ETV Bharat / bharat

ভারতীয়দের কর্মসংস্থান হবে এমন যেকোনও বিনিয়োগকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকার দেন ৷ সেখানে ওঠে ইলন মাস্কের ভারত সফর সংক্রান্ত জল্পনার প্রসঙ্গ ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগে যে কেউ করতে পারেন ৷ কিন্তু সেখানে ভারতের শ্রম থাকতে হবে ৷ ভারতীয়দের কর্মসংস্থান দিতে হবে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:50 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল: যে কেউ চাইলেই ভারতে বিনিয়োগ করতে পারে ৷ কিন্তু তার মাধ্য়মে এই দেশের যুবদের কর্মসংস্থান হতে হবে ৷ এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ৷ আসলে ইলন মাস্ক ভারতে বিনিয়োগ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে ৷ সেই প্রসঙ্গেই এ দিন প্রধানমন্ত্রীর উত্তর চাওয়া হয় ৷ তখনই তিনি এই কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘আমি চাই ভারতে বিনিয়োগ আসুক ৷ কে বিনিয়োগ করছে বড় কথা নয় ৷ কিন্তু এই কাজে শ্রম আমার দেশের মানুষের হওয়া উচিত ৷ যে কোনও সামগ্রীতে আমাদের মাটির গন্ধ থাকা উচিত, যার মাধ্য়মে কর্মসংস্থান হয় যুবদের ৷’’

ইলন মাস্ক নিজেকে মোদির ফ্যান বলে বর্ণনা করেন ৷ যদিও প্রধানমন্ত্রী মনে করেন যে ইলন আসলে ভারতের সমর্থক ৷ তিনি ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের পুরনো কথাও উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি বৈদ্যুতিক গাড়ির পরিসরে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন ৷ কিভাবে এই গাড়ির বিক্রি বাড়ছে, সেই কথাও তিনি জানান ৷ সেই কারণে এই সংক্রান্ত নীতিও তিনি তৈরি করছেন ৷

পাশাপাশি এ দিন প্রধানমন্ত্রী তাঁর ভিশন 2047-এর কথাও উল্লেখ করেছেন ৷ জানিয়েছেন, সেই লক্ষ্যেই আগামিদিনে তাঁর সরকার অনেক বড় বড় সিদ্ধান্ত নেবে ৷ কিন্তু এই নিয়ে কারও মনে কোনও ভয় থাকা উচিত নয় ৷ তাঁর কথায়, ‘‘যখন আমি বলি যে আমার বড় পরিকল্পনা আছে, তখন কারও ভয় পাওয়া উচিত নয় । আমি কাউকে ভয় দেখানোর জন্য সিদ্ধান্ত নিই না, আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিই । উপরন্তু, সরকার সবসময় বলে যে আমরা সবকিছু করেছি । আমি বিশ্বাস করি না আমি সবকিছু সঠিক পথে করার চেষ্টা করেছি, তবুও আমার অনেক কিছু করার দরকার আছে ৷ কারণ আমি দেখছি যে আমার দেশের অনেক চাহিদা আছে ৷ কিভাবে প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণ করব, তাই আমি বলি ট্রেলারের কথা বলছি ৷"

তিনি আরও বলেন, "আমি গত দু’বছর ধরে 2047 নিয়ে কাজ করছি । এবং এর জন্য, আমি সারা দেশের মানুষের কাছ থেকে মতামত এবং পরামর্শ চেয়েছি । আমি 15 লাখেরও বেশি মানুষের পরামর্শ নিয়েছি যে তারা আগামী 25 বছরে ভারতকে কিভাবে দেখতে চায় । আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করেছি এবং 15-20 লক্ষ লোকের সাহায্য নিয়েছি এবং কিভাবে কাজ করতে হবে তার জন্য আমি একটি ডেডিকেটেড টিম তৈরি করেছি ৷’’

এই নিয়ে বিরোধীদের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ তাঁর কথায়, এই নির্বাচনে মানুষকে কংগ্রেসের ব্যর্থ মডেল ও বিজেপির মডেলের মধ্য়ে যেকোনও একটাকে বেছে নিতে হবে ৷ এবার কংগ্রেসের সরকারের সঙ্গে বিজেপির সরকারের তুলনা করতে পারবেন মানুষ ৷

আরও পড়ুন:

  1. বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির
  2. কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল, নির্বাচনী বন্ড নিয়ে মত মোদির
  3. ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নয়াদিল্লি, 15 এপ্রিল: যে কেউ চাইলেই ভারতে বিনিয়োগ করতে পারে ৷ কিন্তু তার মাধ্য়মে এই দেশের যুবদের কর্মসংস্থান হতে হবে ৷ এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ৷ আসলে ইলন মাস্ক ভারতে বিনিয়োগ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে ৷ সেই প্রসঙ্গেই এ দিন প্রধানমন্ত্রীর উত্তর চাওয়া হয় ৷ তখনই তিনি এই কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘আমি চাই ভারতে বিনিয়োগ আসুক ৷ কে বিনিয়োগ করছে বড় কথা নয় ৷ কিন্তু এই কাজে শ্রম আমার দেশের মানুষের হওয়া উচিত ৷ যে কোনও সামগ্রীতে আমাদের মাটির গন্ধ থাকা উচিত, যার মাধ্য়মে কর্মসংস্থান হয় যুবদের ৷’’

ইলন মাস্ক নিজেকে মোদির ফ্যান বলে বর্ণনা করেন ৷ যদিও প্রধানমন্ত্রী মনে করেন যে ইলন আসলে ভারতের সমর্থক ৷ তিনি ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের পুরনো কথাও উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি বৈদ্যুতিক গাড়ির পরিসরে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন ৷ কিভাবে এই গাড়ির বিক্রি বাড়ছে, সেই কথাও তিনি জানান ৷ সেই কারণে এই সংক্রান্ত নীতিও তিনি তৈরি করছেন ৷

পাশাপাশি এ দিন প্রধানমন্ত্রী তাঁর ভিশন 2047-এর কথাও উল্লেখ করেছেন ৷ জানিয়েছেন, সেই লক্ষ্যেই আগামিদিনে তাঁর সরকার অনেক বড় বড় সিদ্ধান্ত নেবে ৷ কিন্তু এই নিয়ে কারও মনে কোনও ভয় থাকা উচিত নয় ৷ তাঁর কথায়, ‘‘যখন আমি বলি যে আমার বড় পরিকল্পনা আছে, তখন কারও ভয় পাওয়া উচিত নয় । আমি কাউকে ভয় দেখানোর জন্য সিদ্ধান্ত নিই না, আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিই । উপরন্তু, সরকার সবসময় বলে যে আমরা সবকিছু করেছি । আমি বিশ্বাস করি না আমি সবকিছু সঠিক পথে করার চেষ্টা করেছি, তবুও আমার অনেক কিছু করার দরকার আছে ৷ কারণ আমি দেখছি যে আমার দেশের অনেক চাহিদা আছে ৷ কিভাবে প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণ করব, তাই আমি বলি ট্রেলারের কথা বলছি ৷"

তিনি আরও বলেন, "আমি গত দু’বছর ধরে 2047 নিয়ে কাজ করছি । এবং এর জন্য, আমি সারা দেশের মানুষের কাছ থেকে মতামত এবং পরামর্শ চেয়েছি । আমি 15 লাখেরও বেশি মানুষের পরামর্শ নিয়েছি যে তারা আগামী 25 বছরে ভারতকে কিভাবে দেখতে চায় । আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করেছি এবং 15-20 লক্ষ লোকের সাহায্য নিয়েছি এবং কিভাবে কাজ করতে হবে তার জন্য আমি একটি ডেডিকেটেড টিম তৈরি করেছি ৷’’

এই নিয়ে বিরোধীদের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ তাঁর কথায়, এই নির্বাচনে মানুষকে কংগ্রেসের ব্যর্থ মডেল ও বিজেপির মডেলের মধ্য়ে যেকোনও একটাকে বেছে নিতে হবে ৷ এবার কংগ্রেসের সরকারের সঙ্গে বিজেপির সরকারের তুলনা করতে পারবেন মানুষ ৷

আরও পড়ুন:

  1. বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির
  2. কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল, নির্বাচনী বন্ড নিয়ে মত মোদির
  3. ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.