নয়াদিল্লি, 2 জুন: বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরেছে সিকিম ক্রান্তিকারি মোর্চা বা এসকেএম ৷ বিরোধী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এসকেএম ৷ হিমালয়ের কোলে ছোট্ট রাজ্যটির 32টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে এসডিএফ ৷ এই অভাবনীয় সাফল্যে এসকেএমের প্রধান প্রেম সিং তামাংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
গত 19 এপ্রিল দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয় ৷ এর পাশাপাশি সিকিমে বিধানসভা নির্বাচন হয় ৷ রবিবার ভোর 6টা থেকে ভোটগণনা শুরু হয় ৷ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সিকিমের 32টি বিধানসভা আসনের মধ্যে 31টিতেই জয়ী হয়েছে সিকিম ক্রান্তিকারি মোর্চা বা এসকেএম ৷ এই দলটি এনডিএ জোটের সদস্য দল ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "যাঁরা বিধানসভা নির্বাচনে বিজেপির সমর্থনে ভোট দিয়েছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই ৷ আমাদের কার্যকর্তারাও যে পরিশ্রম করেছেন, তার প্রশংসা করছি ৷ সিকিমের উন্নয়ন এবং সেখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল সবসময় সামনে থাকবে ৷"
সিকিমে বিরোধী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ 2019 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর রাজ্যটিতে শাসন করেছে ৷ কিন্তু এবার মাত্র একটি আসন পেয়েছে ৷ দলের প্রধান তথা সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং একসময় প্রেম সিং তামাংয়ের মেন্টর ছিলেন ৷ পরে তাঁর পরামর্শদাতা হন ৷ এবার পবন কুমার দু'টি বিধানসভা আসনে লড়েছিলেন এবং দু'টিতেই পরাজিত হন ৷
এই জয় প্রসঙ্গে এসকেএম প্রধান প্রেম সিং তামাং বলেন, "নির্বাচনী প্রচারে আমরা যা যা ঘোষণা করেছিলাম, আগামী 5 বছরে আমরা সেই সবকিছু পূরণ করব ৷ আমি আমার দলের কর্মীদের ধন্যবাদ জানাই ৷ তাঁরা কঠোর পরিশ্রম করেছেন ৷ পাশাপাশি সাধারণ মানুষকেও কৃতজ্ঞতা জানাই ৷" সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আশাবাদী, ফের কেন্দ্রে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে ৷ এনডিএ জোট 400 আসন পেরিয়ে যাবে ৷