সম্ভল(উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: রামরাষ্ট্রের দাবি তুলেছিলেন তিনি ৷ তাই কংগ্রেস তাঁকে শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করে ৷ ছ'বছরের জন্য বহিষ্কৃত সেই প্রবীণ কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়েই সোমবার উত্তরপ্রদেশের সম্ভল জেলায় আইচোরা কাম্বোহ গ্রামে শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন মোদির মুখে ভূয়সী প্রশংসা শোনা যায় প্রমোদ কৃষ্ণমের ৷ সোমবার প্রধানমন্ত্রী আরও অনেক বিশিষ্ট অতিথি-সহ সকাল সাড়ে 10টায় হেলিকপ্টারে করে এখানে পৌঁছন । শুধু তিনি নন, শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনে সারা দেশের ঋষি-সাধুরাও অংশ নেন । তাঁর মধ্যে ছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণমও ৷ রীতি অনুযায়ী গর্ভগৃহে পুজো সারেন মোদি ।
সকলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয় মা কৈলা দেবী, জয় বুধে বাবা কি বলে তাঁর ভাষণ শুরু করেন । তিনি বলেন, "উত্তরপ্রদেশের ভূমি থেকে ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও আধ্যাত্মিকতার আরেকটি স্রোত প্রবাহিত হচ্ছে । সাধকদের ভক্তি ও মানুষের চেতনায় আরেকটি পবিত্র স্থানের ভিত্তি স্থাপন করা হচ্ছে । আমি নিশ্চিত যে কল্কি ধাম ভারতীয় বিশ্বাসের আরেকটি মহান কেন্দ্র হিসেবে সকলের সামনে আসবে । সবার মঙ্গল কামনা করছি ।"
মঞ্চ থেকে শাশ্বত বার্তা দিলেন মোদি: প্রধানমন্ত্রী জানান, এই ধামে ভগবানের দশটি অবতার থাকবে । দশটি গর্ভগৃহ থাকবে । এই সময়ে কাশীর ভূমিতে বিশ্বনাথের মহিমা জ্বলে উঠতে দেখা গিয়েছে । কাশীকে নতুন রূপে দেখছে সকলে । দেখছে মহাকালের মহলোকের মহিমা । সোমনাথের উন্নয়ন দেখছে । কেদার উপত্যকার পুনর্গঠন দেখছে । মন্দিরের পাশাপাশি মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে ৷ প্রাচীন মূর্তিও আসছে বিদেশ থেকে ৷ তিনি বলেন, "আমরা ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্র বহন করছি । দেশে আজ মন্দির তৈরি হচ্ছে, নতুন মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে । বিদেশ থেকেও ফিরে আসছে প্রাচীন ভাস্কর্য । বিদেশি বিনিয়োগও আসছে রেকর্ড পরিমাণে । সময়ের চাকা যে ঘুরেছে তার প্রমাণ এই পরিবর্তন ।"
একটি নতুন যুগ কড়া নাড়ছে: মোদির কথায়, একটি নতুন যুগ আজ আমাদের দরজায় কড়া নাড়ছে । এটাই সময় যে আমরা খোলা হৃদয়ে সেই আগমনকে স্বাগত জানাই । তাই তিনি লালকেল্লা থেকে দেশকে আশ্বস্ত করেছেন যে এটাই সঠিক সময় । যেদিন (22 জানুয়ারি) অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সেদিন থেকে একটি নতুন যুগ শুরু হয়েছে ।
আচার্য প্রমোদ কৃষ্ণমের আধ্যাত্মিক অনুশীলনের প্রশংসা: প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে আচার্য প্রমোদ কৃষ্ণম ভগবান কল্কির বিষয়ে গভীর অধ্যয়ন করেছেন । ভগবান রামের মতো কল্কির অবতারও হাজার বছরের পথ নির্ধারণ করবে । আচার্য প্রমোদ কৃষ্ণমের মতো মানুষ তাঁদের জীবন উৎসর্গ করছেন ।
কংগ্রেসকে কটাক্ষ মোদির: মোদির কথায়, "আগের সরকারের তরফে বলা হয়েছিল যে মন্দির তৈরি হলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে । কিন্তু আচার্য প্রমোদ কৃষ্ণম, এই সরকারে মন্দির বানালে কিছু হবে না । মানুষ সব ভালো কাজ শুধু আমার জন্যই রেখে দিয়েছে । শতবর্ষের ত্যাগের ফল আসছে । আজ ভারতের অমৃতকালে দেশের গৌরব ও শক্তির বীজ অঙ্কুরিত হচ্ছে ।"
দেশের সাফল্যের রহস্য: চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পেরেছে ভারত । আজ বন্দে ভারত, নমো ভারত ট্রেন চলছে । বুলেট ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে । দেশে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের ঢেউ এক বিস্ময়কর অনুভূতি । প্রধানমন্ত্রী বলেন, "দেশ সফল হওয়ার শক্তি পায় সকলের একতা থেকে ।"
10 বছরের উন্নয়ন যাত্রা নিয়ে প্রধানমন্ত্রী: সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা কাজ, দেশের জন্য কাজ করছে । গত দশ বছরে স্থায়ী বাড়ি, শৌচাগার, বাড়িতে বিদ্যুৎ ও জলের সংযোগ, 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন, স্বল্পমূল্যে গ্যাস, আয়ুষ্মান কার্ড, দশ কোটি কৃষককে কিষাণ সম্মান নিধি, করোনার সময় প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে । আজ সারা বিশ্বে ভারতের কাজ নিয়ে আলোচনা করছে । প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভগবান কল্কির আশীর্বাদে, সংকল্পের যাত্রা সময়ের আগেই শেষ হবে । আমরা একটি শক্তিশালী এবং সক্ষম ভারতের স্বপ্ন পূরণ করতে দেখব ।"
আরও পড়ুন: