মুম্বই, 13 অক্টোবর: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদরারা ৷ শনিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বাবা সিদ্দিকী ৷ রবিবার পুলিশ জানিয়েছে, সোশাল মিডিয়ার যে পোস্টে এই মৃত্যুর দায়ভার স্বীকার করা হয়েছে, তা সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কি না, সেই দাবি খতিয়ে দেখা হচ্ছে ৷
এদিকে এদিন দুপুরে এই খুনের ঘটনায় দুই অভিযুক্ত গুরমাইল সিং এবং ধরমরাজ কাশ্যপকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ তাঁদের স্থানীয় এসপ্ল্যানেড কোর্টে পেশ করা হয় ৷ গতকাল দেশজুড়ে দশেরা পালিত হচ্ছিল ৷ এদিন রাতে মহারাষ্ট্রের বান্দ্রার খায়ের নগরে প্রাক্তন মন্ত্রী সিদ্দিকী তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন ৷ তখন তিন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকী ৷ তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় সংক্রান্ত একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এই খুনের দায়ভার স্বীকার করে নিয়েছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টটি দেখেছি ৷ এটা আদৌ সত্যি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"
ওই পোস্টটি করেছেন শুবু লোনকর নামের এক ব্যক্তি । তিনি দাবি করেন, "আমি যেটা ঠিক বুঝেছি, সেটাই করেছি ৷ বন্ধুত্বের দায়কে সম্মান জানিয়েছি ৷ সলমন খান, আমরা এই যুদ্ধটা চাইনি ৷ আমাদের ভাই প্রাণ হারিয়েছেন ৷ এটা আপনি বাধ্য করেছেন ৷ তাঁর মৃত্যুর কারণ দাউদ এবং অনুজ থাপানের সঙ্গে বলিউডের যোগাযোগ, রাজনীতি এবং সম্পত্তির কেনাবেচা ৷"
তিনি আরও জানান, "কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই ৷ কিন্তু যে সলমন খান অথবা দাউদ গ্যাংকে সাহায্য করবে, সে যেন প্রস্তুত থাকে ৷ আমাদের কোনও ভাইয়ের মৃত্যু হলে আমরাও নিশ্চিতভাবে তার উত্তর দেব ৷ আমরা কিন্তু কখনও প্রথম আঘাত হানি না ৷"
বাবা সিদ্দিকী মুম্বইয়ের একজন জনপ্রিয় নেতা ছিলেন ৷ শুধু রাজনীতি নয়, বলিউডের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ৷ সলমন খান, শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের মতো প্রথম সারির নেতাদের সঙ্গে এনসিপি নেতার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল বলেই শোনা যায় ৷
চলতি বছরে 14 এপ্রিল সকালে সলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনা ঘটে ৷ তাতে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাবা সিদ্দিকীর খুনের ঘটনার পর সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷