আমেদাবাদ, 7 মে: ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সাত দফার অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় পর্ব শুরু হয়েছে মঙ্গলবার সকালে ৷ দু'দফা মিটেছে গত 19 ও 26 এপ্রিল ৷ দেশের 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আজ ভোট হচ্ছে 93টি আসনে ৷
প্রথম দু'দফার মতোই তৃতীয় পর্বেও ভাগ্য নির্ধারণ চলছে একাধিক গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীর ৷ সেই তালিকায় রয়েছেন গান্ধিনগর থেকে প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন ৷ এদিন ভোট শুরু হতে দেশবাসীকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী ৷ আজ গুজরাতের সব ক'টি কেন্দ্রে ভোট চলছে ৷
এদিন সকাল সকালই ভোট দিলেন দেশের প্রধানমন্ত্রী ৷ অমিত শাহকে সঙ্গে নিয়ে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আমেদাবাদে নিশান হাইস্কুলে ভোট দিতে যান নরেন্দ্র মোদি ৷ তার আগে প্রধানমন্ত্রী দিলেন অটোগ্রাফও ৷ ভোট দিতে যাওয়ার পথে নিশান হাইস্কুলের বাইরে থাকা আমজনতদের ভিড় থেকে বারবার আওয়াজ উঠছিল 'ওয়ান অটোগ্রাফ প্লিজ' ৷ প্রধানমন্ত্রী তাতে সাড়া দিয়ে আমজনতার তরফে সিয়া প্যাটেলের দেওয়া তাঁরই (মোদির) এক আঁকা ছবিতে লিখলেন, 'নরেন্দ্র মোদি' ৷ এদিন মোদির হাতে রাখিও বেঁধে দিয়েছেন এক প্রৌঢ়া ৷ পাশে ছিলেন অমিত শাহ ৷ ভোট দেওয়ার পর মোদি বুথ কেন্দ্রের বাইরে বেরিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রমাণ দেখালেন ৷
ভোট দিয়ে নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এক ছবি পোস্ট করে ক্যাপশানে লিখলেন, "2024 সালের লোকসভা নির্বাচনে ভোট! সবাই ভোট দিন ৷ আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করা আর্জি জানাচ্ছি " ৷ এর আগে গত দুই দফার মতো এদিন মোদি ভারতের বিভিন্ন ভাষায় এক্সে লিখে দেশবাসীকে ভোট দেওয়ার আর্জি জানান ৷
আরও পড়ুন: