নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রীর মুখে প্রাক্তন কংগ্রেসি প্রধানমন্ত্রীর প্রশংসা ৷ রাজ্যসভার 56 জন সাংসদ অবসর নিচ্ছেন ৷ তাঁদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করলেন ৷
এদিন তিনি বলেন, "যখনই দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হবে, সেখানে বহু সাংসদের কথা উঠবে ৷ তাঁদের মধ্যে অন্যতম মাননীয় ডঃ মনমোহন সিং ৷ তাঁর সংসদে যোগদানের বিষয়ে আলোচনা অবশ্যই হবে ৷ তিনি ছ'বার রাজ্যসভায় এসেছেন ৷ নেতা হিসেবে, এমনকী বিরোধী দলের নেতা হিসেবেও সংসদে তাঁর যোগদান গুরুত্বপূর্ণ ৷"
এ বিষয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হুইল চেয়ারে করে সংসদে আসার বিষয়টি উত্থাপন করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "তিনি একবার হুইল চেয়ারে করে ভোট দিতে সংসদে আসেন ৷ তিনি গণতন্ত্রের জন্য এসেছিলেন ৷ জানাই ছিল, সেবার ট্রেজারি বেঞ্চের জয় হবে ৷ মতানৈক্যও ছিল বিস্তর ৷ কিন্তু ডঃ মননমোহন সিংজি হুইলচেয়ারে করে এসেছিলেন ৷ ভোট দিলেন ৷ একজন সাংসদ তাঁর দায়িত্ব বিষয়ে কতটা সজাগ, এই ঘটনা তারই উদাহরণ ৷ আমি আরও দেখেছি ৷ কখনও হয়তো কমিটির সদস্যদের নির্বাচন হচ্ছে ৷ তিনি হুইল চেয়ারে ভোট দিতে এসেছিলেন ৷ এটা প্রশ্ন নয় যে, তিনি কাকে শক্তি দিতে এসেছিলেন ৷ আমি মানছি, তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে এসেছিলেন ৷"
এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী নবতিপর ডঃ মনমোহন সিংজির দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমি সবার হয়ে প্রার্থনা করছি, তিনি যেন সবসময় আমাদের পথ দেখান ৷ আমাদের উৎসাহ দিন ৷" কংগ্রেস সরকারের আমলে ডঃ মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত দু'বার দেশের প্রধানমন্ত্রী হন ৷ এছাড়া তিনি অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷
আরও পড়ুন: