লখনউ, 24 ফেব্রুয়ারি: দুর্ঘটনার কবলে পড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের জিপ ৷ আহত হয়েছেন 5 জন পুলিশকর্মী-সহ 15 জন ৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ একটি ঘোড়াকে এড়াতে গিয়ে দ্রুতগতির পুলিশের গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার সময় আদিত্যনাথ ওই কনভয়ে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ সামনে আসা একটি প্রাণীকে এড়াতে গিয়ে দ্রুতগামী জিপটি রাস্তার ধারে পার্ক করা দুটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে । পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় পুলিশের জিপটি অশ্বারোহী বাহিনী থেকে অন্তত এক কিলোমিটার এগিয়ে ছিল ।
লখনউ পুলিশের কমিশনার এসবি শোরদকর সংবাদসংস্থা পিটিআই-কে বলেছে "শনিবার সন্ধ্যায় অর্জুনগঞ্জ বাজার এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে থাকা একটি পুলিশ জিপ দুর্ঘটনার কবলে পড়েছে । এই দুর্ঘটনায় 15 জন আহত হয়েছেন ৷" আহতদের মধ্যে রয়েছেন পুলিশের জিপে থাকা পাঁচজন এবং ধাক্কা লেগে থাকা অন্য দুটি গাড়িতে থাকা 10 জন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন যে, বিপথগামী প্রাণীদের সমস্যা উত্তরপ্রদেশের 'বিপজ্জনক সত্য' হয়ে উঠেছে । নিজের এক্স হ্যান্ডেলে অখিলেশ লেখেন, "বিপথগামী পশুদের সমস্যাকে গুরুত্ব না দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীর গাড়িবহর আজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে । অনেক লোক আহত হয়েছেন । (এটি) দুঃখজনকের পাশাপাশি উদ্বেগজনকও ৷ এটি মানুষের জীবনের প্রশ্ন । এই ঘটনা থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত ৷" (পিটিআই)
আরও পড়ুন: