নয়াদিল্লি, 15 এপ্রিল: যে কেউ চাইলেই ভারতে বিনিয়োগ করতে পারে ৷ কিন্তু তার মাধ্য়মে এই দেশের যুবদের কর্মসংস্থান হতে হবে ৷ এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷
সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ৷ আসলে ইলন মাস্ক ভারতে বিনিয়োগ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে ৷ সেই প্রসঙ্গেই এ দিন প্রধানমন্ত্রীর উত্তর চাওয়া হয় ৷ তখনই তিনি এই কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘আমি চাই ভারতে বিনিয়োগ আসুক ৷ কে বিনিয়োগ করছে বড় কথা নয় ৷ কিন্তু এই কাজে শ্রম আমার দেশের মানুষের হওয়া উচিত ৷ যে কোনও সামগ্রীতে আমাদের মাটির গন্ধ থাকা উচিত, যার মাধ্য়মে কর্মসংস্থান হয় যুবদের ৷’’
ইলন মাস্ক নিজেকে মোদির ফ্যান বলে বর্ণনা করেন ৷ যদিও প্রধানমন্ত্রী মনে করেন যে ইলন আসলে ভারতের সমর্থক ৷ তিনি ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্কের পুরনো কথাও উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি বৈদ্যুতিক গাড়ির পরিসরে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন ৷ কিভাবে এই গাড়ির বিক্রি বাড়ছে, সেই কথাও তিনি জানান ৷ সেই কারণে এই সংক্রান্ত নীতিও তিনি তৈরি করছেন ৷
পাশাপাশি এ দিন প্রধানমন্ত্রী তাঁর ভিশন 2047-এর কথাও উল্লেখ করেছেন ৷ জানিয়েছেন, সেই লক্ষ্যেই আগামিদিনে তাঁর সরকার অনেক বড় বড় সিদ্ধান্ত নেবে ৷ কিন্তু এই নিয়ে কারও মনে কোনও ভয় থাকা উচিত নয় ৷ তাঁর কথায়, ‘‘যখন আমি বলি যে আমার বড় পরিকল্পনা আছে, তখন কারও ভয় পাওয়া উচিত নয় । আমি কাউকে ভয় দেখানোর জন্য সিদ্ধান্ত নিই না, আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিই । উপরন্তু, সরকার সবসময় বলে যে আমরা সবকিছু করেছি । আমি বিশ্বাস করি না আমি সবকিছু সঠিক পথে করার চেষ্টা করেছি, তবুও আমার অনেক কিছু করার দরকার আছে ৷ কারণ আমি দেখছি যে আমার দেশের অনেক চাহিদা আছে ৷ কিভাবে প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণ করব, তাই আমি বলি ট্রেলারের কথা বলছি ৷"
তিনি আরও বলেন, "আমি গত দু’বছর ধরে 2047 নিয়ে কাজ করছি । এবং এর জন্য, আমি সারা দেশের মানুষের কাছ থেকে মতামত এবং পরামর্শ চেয়েছি । আমি 15 লাখেরও বেশি মানুষের পরামর্শ নিয়েছি যে তারা আগামী 25 বছরে ভারতকে কিভাবে দেখতে চায় । আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করেছি এবং 15-20 লক্ষ লোকের সাহায্য নিয়েছি এবং কিভাবে কাজ করতে হবে তার জন্য আমি একটি ডেডিকেটেড টিম তৈরি করেছি ৷’’
এই নিয়ে বিরোধীদের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ তাঁর কথায়, এই নির্বাচনে মানুষকে কংগ্রেসের ব্যর্থ মডেল ও বিজেপির মডেলের মধ্য়ে যেকোনও একটাকে বেছে নিতে হবে ৷ এবার কংগ্রেসের সরকারের সঙ্গে বিজেপির সরকারের তুলনা করতে পারবেন মানুষ ৷
আরও পড়ুন: