ETV Bharat / bharat

যৌন হেনস্তার অভিযোগে পকসো আইনে মামলা, আগাম জামিন চেয়ে আদালতে ইয়েদুরাপ্পা - POCSO Case Against Yediyurappa - POCSO CASE AGAINST YEDIYURAPPA

POCSO Case Against Yediyurappa: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ পকসো আইনে মামলা রুজু হয়েছে ৷ তদন্ত করছে সিআইডি ৷ সেই মামলায় আগাম জামিন চেয়ে কর্ণাটক হাইকোর্টে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন ইয়েদুরাপ্পা ৷

BS YEDIYURAPPA
বিএস ইয়েদুরাপ্পা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 2:19 PM IST

বেঙ্গালুরু, 13 জুন: আগাম জামিনের জন্য কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা ৷ তিনি পকসো মামলায় গ্রেফতারির আশঙ্কা করছেন ৷ সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ বৃহস্পতিবার তাঁর তরফে আদালতে মামলা দায়ের করা হয়েছে ৷ তবে মামলার শুনানি হয়নি ৷

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগ দায়ের হয়েছে ৷ স্বাভাবিকভাবেই তাই তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে ৷ মামলার গুরুত্ব বুঝে তদন্তের ভার সিআইডি-র হাতে দিয়েছে কর্ণাটকের সরকার ৷ তদন্তে নেমে সিআইডি-র তরফে নোটিশ দেওয়া হয়েছে ইয়েদুরাপ্পাকে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

তার পরই ইয়েদুরাপ্পা আশঙ্কা করছেন যে এই মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ সেই কারণে তিনি কর্ণাটক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ৷ এর আগে তিনি একই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মামলা নিয়ে ৷ সেই আবেদনে তিনি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলা খারিজের কথা বলেছিলেন ৷ সেই আবেদনের শুনানিও এখনও হয়নি ৷

যদিও ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল গত 14 মার্চ ৷ অভিযোগ দায়ের করেন এক মহিলা ৷ তাঁর মেয়েকে ইয়েদুরাপ্পা যৌন হেনস্তা করেছেন বলে পুলিশের কাছে জানান ওই মহিলা ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যৌন হেনস্তার ঘটনাটি ঘটে বলে ওই মহিলা অভিযোগ করেছিলেন ৷ পরে ওই মহিলা অসুস্থতার কারণে মারাও যান ৷

এখন দেখার আদালত ইয়েদুরপ্পার আবেদনের শুনানিতে কী নির্দেশ দেয় ?

বেঙ্গালুরু, 13 জুন: আগাম জামিনের জন্য কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা ৷ তিনি পকসো মামলায় গ্রেফতারির আশঙ্কা করছেন ৷ সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ বৃহস্পতিবার তাঁর তরফে আদালতে মামলা দায়ের করা হয়েছে ৷ তবে মামলার শুনানি হয়নি ৷

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগ দায়ের হয়েছে ৷ স্বাভাবিকভাবেই তাই তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে ৷ মামলার গুরুত্ব বুঝে তদন্তের ভার সিআইডি-র হাতে দিয়েছে কর্ণাটকের সরকার ৷ তদন্তে নেমে সিআইডি-র তরফে নোটিশ দেওয়া হয়েছে ইয়েদুরাপ্পাকে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

তার পরই ইয়েদুরাপ্পা আশঙ্কা করছেন যে এই মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ সেই কারণে তিনি কর্ণাটক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ৷ এর আগে তিনি একই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মামলা নিয়ে ৷ সেই আবেদনে তিনি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলা খারিজের কথা বলেছিলেন ৷ সেই আবেদনের শুনানিও এখনও হয়নি ৷

যদিও ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল গত 14 মার্চ ৷ অভিযোগ দায়ের করেন এক মহিলা ৷ তাঁর মেয়েকে ইয়েদুরাপ্পা যৌন হেনস্তা করেছেন বলে পুলিশের কাছে জানান ওই মহিলা ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যৌন হেনস্তার ঘটনাটি ঘটে বলে ওই মহিলা অভিযোগ করেছিলেন ৷ পরে ওই মহিলা অসুস্থতার কারণে মারাও যান ৷

এখন দেখার আদালত ইয়েদুরপ্পার আবেদনের শুনানিতে কী নির্দেশ দেয় ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.