শ্রীনগর, 7 মার্চ: বিশেষ তকমা হারানোর পর এই প্রথম জম্মু-কাশ্মীরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2019 সালের 5 অগস্ট কসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যেই তিনি উপত্যকায় গিয়েছেন ৷ বৃহস্পতিবার শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এখানে 'বিকশিত ভারত বিকশিত জম্মু কাশ্মীর' অনুষ্ঠানে 6 হাজার 400 কোটি টাকার উন্নয়নমূলক প্রজেক্ট উদ্বোধন করবেন তিনি ৷ এর পাশাপাশি একটি জনসভাতেও বক্তৃতা দেবেন ৷ তিনি আসার আগে প্রবীণ বিজেপি নেতা তরুণ চুঘ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরকে 'জঙ্গিদের রাজধানী' থেকে দেশের পর্যটন রাজধানীতে রূপান্তরিত করেছেন ৷
এই অনুষ্ঠানে কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে 5 হাজার কোটি টাকার 'হলিস্টিক এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম'-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া পর্যটন ক্ষেত্রে 1 হাজার 400 কোটিরও বেশি টাকার প্রজেক্টের সূচনা করবেন তিনি ৷ এর মধ্যে শ্রীনগরের 'ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হজরতবাল শ্রিন' রয়েছে ৷ এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একহাজার নবনিযুক্ত সরকারি কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন ৷
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করেন ৷ সেখান থেকে হেলিকপ্টারে বাদামিবাগ ক্যান্টনমেন্টে উড়ে যান ৷ প্রধানমন্ত্রীর উপত্যকা সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া আছে ৷ ড্রোন ও সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা ৷ প্রধানমন্ত্রী যেখানে বক্তৃতা দিচ্ছেন, তার 2 কিমি পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ জলপথে কোনও রকম হামলা আটকাতে ঝিলাম নদী এবং ডাল লেকে কম্যান্ডো মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন: