ETV Bharat / bharat

উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে, যোগীরাজ্যে বার্তা মোদির

Narendra Modi in UP: উত্তরপ্রদেশ থেকে ফের পরিবারতন্ত্র নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের উন্নয়ন বিরোধীদের তোপ দাগলেন তিনি ৷ স্বজনপোষণের রাজনীতি নিয়েও এ দিন মোদি আওয়াজ তোলেন ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 7:29 PM IST

আজমগড় , 10 মার্চ: উত্তরপ্রদেশের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করেছে ৷ রাজ্যের এই উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে ৷ আজমগড় থেকে রবিবার এমনই হুঙ্কার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷ এ দিন পরিবারতন্ত্র নিয়ে সরব হন মোদি ৷ মুলায়ম-অখিলেশ যাদবদের তোপ দেগে তিনি বলেন, "গত নির্বাচনে যে পরিবার আজমগড়কে তার ঘাঁটি বলে মনে করেছিল, দীনেশের মতো যুবকের কাছে তারা পরাজিত হয়েছিল ৷" দীনেশ লাল যাদব নিরহুয়া আজমগড়ের বিজেপি সাংসদ ৷

সমাজবাদী পার্টি (এসপি) প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদব 2014 সালে আজমগড় থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন ৷ তারপরে তাঁর ছেলে অখিলেশ যাদব 2019 সালে এই আসনে জয়লাভ করেন । তবে সমাজবাদী পার্টি 2022 সালের উপনির্বাচনে বিজেপির দীনেশ লাল যাদবের কাছে এই আসনে হেরে যায় । অখিলেশের পদত্যাগ করে করহাল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ যার ফলে এই আসনে আবার নির্বাচন হয় ৷

প্রধানমন্ত্রী বলেন, "এই পরিবারবাদের কারণে বিরোধীরা এতটাই হতাশ যে তারা মোদিকে গালি দেয় । তারা বলে যে মোদির পরিবার নেই । তারা ভুলে গিয়েছে যে দেশের 140 কোটি জনসংখ্যা মোদির পরিবার। আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবকেও জবাব দিলাম ৷ তিনি 3 মার্চ একটি সমাবেশে আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন আমার পরিবার নেই । উত্তরপ্রদেশ যখন উন্নয়নের নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে তখন তুষ্টির বিষ দুর্বল হচ্ছে ৷"

মোদির কথায়, এই আজমগড়কে এক সময় অনগ্রসর মনে করা হত ৷ আজ একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে এবং দেশের জন্য উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখছে আজমগড় । তিনি বলেন, "আজ আজমগড়ের তারা জ্বলজ্বল করছে । একটা সময় ছিল যখন দিল্লিতে একটি অনুষ্ঠান হলে অন্যান্য রাজ্যগুলি তাতে যোগ দিত । আজ আজমগড়ে অনুষ্ঠান হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে তাতে যোগ দিচ্ছেন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন সারা দেশে 42 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ৷ যার মধ্যে শুধু উত্তরপ্রদেশের জন্য 34 হাজার 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি ৷ এই প্রকল্পের মধ্যে রয়েছে বিমানবন্দর । প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলিকে নির্বাচনের সঙ্গে যোগ করা উচিত নয় ৷ আমি গতির সঙ্গে ছুটছি এবং 2047 সালের মধ্যে উন্নত ভারতের প্রতিশ্রুতি পূরণের জন্য দেশকে গতিতে নিয়ে যাচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে যোগীরাজ্যে 34 হাজার কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস মোদির
  2. শিবরাত্রিতে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো মোদির, করলেন রোড শো
  3. গজরাজের পিঠে চেপে জঙ্গল সাফারি, কাজিরাঙায় ক্যামেরাবন্দি প্রধানমন্ত্রী; রইল ছবি

আজমগড় , 10 মার্চ: উত্তরপ্রদেশের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করেছে ৷ রাজ্যের এই উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে ৷ আজমগড় থেকে রবিবার এমনই হুঙ্কার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷ এ দিন পরিবারতন্ত্র নিয়ে সরব হন মোদি ৷ মুলায়ম-অখিলেশ যাদবদের তোপ দেগে তিনি বলেন, "গত নির্বাচনে যে পরিবার আজমগড়কে তার ঘাঁটি বলে মনে করেছিল, দীনেশের মতো যুবকের কাছে তারা পরাজিত হয়েছিল ৷" দীনেশ লাল যাদব নিরহুয়া আজমগড়ের বিজেপি সাংসদ ৷

সমাজবাদী পার্টি (এসপি) প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদব 2014 সালে আজমগড় থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন ৷ তারপরে তাঁর ছেলে অখিলেশ যাদব 2019 সালে এই আসনে জয়লাভ করেন । তবে সমাজবাদী পার্টি 2022 সালের উপনির্বাচনে বিজেপির দীনেশ লাল যাদবের কাছে এই আসনে হেরে যায় । অখিলেশের পদত্যাগ করে করহাল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ যার ফলে এই আসনে আবার নির্বাচন হয় ৷

প্রধানমন্ত্রী বলেন, "এই পরিবারবাদের কারণে বিরোধীরা এতটাই হতাশ যে তারা মোদিকে গালি দেয় । তারা বলে যে মোদির পরিবার নেই । তারা ভুলে গিয়েছে যে দেশের 140 কোটি জনসংখ্যা মোদির পরিবার। আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবকেও জবাব দিলাম ৷ তিনি 3 মার্চ একটি সমাবেশে আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন আমার পরিবার নেই । উত্তরপ্রদেশ যখন উন্নয়নের নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে তখন তুষ্টির বিষ দুর্বল হচ্ছে ৷"

মোদির কথায়, এই আজমগড়কে এক সময় অনগ্রসর মনে করা হত ৷ আজ একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে এবং দেশের জন্য উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখছে আজমগড় । তিনি বলেন, "আজ আজমগড়ের তারা জ্বলজ্বল করছে । একটা সময় ছিল যখন দিল্লিতে একটি অনুষ্ঠান হলে অন্যান্য রাজ্যগুলি তাতে যোগ দিত । আজ আজমগড়ে অনুষ্ঠান হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে তাতে যোগ দিচ্ছেন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন সারা দেশে 42 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ৷ যার মধ্যে শুধু উত্তরপ্রদেশের জন্য 34 হাজার 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি ৷ এই প্রকল্পের মধ্যে রয়েছে বিমানবন্দর । প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলিকে নির্বাচনের সঙ্গে যোগ করা উচিত নয় ৷ আমি গতির সঙ্গে ছুটছি এবং 2047 সালের মধ্যে উন্নত ভারতের প্রতিশ্রুতি পূরণের জন্য দেশকে গতিতে নিয়ে যাচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে যোগীরাজ্যে 34 হাজার কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস মোদির
  2. শিবরাত্রিতে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো মোদির, করলেন রোড শো
  3. গজরাজের পিঠে চেপে জঙ্গল সাফারি, কাজিরাঙায় ক্যামেরাবন্দি প্রধানমন্ত্রী; রইল ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.