয়েছেন 5 জন পুলিশকর্মী-সহ 15 জন ৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ একটি ঘোড়াকে এড়াতে গিয়ে দ্রুতগতির পুলিশের গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার সময় আদিত্যনাথ ওই কনভয়ে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ সামনে আসা একটি প্রাণীকে এড়াতে গিয়ে দ্রুতগামী জিপটি রাস্তার ধারে পার্ক করা দুটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে । পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় পুলিশের জিপটি অশ্বারোহী বাহিনী থেকে অন্তত এক কিলোমিটার এগিয়ে ছিল ।

লখনউ পুলিশের কমিশনার এসবি শোরদকর সংবাদসংস্থা পিটিআই-কে বলেছে "শনিবার সন্ধ্যায় অর্জুনগঞ্জ বাজার এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে থাকা একটি পুলিশ জিপ দুর্ঘটনার কবলে পড়েছে । এই দুর্ঘটনায় 15 জন আহত হয়েছেন ৷" আহতদের মধ্যে রয়েছেন পুলিশের জিপে থাকা পাঁচজন এবং ধাক্কা লেগে থাকা অন্য দুটি গাড়িতে থাকা 10 জন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন যে, বিপথগামী প্রাণীদের সমস্যা উত্তরপ্রদেশের 'বিপজ্জনক সত্য' হয়ে উঠেছে । নিজের এক্স হ্যান্ডেলে অখিলেশ লেখেন, "বিপথগামী পশুদের সমস্যাকে গুরুত্ব না দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীর গাড়িবহর আজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে । অনেক লোক আহত হয়েছেন । (এটি) দুঃখজনকের পাশাপাশি উদ্বেগজনকও ৷ এটি মানুষের জীবনের প্রশ্ন । এই ঘটনা থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. যোগীর উত্তরপ্রদেশ হলে শাহাজান-শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত, তোপ সুকান্তর
  2. মন্দিরের উদ্বোধনের সঙ্গে রাম রাজ্যের সূচনা হল, মন্তব্য যোগী আদিত্যনাথের
  3. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
Last Updated : Feb 25, 2024, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.